কাতার থেকে ট্রাম্পকে ৪০০ মিলিয়নের বিমান, মার্কিন রাজনীতি তোলপাড়

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ২১:৪৯:৫৬
কাতার থেকে ট্রাম্পকে ৪০০ মিলিয়নের বিমান, মার্কিন রাজনীতি তোলপাড়
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাতার সরকার চলতি বছরের শুরুতে একটি বিলাসবহুল বোয়িং 747-8 উড়োজাহাজ উপহার হিসেবে দিয়েছে। এই বিমানটির বাজারমূল্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার। খবর প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রজুড়ে এই উপহার নিয়ে ব্যাপক বিতর্ক ও রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই বিমানটিকে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করার প্রস্তুতি চলছে। হোয়াইট হাউস জানিয়েছে, কাতার থেকে বিমানটি “বিনা শর্তে” উপহার হিসেবে দেওয়া হয়েছে এবং সবকিছু মার্কিন আইন অনুযায়ী করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে বলা আছে, কোনো সরকারি কর্মকর্তা কংগ্রেসের অনুমোদন ছাড়া ৪৮০ ডলারের বেশি মূল্যের উপহার বিদেশি সরকারের কাছ থেকে গ্রহণ করতে পারবেন না। এই কারণে কংগ্রেস ও জনমনে প্রশ্ন উঠেছে, এটি রাষ্ট্রীয় উপহার নাকি প্রভাব বিস্তারের ‘গোপন ঘুষ’।

হোয়াইট হাউস আরও জানিয়েছে, বিমানটির বাজারমূল্য ঘোষিত মূল্যের চেয়ে কম এবং প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হওয়ার পর এটি ট্রাম্পের প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে হস্তান্তর করা হবে। পেন্টাগনের সঙ্গে কাতারের একটি সমঝোতা অনুযায়ী, বিমানটি যেমন আছে তেমনভাবেই হস্তান্তর করা হবে এবং পেন্টাগন এর নিরাপত্তা যাচাই ও রূপান্তরের দায়িত্ব নেবে। নথিতে উল্লেখ আছে, এই হস্তান্তর ‘ঘুষ, প্রভাব বিস্তার বা দুর্নীতির প্রমাণ নয়।’

বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট এয়ারফোর্স ওয়ান হিসেবে দুটি পুরনো বোয়িং 747-200 মডেল ব্যবহার করেন, যা ১৯৯০ সাল থেকে কার্যকর। নিরাপত্তা ও প্রযুক্তিগত কারণে নতুন একটি উড়োজাহাজের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ট্রাম্পও তার প্রেসিডেন্সির সময় একাধিকবার নতুন বিমান নিয়ে আলোচনা করেছিলেন।

নতুন এই বিমানটিকে এয়ারফোর্স ওয়ানে রূপান্তর করতে যুক্তরাষ্ট্রকে কয়েকশো মিলিয়ন থেকে এক বিলিয়ন ডলারের মধ্যে ব্যয় করতে হতে পারে। এই খরচে থাকবে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, আকাশপথে জ্বালানি ভরার সুবিধা এবং পারমাণবিক বিস্ফোরণের ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকে সুরক্ষা।

সিবিএস নিউজের সঙ্গে কথা বলা এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, এই বিশাল ব্যয় ‘সেন্টিনেল’ নামে একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রকল্পের বাজেট থেকে নেওয়া হতে পারে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বাজেট থেকে অর্থ কেটে এই বিতর্কিত উপহারটি কার্যকর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ