'আমরা কাউকে ভয় পাই না': ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান

সত্য নিউজ: ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেকোনো হুমকির সামনে মাথা নত করার কথা অস্বীকার করে স্পষ্ট জানিয়েছেন, ইরান কোনোভাবেই ভয় পাবে না এবং স্বাধীনতা ও সম্মান রক্ষায় বীরত্বের সঙ্গে লড়াই চালিয়ে যাবে।
রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন, “ট্রাম্প ভাবছেন, আমেরিকা এসে এখানে স্লোগান দিলে আমরা ভয় পাবো? আমরা ভয় পাই না। শুয়ে মরে যাওয়ার থেকে বীর হয়ে শহীদ হওয়া আমাদের গর্বের বিষয়।”
তিনি আরও বলেন, “আমরা কাউকে ভয় পাই না, কোনো হুমকি আমাদের দমন করতে পারবে না। শান্তিপূর্ণ আলোচনায় আমরা আগ্রহী, তবে সম্মান রক্ষা করেই আলোচনা হবে। কোনো ধরনের চাপ ও হুমকি আমাদের পথ পরিবর্তন করতে পারবে না।”
এ কথা বলার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের চলমান চাপ ও নিষেধাজ্ঞার পটভূমি। সম্প্রতি আমেরিকা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জড়িত ছয় ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
উল্লেখ্য, ২০১৫ সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে একটি ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে ওঠে।
ট্রাম্প রিয়াদে এক সম্মেলনে বলেছিলেন, “আমি ইরানের সঙ্গে চুক্তি করতে চাই, তবে তাদের সন্ত্রাসের জন্য সহায়তা বন্ধ করতে হবে, প্রক্সি যুদ্ধ থামাতে হবে, এবং পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চিরতরে বন্ধ করতে হবে। আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, কিন্তু ইরান যদি প্রস্তাব না মানে, কঠোর ব্যবস্থা নেব।”
বর্তমানে ওমানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চালাচ্ছে, কিন্তু এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।
ইরানের কঠোর অবস্থান ও যুক্তরাষ্ট্রের চাপের মাঝে বিশ্ব সম্প্রদায় আশাবাদী দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের সন্ধান পাবেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধন: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে