গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৯ হাজার শিশু: ভয়াবহ তালিকা প্রকাশ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১৯:৩২:০০
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৯ হাজার শিশু: ভয়াবহ তালিকা প্রকাশ
গাজায় নিহত কিছু শিশুর ছবি (সংগৃহীত)

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে অন্তত ১৯ হাজার শিশু। এই ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম The Washington Post, যারা এই শিশুদের একটি তালিকাও প্রকাশ করেছে। তাদের তথ্য অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে ৯৫৩ জন ছিল এক বছরের কম বয়সী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত হয়েছেন ৬০ হাজার ৩৪ জন মানুষ। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জন। এর বাইরেও বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান বারবার উপেক্ষা করে গেছে ইসরায়েল। নির্বিচারে চালানো বোমাবর্ষণে পুরো গাজা বিধ্বস্ত হয়ে পড়েছে, দেখা দিয়েছে চরম খাদ্যসংকট ও দুর্ভিক্ষ। মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে গণহত্যা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানালেও ইসরায়েল তার সামরিক অভিযান বন্ধ করেনি। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ