গুগল ম্যাপসে ‘গালফ অব মেক্সিকো’র নাম বদলে ফেলায় গুগলের বিরুদ্ধে মামলা মেক্সিকোর

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১১:২১:০৯
গুগল ম্যাপসে ‘গালফ অব মেক্সিকো’র নাম বদলে ফেলায় গুগলের বিরুদ্ধে মামলা মেক্সিকোর

সত্য নিউজ: গুগল ম্যাপসে মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব মেক্সিকো’র পরিবর্তে ‘গালফ অব আমেরিকা’ দেখানোর কারণে গুগলের বিরুদ্ধে মামলা করেছে মেক্সিকো সরকার। এই বিতর্কের সূত্রপাত ঘটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশ থেকে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি দেশটির ফেডারেল সংস্থাগুলোকে ‘গালফ অব মেক্সিকো’র পরিবর্তে ‘গালফ অব আমেরিকা’ নাম ব্যবহার করার নির্দেশ দেন। এরপর ফেব্রুয়ারি মাসে গুগল তাদের মানচিত্রে এই পরিবর্তন আনায় যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা ‘গালফ অব আমেরিকা’ দেখতে পায়, তবে মেক্সিকোতে আগের নামই দেখা যাচ্ছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কোনো দেশ আন্তর্জাতিক জলসীমাসংলগ্ন কোনো ভূখণ্ডের নাম একতরফাভাবে পরিবর্তন করতে পারে না। যুক্তরাষ্ট্র যদি তাদের অভ্যন্তরীণ কোনো স্থান বা নদীর নাম বদলে ফেলে, সেটা তাদের ব্যাপার। কিন্তু মেক্সিকো বা কিউবার সীমানার মধ্যে থাকা অঞ্চল নাম ইচ্ছেমতো পাল্টাতে পারবে না।’

গুগলের এই পদক্ষেপকে মেক্সিকো সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। গুগল এ বিষয়ে জানিয়েছে, তারা দীর্ঘদিনের নীতিমালা অনুসরণ করে নিরপেক্ষভাবে মানচিত্র হালনাগাদ করেছে। একই রকম পরিবর্তন করেছে অ্যাপলও, যদিও মেক্সিকো আপাতত অ্যাপলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়নি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ