খামেনিকে সরাসরি হত্যার হুমকি ইসরায়েলের!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৭:০৪:১৭
খামেনিকে সরাসরি হত্যার হুমকি ইসরায়েলের!
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাঁটি থেকে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, “আমাদের হাত এখন আরও দীর্ঘ হবে। আগের চেয়ে শক্তিশালীভাবে ফিরে আসবো, এবং এবার লক্ষ্য হবেন আপনি—খামেনি।”

তার এই মন্তব্যে সরাসরি তেহরানকে আঘাত হানার হুমকিও উঠে এসেছে। তিনি বলেন, “আমি স্বৈরশাসক খামেনিকে পরিষ্কার বার্তা দিতে চাই—ইসরায়েলকে হুমকি দেওয়া বন্ধ না করলে এবার হামলার লক্ষ্য হবেন আপনি নিজেই।”

এমন স্পষ্ট ও ব্যক্তিগত হুমকির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু কথার হুমকি নয়; বরং দুই দেশের মধ্যে একটি গোপন সংঘাতের দিকেই ইঙ্গিত দিচ্ছে।

এর আগে গত ১৩ জুন, ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছিল। সেই সংঘাতে ১২ দিনব্যাপী হামলায় ইরানের বহু সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ প্রায় ৭০০ জন প্রাণ হারান।

তবে এবার যেভাবে সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার ওপর হামলার হুমকি দেওয়া হলো—তা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে একেবারেই নজিরবিহীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ