কোমায় কাটানো দুই দশকের পর শেষ নিঃশ্বাস নিলেন ‘স্লিপিং প্রিন্স’

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ০৯:১৯:০৮
কোমায় কাটানো দুই দশকের পর শেষ নিঃশ্বাস নিলেন ‘স্লিপিং প্রিন্স’
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই দশক কোমায় থাকার পর মারা গেছেন সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। শনিবার (১৯ জুলাই) তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল এ তথ্য নিশ্চিত করেন।

২০০৫ সালে যুক্তরাজ্যের লন্ডনে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাত্র ১৫ বছর বয়সী আল-ওয়ালিদ। দুর্ঘটনায় তার মস্তিষ্কে ভয়াবহ আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। সে সময় তিনি লন্ডনে সামরিক ক্যাডেট প্রশিক্ষণে ছিলেন। দুর্ঘটনার পর থেকেই তিনি কোমায় ছিলেন। সেই থেকেই রাজপরিবারের এই তরুণ সদস্য পরিচিত হন ‘স্লিপিং প্রিন্স’ নামে।

২০১৯ সালে তার পরিবারের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কোমায় থাকা অবস্থায় আল-ওয়ালিদ তার আঙুল নাড়াচ্ছেন। এতে অনেকেই আশা করেছিলেন, তিনি হয়তো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। তবে যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ চিকিৎসা প্রচেষ্টা সফল হয়নি।

সৌদি রাজধানী রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে রবিবার (২০ জুলাই) বাদ আসর প্রিন্স আল-ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার বাবা।

আল-ওয়ালিদের মৃত্যুর খবরে সৌদি আরবজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্লিপিং প্রিন্স’ হ্যাশট্যাগ ব্যবহার করে বহু মানুষ তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অনেকেই তাকে ধৈর্য, বিশ্বাস এবং পরিবারিক ভালোবাসার প্রতীক হিসেবে স্মরণ করছেন।

বিশেষ করে বাবা প্রিন্স খালেদ বিন তালালের পুত্রস্নেহের এই অনন্য দৃষ্টান্ত ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়। তিনি বছরের পর বছর ছেলের পাশে থেকে তাকে সান্নিধ্য দিয়েছেন, দোয়া করেছেন, স্পর্শ করেছেন—এই দৃশ্য বহু মানুষকে আবেগতাড়িত করেছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ