বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীকে বিয়ের প্রস্তাব, বরখাস্ত এএসপি আফজাল

বরিশাল ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ২০:৪০:০৩
বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীকে বিয়ের প্রস্তাব, বরখাস্ত এএসপি আফজাল
ছবি: সংগৃহীত

বরিশাল রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত এক পুলিশ সদস্যের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব ও অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের আশ্বাস দেওয়ার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পারিবারিক বিরোধের কারণে ওই কনস্টেবলের স্ত্রী অভিযোগ জানাতে বরিশাল আরআরএফের কমান্ড্যান্টের দপ্তরে গেলে সেখানেই এএসপি আফজালের সঙ্গে তার প্রথম দেখা হয়। এরপর তিনি বারবার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাকে বিরক্ত করতে থাকেন। শুধু তাই নয়, কনস্টেবলের স্ত্রী থাকার পরও তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন এবং আর্থিক সুবিধার লোভ দেখান।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, এএসপি আফজাল ওই নারীকে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দাখিল ও মামলা করার জন্য উৎসাহ দেন এবং দাম্পত্য সম্পর্ক ভাঙার চেষ্টা করেন। এমনকি কনস্টেবলের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীকেও দিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিলের কুপরামর্শ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার এমন আচরণ পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। এ ধরনের অপেশাদার আচরণ 'অসদাচরণ' হিসেবে গণ্য হওয়ায় তাকে ২১ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ