জার্মানিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ২, একজন নিখোঁজ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১১:২২:১৮
জার্মানিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ২, একজন নিখোঁজ
ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) জার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি রাজ্যের গ্রিমা শহরের কাছে একটি সামরিক প্রশিক্ষণ হেলিকপ্টার দুর্ঘটনায় কমপক্ষে দুই জার্মান বিমান সেনা নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে আরও একজন ক্রু সদস্যের সন্ধানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জার্মান বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিহত দুইজনই ‘অভিজ্ঞ’ হেলিকপ্টারচালক ছিলেন এবং তারা বিমান বাহিনীর হেলিকপ্টার উইং ৬৪-এ কর্মরত ছিলেন। প্রশিক্ষণের জন্য ভাড়া নেওয়া EC-135 মডেলের হেলিকপ্টারটি অজ্ঞাত কারণে মঙ্গলবার সকালে মুলদে নদীতে বিধ্বস্ত হয়।

প্রাথমিকভাবে হেলিকপ্টারটি নিখোঁজ ছিল। পরে নদীতে কায়াক চালাতে যাওয়া কিছু ক্যানোয়িস্ট নদীর পানিতে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখতে পান। এরপরই জরুরি পরিষেবা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার কাজে অংশ নেয় পুলিশের ডুবুরি দলসহ ১০০-র বেশি কর্মী। মুলদে নদীতে হেলিকপ্টার থেকে ফুটা হওয়া কেরোসিন আটকাতে একটি ‘বুম’ স্থাপন করা হয়েছে, যাতে দূষণ ছড়িয়ে না পড়ে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্তোরিয়াস এক শোকবার্তায় বলেন, "এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মৃত্যু আমাকে এবং পুরো জার্মান সেনাবাহিনীকে গভীরভাবে আঘাত করেছে। আমাদের ভাবনা এখন তাদের পরিবার-পরিজনের সঙ্গে।" তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ উদঘাটনে সম্ভাব্য সবকিছু করা হবে।

এখনও নিখোঁজ থাকা তৃতীয় ক্রু সদস্যের সন্ধানে নদীজুড়ে তল্লাশি চলছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও, বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগত ত্রুটি কিংবা খারাপ আবহাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ