দুর্নীতির মামলায় সাবেক ক্রিকেট অধিনায়ক ও সংসদ সদস্য দুর্জয় এখন কারাগারে

২০২৫ জুলাই ২৯ ১৭:২০:৫৩
দুর্নীতির মামলায় সাবেক ক্রিকেট অধিনায়ক ও সংসদ সদস্য দুর্জয় এখন কারাগারে
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন, দুর্জয় সংসদ সদস্য থাকাকালে ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ায় গত বছরের ১৮ ডিসেম্বর দুদকের পরিচালক আবুল হাসনাত বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, দুর্জয় মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ২২ লাখ টাকা গ্রহণ করেন। এছাড়া তাঁর নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ১৩টি ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে আরও ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গত ৩ জুলাই রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। এর আগে, ২০২৩ সালের ২৪ অক্টোবর দুর্জয় ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার একটি আদালত।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ