গাজায় হামলার নিন্দা করেও ইসরায়েলের সঙ্গে কেন বাণিজ্য অব্যাহত রাখছে এসব দেশ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ২২:০৫:২৪
গাজায় হামলার নিন্দা করেও ইসরায়েলের সঙ্গে কেন বাণিজ্য অব্যাহত রাখছে এসব দেশ
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে ২৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি বিবৃতিতে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, যা গাজার মানুষের দুর্দশা কমাতে পারে। গত কয়েক মাস ধরে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করলেও এর কোনো সমাধান হয়নি।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড, স্পেন, ফ্রান্সসহ অনেকেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে এসব দেশের সঙ্গে ইসরায়েলের বাণিজ্য অব্যাহত রয়েছে। ২০২৩ সালের তথ্য অনুযায়ী বেলজিয়াম, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ ইসরায়েলের সঙ্গে ১০০ কোটি ডলারের বেশি বাণিজ্য করেছে।

বিশেষ করে ইতালি ইসরায়েলে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে, যেখানে গাড়ি ও অন্যান্য যানবাহনের সরবরাহ উল্লেখযোগ্য। অন্যদিকে আয়ারল্যান্ড ইসরায়েল থেকে ইন্টিগ্রেটেড সার্কিট নামে চিপ আমদানি করে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছে।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে অনেকেই ফিলিস্তিনকে বিভিন্ন সময়ে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক চাপ বাড়ার পর ইসরায়েল ‘মানবিক উদ্দেশ্যে’ গাজায় কিছুক্ষণের জন্য ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছে। তবে এই বিরতির মধ্যেও সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনাহার ও অপুষ্টিতে নিহতের সংখ্যা দিন দিন বাড়ছে।

ইসরায়েলের সঙ্গে বাণিজ্যে যুক্ত দেশগুলো এখনো কড়া নিষেধাজ্ঞা আরোপ করেনি, যা ইসরায়েলকে গাজায় হামলা বন্ধে বাধ্য করতে পারে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবৃতির সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিটি ‘বাস্তবতা বিবর্জিত’ বলে খণ্ডন করেছে এবং দাবি করেছে, এটি হামাসকে ভুল সংকেত দিচ্ছে।

গাজায় মানবিক পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে, আর বিশ্ব সম্প্রদায় কীভাবে এই সংকট মোকাবেলা করবে তা এখনো দেখার বিষয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ