প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাশিয়া ও জাপানে সুনামি, বহু এলাকা প্লাবিত

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১০:২৯:১৮
প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাশিয়া ও জাপানে সুনামি, বহু এলাকা প্লাবিত
ছবিঃ সংগৃহীত

রাশিয়া ও জাপানে বুধবার, ৩০ জুলাই ২০২৫ তারিখে ৮.৮ মাত্রার এক প্রবল ভূমিকম্পের পর একাধিক স্থানে সুনামি আঘাত হানে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার ফার ইস্ট বা পূর্বাঞ্চলে, এবং জাপানের উপকূলীয় এলাকাগুলোতেও জলোচ্ছ্বাস দেখা দেয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তিন মিটার বা তার বেশি উচ্চতার ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে।

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সেভেরো-কুরিলস্ক নামক একটি উপকূলীয় শহরে সুনামি আঘাত হানে এবং শহরটির বহু এলাকা পানিতে তলিয়ে যায়। প্রায় ২,০০০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেখানে বিল্ডিং ও ঘরবাড়ি পানিতে নিমজ্জিত।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে কয়েকজন আহত হলেও তাদের কেউ গুরুতর নয়। এটি ১৯৫২ সালের পর কামচাটকা অঞ্চলে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর ভূ-ভৌগোলিক বিভাগ।

জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপেও প্রথম সুনামি ঢেউ পর্যবেক্ষণ করা হয়েছে, যার উচ্চতা ছিল ৩০ সেন্টিমিটার। টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, মানুষ গাড়ি ও পায়ে হেঁটে উঁচু জায়গায় সরে যাচ্ছে। কর্তৃপক্ষ উপকূলবর্তী এলাকায় বসবাসকারীদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

জাপানের আবহাওয়া দপ্তর শুরুতে এক মিটার ঢেউয়ের পূর্বাভাস দিলেও পরে সেটি বাড়িয়ে তিন মিটার করে। এই সতর্কতা টোকিও উপসাগর ও ওসাকা উপসাগরসহ জাপানের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত ছিল।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই সুনামির প্রভাবে ইকুয়েডর, চিলি, হাওয়াই, ফ্রেঞ্চ পলিনেশিয়া, গুয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, টোঙ্গা এবং তাইওয়ানসহ একাধিক প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় ও দ্বীপ রাষ্ট্রগুলোতেও ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।

ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের নিরাপত্তার স্বার্থে সেখান থেকেও সরিয়ে নেওয়া হয়েছে। এই বিদ্যুৎকেন্দ্র ২০১১ সালের সুনামিতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল।

ফিলিপাইন সরকার পূর্ব উপকূলে এক মিটার ঢেউয়ের সম্ভাবনার কথা জানিয়ে মানুষকে সমুদ্রতট ত্যাগ করে দূরবর্তী এলাকায় চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। জেলেদের গভীর সমুদ্রে অবস্থান করতে অনুরোধ জানানো হয়েছে যতক্ষণ না সতর্কতা প্রত্যাহার করা হয়।

এখন পর্যন্ত ছয়টি পরাঘাত (aftershocks) অনুভূত হয়েছে, যার মধ্যে একটি ছিল ৬.৯ মাত্রার।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ