নিষেধাজ্ঞা উঠলেই পারমাণবিক কার্যক্রমে কড়াকড়ি মেনে নিতে রাজি ইরান: শামখানি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১১:১১:১৫
নিষেধাজ্ঞা উঠলেই পারমাণবিক কার্যক্রমে কড়াকড়ি মেনে নিতে রাজি ইরান: শামখানি

সত্য নিউজ:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে, তবে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচিতে কড়া বিধিনিষেধ মানতে প্রস্তুত।

বুধবার (১৪ মে) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শামখানি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন নিশ্চয়তা দিতে পারে। পাশাপাশি ৬০ শতাংশ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু স্থাপনায় প্রবেশাধিকারও দিতে পারে।

এই মন্তব্য এমন সময় এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চতুর্থ দফার আলোচনা হয়েছে। ২০১৫ সালের বহুল আলোচিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে বেরিয়ে গেলে উত্তেজনা বাড়ে। এরপর ইরানও ধাপে ধাপে চুক্তির শর্ত লঙ্ঘন শুরু করে। বর্তমানে তারা ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যেখানে পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন ৯০ শতাংশ মাত্রা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি সপ্তাহে বলেন, “ইরানই একমাত্র দেশ, যারা পারমাণবিক অস্ত্র ছাড়াই এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।” পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও তেহরান বরাবরই দাবি করে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক।

এই অবস্থায়ও ওয়াশিংটন থেমে নেই। চলমান আলোচনার মধ্যেই ইরানের পরমাণু ও জ্বালানি খাতকে লক্ষ্য করে সোমবার নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ