সংসদে সন্তানকে কোলে নিয়ে ভাষণ, নজর কেড়েছে অস্ট্রেলিয়ার সিনেটর

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১৮:০৫:৩৬
সংসদে সন্তানকে কোলে নিয়ে ভাষণ, নজর কেড়েছে অস্ট্রেলিয়ার সিনেটর

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সন্তানকে কোলে নিয়ে প্রথম ভাষণ দিলেন সিনেটর করিন মুলহল্যান্ড। সদ্য নির্বাচিত এই লেবার পার্টির সিনেটরের কোলে ছিল তার কয়েক মাস বয়সী শিশু, যার সঙ্গে তিনি পার্লামেন্টে কথা বলছিলেন। ভিডিওতে দেখা যায়, শিশু কোলে ছটফট করছে আর পার্লামেন্টের একজন সদস্য হাসিমুখে তাকে শান্ত রাখার চেষ্টা করছেন। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।

কুইন্সল্যান্ড রাজ্য থেকে নির্বাচিত করিন মুলহল্যান্ড তার ভাষণে জানান, তার সন্তান এখানে কোনো প্রতীক নয়, বরং তার অস্তিত্ব তার উপস্থিতির শক্তিশালী স্মারক। তিনি নিজের পরিচয় দেন একজন স্ত্রী, মা এবং কুইন্সল্যান্ডের শহরতলীর একজন নাগরিক হিসেবে। তিনি বলেন, সংসদে মা-বাবাদের উপস্থিতি কেবল তত্ত্বগত নয়, বাস্তব জীবনেরও অংশ হওয়া উচিত। শিশু লালন-পালন, দায়িত্ব এবং মাতৃত্বের অনুভূতিগুলো সংসদে কাজ করার সময় কাজে লাগে।

করিন মুলহল্যান্ড আরও জানান, কর্মজীবী মা-বাবারা কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষায় কঠোর পরিশ্রম করেন। তার ভাষায়, “অনেক আগে যারা আমাদের জন্য পথ তৈরি করেছেন, তাদের জন্য আমি কৃতজ্ঞ। এখন সময় এসেছে সংসদের বাইরের কর্মজীবীদের জন্য আধুনিক ও নমনীয় কর্মপরিবেশ নিশ্চিত করার।”

তিনি প্রতিশ্রুতি দেন, কর্মজীবী পরিবারগুলোর জীবনকে সহজ করতে তিনি কাজ করবেন। পরিবারগুলো যেন কাজের সময়, স্থান ও পদ্ধতি নিয়ে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে, সেই সুযোগ দেয়া উচিত।

শেষে মা এবং সন্তান নির্বিঘ্নে ভাষণ শেষ করেন, যদিও ভাষণের শেষে সংসদের অন্য সদস্যরা শিশুটিকে কোলে নিয়ে আদর করেন।

সূত্র: উইওন

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ