অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন মির্জা ফখরুল, বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৫:৫৩:৩৯
 অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন মির্জা ফখরুল, বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা

প্রখ্যাত লালনসংগীতশিল্পী ও ‘লালন সম্রাজ্ঞী’ খ্যাত ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।বুধবার (৯ জুলাই) বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়।

প্রখ্যাত এই সংগীতশিল্পী ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সাক্ষাতের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদা পারভীনের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় তার চিকিৎসা ও সুস্থতা কামনায় শুভকামনাও জানানো হয়।

সাংস্কৃতিক অঙ্গনের প্রতি বিএনপির ঐতিহাসিক দায়িত্ববোধের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় দলের পক্ষ থেকে।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রুকন এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ