অস্কারজয়ী ছবির ফিলিস্তিনি কর্মীকে গুলিবিদ্ধ করে হত্যা করল ইসরায়েলিরা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১৯:২১:১০
অস্কারজয়ী ছবির ফিলিস্তিনি কর্মীকে গুলিবিদ্ধ করে হত্যা করল ইসরায়েলিরা
বিশিষ্ট ফিলিস্তিনি কর্মী ওদেহ হাতালিন। ছবি: সংগৃহীত

অস্কারজয়ী ডকুমেন্টারি ‌‘নো আদার ল্যান্ড’-এ অংশগ্রহণকারী এবং ফিলিস্তিনের জনপ্রিয় অধিকারকর্মী ওদেহ হাতালিনকে গুলি করে হত্যা করেছে এক ইহুদি বসতি স্থাপনকারী। সোমবার, ২৮ জুলাই, অধিকৃত পশ্চিম তীরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

‘নো আদার ল্যান্ড’ ডকুমেন্টারিতে পশ্চিম তীরের সামরিক আগ্রাসন ও বসতি স্থাপনকারীদের সহিংসতা ফুটিয়ে তোলা হয়েছিল। গত ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) এটি সেরা ডকুমেন্টারি হিসেবে পুরস্কৃত হয়।

ওদেহ হাতালিনের ওপর গুলির ঘটনার প্রথম সংবাদ প্রকাশ করেন ইসরায়েলি সাংবাদিক ইউভাল আব্রাহাম, যিনি নিজেও এই চলচ্চিত্রের সহ-পরিচালক। তিনি জানান, হাতালিন শরীরের উপরের অংশে গুলিবিদ্ধ হন এবং তাঁর অবস্থা ছিল সংকটাপন্ন। পরে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, উম্মে আল-খাইর গ্রামের কাছে কয়েকজন ফিলিস্তিনি পাথর নিক্ষেপ করছিল। এ সময় একজন বসতি স্থাপনকারী গুলি চালায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ একজন ইসরায়েলি বেসামরিক নাগরিককে আটক করে, যার পরিচয় গোপন রাখা হয়েছে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার দেখানো হয়।

‘নো আদার ল্যান্ড’-এর আরেক সহ-পরিচালক বাসেল আদ্রা ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় বলেন, “সে (হাতালিন) তার গ্রামের সামনে দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই একজন বসতি স্থাপনকারী তার বুকে গুলি চালায়, যা তার জীবন কেড়ে নেয়। এভাবেই ইসরায়েল একে একে আমাদের শেষ করছে।”

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হাতে কমপক্ষে ৯৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন অবৈধ।

ইসরায়েলের বামপন্থী সংসদ সদস্য ওফের কাসিফ এক চিঠিতে অ্যাটর্নি জেনারেলের কাছে এই হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত দাবি করেছেন। তাঁর মতে, ঘটনাটি দৃষ্টান্তমূলকভাবে আইনের শাসনের অভাব এবং দোষীদের দায়মুক্তি প্রদর্শন করে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গত মাসে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিমানবন্দরে পৌঁছানোর পর হাতালিনকে আটক করা হয়েছিল এবং পরবর্তীতে ভিসা বাতিল করে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।

এর আগেও ‘নো আদার ল্যান্ড’-এর সহ-পরিচালক হামদান বল্লাল ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে হামলার শিকার হয়েছিলেন, যা গত মার্চে সিএনএন-এ প্রকাশিত হয়েছিল।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ