ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর

যুক্তরাষ্ট্র-সৌদি: ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ০৮:২৩:৫৭
যুক্তরাষ্ট্র-সৌদি: ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি

সত্য নিউজ:যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ১৪,২০০ কোটি ডলারের একটি বিশাল অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগিতা হিসেবে ঘোষণা করেছে হোয়াইট হাউজ। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় এই চুক্তি সই হয়। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো সৌদি আরবকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, অস্ত্র এবং প্রশিক্ষণসহ বিভিন্ন সামরিক সেবা সরবরাহ করবে।

চুক্তি স্বাক্ষরের পর মঞ্চে দেওয়া এক ভাষণে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘বিস্ময়কর’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন এবং বলেন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধন এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও দৃঢ়। ট্রাম্প জানান তার এই সফরের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করা এবং উপসাগরীয় ধনী দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ আকর্ষণ করা।

চুক্তির পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে সিরিয়া, ইরান ও গাজা প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান সিরিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং ইরানের সঙ্গে নতুন একটি চুক্তির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। গাজার প্রসঙ্গে ট্রাম্প বলেন সেখানকার সাধারণ মানুষ একটি ভালো ভবিষ্যতের যোগ্য তবে গাজার নেতৃত্ব যদি অপহরণ ও সহিংসতা বন্ধ না করে, তাহলে সেই ভবিষ্যৎ সম্ভব নয়।

এই চুক্তি এমন এক সময় হলো যখন কয়েক বছর আগে যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ক বেশ উত্তাল সময় পার করছিল। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগজির হত্যাকাণ্ড এবং ২০২১ সালে ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের ভূমিকার কারণে বাইডেন প্রশাসনের আমলে দেশটির প্রতি অস্ত্র বিক্রি বন্ধ করা হয়। প্রেসিডেন্ট পদে প্রার্থী থাকা অবস্থায় বাইডেন সৌদি আরবকে একঘরে করার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং অস্ত্র বিক্রিও আবার চালু হয়।

এবার ট্রাম্পের সময় এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যে সেই পুরনো কৌশলগত সম্পর্ক আবার নতুন মাত্রা পেল। এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে এবং এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্তিশালী হবে বলেও মনে করা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ