রাজশাহীতে ভ্যানচালকের ওপর বর্বরতা, মাছচোর সন্দেহে নির্যাতন

রাজশাহী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ২০:৩৩:০৩
রাজশাহীতে ভ্যানচালকের ওপর বর্বরতা, মাছচোর সন্দেহে নির্যাতন
ছবি: রাজশাহী নিউজ ২৪

রাজশাহীর বাগমারায় মাছচুরির সন্দেহে এক ভ্যানচালককে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার হাটমাধনগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

ভুক্তভোগী মুজিবুর রহমান (৫৬) উপজেলার নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাটগাঙ্গোপাড়া আড়তে মাছ বিক্রি করে নিজের ভ্যানে করে বাড়ি ফিরছিলেন মুজিবুর। পথিমধ্যে হাটমাধনগর এলাকায় কিছু ব্যক্তি তাঁর পথরোধ করে মাছ চুরির অভিযোগ তোলেন এবং একপর্যায়ে তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, হাটমাধনগর ও বাসুদেবপাড়া গ্রামের মাঝখানে অবস্থিত জোঁকাবিলে মাছ চাষ নিয়ে দুই গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এর আগেও এই বিরোধের জেরে প্রাণহানির ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

মুজিবুরের পরিবারের অভিযোগ, মাছচুরির মিথ্যা অজুহাতে আবুল কালাম, আফসার আলী, পিয়ার বকস ও নাদের আলীসহ কয়েকজন মিলে মুজিবুরকে গাছে বেঁধে মারধর করেন।

অভিযুক্ত আবুল কালাম অভিযোগ অস্বীকার না করে বলেন, “মুজিবুর ও তাঁর ভাই এবাদুর দীর্ঘদিন ধরে বিলের মাছ চুরি করে বিক্রি করছেন। কয়েকবার হাতেনাতে ধরেও ছেড়ে দিয়েছি। এবার তাঁরা বিলের মুখের জলকপাট খুলে মাছ বের করেছেন।”

হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, সকাল ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ গিয়ে মুজিবুরকে গাছে বাঁধা অবস্থায় পায়নি। তাঁর বিরুদ্ধে মাছচুরির মৌখিক অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ