ব্রাজিলের পণ্যে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ০৯:১০:৪৪
ব্রাজিলের পণ্যে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল থেকে আমদানি হওয়া সকল পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে বিচার এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের অভিযোগে ব্রাজিল সরকারের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ট্রাম্প জানান।

বৃহস্পতিবার (১০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এক চিঠিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বলেন, "মুক্ত নির্বাচন ও মতপ্রকাশের অধিকারের ওপর ব্রাজিল সরকারের নীরব আক্রমণের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

ট্রাম্পের এ ঘোষণার পরপরই ব্রাজিল কড়া প্রতিক্রিয়া জানায়। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, "যেকোনো একতরফা শুল্ক বাড়ানো ব্রাজিলের অর্থনৈতিক পারস্পরিকতা আইনের আওতায় পর্যালোচনা করা হবে।" তিনি ট্রাম্পকে 'সম্রাট' বলেও সমালোচনা করেন।

ট্রাম্প ও লুলার মধ্যে চলমান বাকযুদ্ধের মধ্যেই এ সিদ্ধান্ত আসায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ব্রাজিল সরকার বলছে, তারা পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে।

ট্রাম্পের ঘোষণার পর ব্রাজিলের মুদ্রা রিয়ালের মান ডলারের তুলনায় ২ শতাংশের বেশি হ্রাস পায়। এর প্রভাব পড়ে দেশটির শেয়ারবাজারেও; বিশেষ করে এমব্রায়ার ও পেট্রোব্রাসের শেয়ারের দরপতন ঘটে।

ট্রাম্প দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট বলসোনারো ‘উইচ হান্ট’-এর শিকার। তিনি একই বক্তব্য দিয়েছেন ইসরায়েলের নেতানিয়াহু এবং ফ্রান্সের মারিন লে পেনের ক্ষেত্রেও। এদিকে ব্রাজিলে নিযুক্ত মার্কিন দূতাবাসও এক বিবৃতিতে বলেছে, বলসোনারো ও তার পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি দেশটির গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থী।

ট্রাম্প তার চিঠিতে বাণিজ্য প্রতিনিধি জেমস গ্রিয়ারকে ব্রাজিলের ডিজিটাল বাণিজ্যে 'অন্যায্য চর্চা' তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে ব্রাজিলের সুপ্রিম কোর্টের সেন্সরশিপ সংক্রান্ত রায়েরও সমালোচনা করেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্ক যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর সরাসরি প্রভাব ফেলবে। কারণ, দেশটিতে ব্যবহৃত এক-তৃতীয়াংশ কফি ও অর্ধেকের বেশি কমলার রস ব্রাজিল থেকে আমদানি করা হয়। ব্রাজিল প্রতিবছর যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ ব্যাগ কফি রপ্তানি করে।

ব্রাজিলের সাইট্রাসবিআর-এর নির্বাহী পরিচালক ইবিয়াপাবা নেত্টো বলেন, “এই পদক্ষেপ শুধু ব্রাজিল নয়, যুক্তরাষ্ট্রের কমলার রস শিল্পের জন্যও ক্ষতিকর, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করেন এবং প্রধান উৎস হচ্ছে ব্রাজিল।”

নতুন শুল্ক হার ১ আগস্ট থেকে কার্যকর হবে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ