ফিলিস্তিন ইসরাইলের যুদ্ধ

গাজায় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান, পূর্ণ চুক্তির হুঁশিয়ারি হামাসের মুখপাত্রের

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ১১:৪৮:০৭
গাজায় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান, পূর্ণ চুক্তির হুঁশিয়ারি হামাসের মুখপাত্রের
হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদাছবি: রয়টার্স ফাইল ছবি

ফিলিস্তিনি সংগঠন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, সব জিম্মির বিনিময়ে যুদ্ধবিরতির যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে তিনি সতর্ক করেছেন, চুক্তি না হলে হামাস দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত।

একটি রেকর্ড করা ভিডিও বার্তায় উবাইদা এসব কথা বলেন, যেটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। প্রায় ২০ মিনিটের ওই বার্তায় তিনি বলেন, হামাস একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দিয়েছিল, যেখানে একসঙ্গে সব জিম্মি মুক্তি দেওয়ার কথা ছিল। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর কট্টর ডানপন্থী মন্ত্রিসভা তা প্রত্যাখ্যান করেছে।

উবাইদা বলেন, ‘এটা এখন পরিষ্কার, নেতানিয়াহুর সরকার বন্দীদের ব্যাপারে আন্তরিক নয়। কারণ, অধিকাংশই সেনাসদস্য।’ তিনি আরও জানান, হামাস এমন একটি চুক্তি চায়, যাতে যুদ্ধ শেষ হবে, ইসরায়েলি বাহিনী গাজা থেকে পুরোপুরি সরে যাবে এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত হবে।

কাতারে চলমান পরোক্ষ আলোচনার বিষয়ে উবাইদা হুঁশিয়ার করে বলেন, ইসরায়েল যদি আবারও আলোচনার টেবিল থেকে সরে যায়, তবে ভবিষ্যতে আর কোনো আংশিক চুক্তির সুযোগ থাকবে না। এমনকি ৬০ দিনের একটি প্রস্তাবিত চুক্তি, যার আওতায় ১০ জন জিম্মি মুক্তি পাওয়ার কথা, সেটিও বাস্তবায়িত হবে না।

বর্তমানে হামাসের হেফাজতে প্রায় ৫০ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে বলেন, গাজা থেকে আরও ১০ জন জিম্মিকে শিগগিরই মুক্ত করা হবে। তিনি বলেন, ‘আমরা বেশির ভাগ বন্দীকে ফিরিয়ে এনেছি। খুব শিগগির আরও ১০ জন ফিরবে।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্প কয়েক সপ্তাহ ধরেই বলে আসছেন, যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তি আসন্ন। যদিও বাস্তবে এখনো তার কোনো অগ্রগতি দেখা যায়নি।

মার্চের পর এই প্রথম ভিডিও বার্তায় মুখ খুললেন আবু উবাইদা। তিনি জানান, হামাস যোদ্ধারা গাজা জুড়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাবেন এবং লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছেন।

তিনি আরব ও মুসলিম বিশ্বের নেতাদেরও কঠোরভাবে সমালোচনা করেন। গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে তাদের নীরব অবস্থানকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেন তিনি।

সুত্রঃআল জাজিরা

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ