“সঠিক সময়ে নিষেধাজ্ঞা তুলব”—ইরান প্রসঙ্গে ট্রাম্প

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ২০:১১:৩১
“সঠিক সময়ে নিষেধাজ্ঞা তুলব”—ইরান প্রসঙ্গে ট্রাম্প

ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অত্যন্ত পীড়াদায়ক’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “সঠিক সময় হলে আমি এই নিষেধাজ্ঞা তুলে নিতে পারব, যাতে ইরান পুনর্গঠনের একটি সুযোগ পায়।”

মঙ্গলবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ডিনারের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন। খবর বিবিসির।

ইরান নিয়ে আলোচনার প্রসঙ্গ উঠে এলেও দেশটির কর্মকর্তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনার কোনো প্রস্তাব বা অনুরোধ এখনও পাওয়া যায়নি।

এ সময় সিরিয়ার উদাহরণ টেনে ট্রাম্প বলেন, “সিরিয়ায় নতুন সরকার আসার পর আমরা সেখান থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছি। ইরানকেও এমন একটি শান্তিপূর্ণ পথে এগোতে দেখলে ভালো লাগবে।”

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের বিক্ষোভে পতনের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশত্যাগ করেন এবং সেখানে একটি নতুন সরকার গঠিত হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

ট্রাম্প আরও বলেন, “ইরান একটি সম্ভাবনাময় দেশ। তাদের তেলের রিজার্ভ আছে, আর তাদের মানুষজন মহান, বুদ্ধিমান ও পরিশ্রমী। আমি চাই তারা শান্তিপূর্ণভাবে পুনর্গঠন করুক, যেন অতীতের মতো ‘আমেরিকার মৃত্যু হোক’, ‘ইসরায়েলের মৃত্যু হোক’ স্লোগান না আসে।”

এ সময় ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের অভিযানে অংশ নেওয়া পাইলটদের প্রশংসাও করেন মার্কিন প্রেসিডেন্ট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ