গাজা যুদ্ধ

গাজায় নেতানিয়াহুর নির্দেশে জাতিগত নিধন চলছে : ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ালোন

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ২১:১৬:৪৭
গাজায় নেতানিয়াহুর নির্দেশে জাতিগত নিধন চলছে : ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ালোন

সত্য নিউজ:ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোন এক বিস্ফোরক মন্তব্যে গাজার চলমান অভিযানে ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডকে সরাসরি “যুদ্ধাপরাধ” আখ্যা দিয়েছেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বর্তমান সেনাপ্রধান এয়াল জামিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

গত বৃহস্পতিবার, ইসরায়েলের অন্যতম প্রধান সংবাদমাধ্যম Ynet-এ দেওয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে ইয়ালোন বলেন, “বর্তমান সেনাপ্রধান তাঁর বাহিনীকে গাজায় যুদ্ধাপরাধে নিয়োজিত করছেন এবং এই সরকার ইহুদি নৈতিকতার পথ থেকে সরে গেছে।” প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনি সৈনিকদের যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন, আর বলছেন আপনি শান্তিতে ঘুমান? এই যুদ্ধের দায় আপনি এড়াতে পারেন না।”

ইয়ালোন আরও বলেন, “গাজায় ইসরায়েলি অভিযানের নেপথ্যে যে কৌশল এবং রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে, তা স্পষ্টতই মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এই যুদ্ধকে আমি ‘জাতিগত নিধনের অপারেশন’ ছাড়া অন্য কিছু বলতে পারি না।”

প্রসঙ্গত, মোশে ইয়ালোন ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন ধরে ইসরায়েলি প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তাই তাঁর এই বক্তব্যকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা।

তিনি অভিযোগ করেন, “ইসরায়েল সরকার গাজায় আটক ইসরায়েলি বন্দীদের উদ্ধারে ব্যর্থ হয়েছে এবং তাদের কার্যত পরিত্যাগ করেছে। যুদ্ধ পরিচালনার নামে ইসরায়েল এখন মানবতাবিরোধী অপরাধ করছে।”

সেনাপ্রধানের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা

এয়াল জামিরের নেতৃত্বে সেনাবাহিনী যে অবৈধ আদেশ মানছে এবং তা কার্যকর করছে—সেই প্রসঙ্গে ইয়ালোন বলেন, “বর্তমান সেনাপ্রধান এমন কোনো আদেশ প্রতিহত করছেন না যা আন্তর্জাতিক আইন পরিপন্থী। বরং তাঁর অধীনস্থ সেনাদের এমন সব নির্দেশ দেওয়া হচ্ছে যা যুদ্ধাপরাধের শামিল।”

উগ্র ডানপন্থী নেতাদের পরিকল্পনা যুদ্ধাপরাধের প্রতিচ্ছবি

ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং ইতামার বেন গাভিরের পরিকল্পনার কঠোর সমালোচনা করে ইয়ালোন বলেন, “গাজা পুরোপুরি দখল করে ফিলিস্তিনি জনগণকে সেখান থেকে সরিয়ে ইহুদি বসতি স্থাপন করা—এটি স্পষ্টতই জাতিগত নিধন এবং আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে।” তিনি আরও বলেন, “এই পরিকল্পনা শুধু মানবতা-বিরোধীই নয়, বরং এটি আমাদের রাষ্ট্রীয় আদর্শ ও নৈতিকতা ধ্বংস করছে।”

নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখার অপচেষ্টার অভিযোগ

যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ তুলেও মোশে ইয়ালোন ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “এই যুদ্ধ ১৯ মাস ধরে চলছে, যা ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম। নেতানিয়াহু এখনো ৭ অক্টোবরের ব্যর্থতার দায় স্বীকার করেননি। পুরো পরিস্থিতির দায় তাঁর কাঁধেই বর্তায়, কিন্তু তিনি কেবল নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধকে ব্যবহার করছেন।”

সরকারের বিরুদ্ধে রূঢ় বার্তা: ‘এই সরকার আমাদের ধ্বংসের পথে’

পরিশেষে, ইয়ালোন বলেন, “এই সরকার আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখনই পরিবর্তন প্রয়োজন—আর সময় নেই। মানুষকে ভাবতে হবে, তারা কী ধরনের নেতৃত্ব চায়। যুদ্ধ আর দমন-পীড়নের নামে নিজেদের আত্মাকে ধ্বংস করতে পারে না কোনো জাতি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ