ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ০৯:০৪:২০
ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ ফাইল ছবি: এএফপি

নিজের বিরুদ্ধে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বড় ধরনের আইনি পদক্ষেপ নিয়েছেন। তিনি মার্কিন দৈনিকটি, তার মালিকানাধীন প্রতিষ্ঠান নিউজ করপোরেশন, এবং মিডিয়া মোগল রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন।

মামলাটি করা হয়েছে দক্ষিণ ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে। ট্রাম্প অভিযোগ করেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল ইচ্ছাকৃতভাবে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বানোয়াট ও অপমানজনক একটি প্রতিবেদন ছেপেছে। ওই প্রতিবেদনে তার সঙ্গে যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের বন্ধুত্বের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা ট্রাম্পের ভাষায় “আবর্জনাপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত”।

মামলার নথিতে বলা হয়েছে, নিউজ করপোরেশন, ডাও জোনস, রুপার্ট মারডক এবং সংশ্লিষ্ট সাংবাদিকরা এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ট্রাম্পকে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কাজ করেছেন। ট্রাম্পের দাবি, এতে তার রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসায়িক ক্ষেত্রেও প্রভাব পড়েছে।

মামলা দায়েরের আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “আমি রুপার্ট মারডককে এই মামলায় সাক্ষ্য দিতে দেখার জন্য অপেক্ষা করছি। তার ওয়াল স্ট্রিট জার্নালের বিচার হবেই।”

জেফ্রি অ্যাপস্টিন একসময় বিলাসবহুল জীবনযাপনকারী এবং কুখ্যাত যৌন অপরাধী ছিলেন। ২০১৯ সালে জেলহাজতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। তবে তাকে ঘিরে বহু ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে, যার মধ্যে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানা আলোচনা রয়েছে।

এছাড়া ট্রাম্প ম্যানহাটনের ফেডারেল কোর্টে আরও একটি আবেদন করেছেন, যাতে অ্যাপস্টিন ও তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলের গ্র্যান্ড জুরি শুনানির নথি প্রকাশ করা হয়। ম্যাক্সওয়েল ২০২১ সালে অপ্রাপ্তবয়স্কদের যৌন নির্যাতনে সহায়তা-সংক্রান্ত পাঁচটি ফেডারেল অপরাধে দোষী সাব্যস্ত হন।

এখন পর্যন্ত ওয়াল স্ট্রিট জার্নাল, ডাও জোনস, নিউজ কর্প বা রুপার্ট মারডকের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ