সংস্কার থেকে রাষ্ট্র রূপান্তরের পথে নুরুল হকের নতুন বার্তা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১৫:৩৫:৫২
সংস্কার থেকে রাষ্ট্র রূপান্তরের পথে নুরুল হকের নতুন বার্তা

সংস্কারের দাবি থেকে রাষ্ট্র পুনর্গঠনের ডাক—নুরুল হকের বক্তৃতায় প্রতিধ্বনি রাজনৈতিক হতাশার

রাজনীতিতে যখন আপস আর সমঝোতার মঞ্চে দাঁড়িয়ে অনিশ্চয়তার ছায়া, তখন ভিন্ন কণ্ঠে কথা বললেন গণ-অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, “খাদের কিনারে দাঁড়িয়ে থাকা রাষ্ট্রের জন্য জাতীয় সরকারের প্রয়োজন ছিল—সেই সুযোগ আমরা হাতছাড়া করেছি।”

নুর স্পষ্ট ভাষায় বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, “বহু কর্মকাণ্ডে এই সরকার আমাদের হতাশ করেছে। যদি সঠিক সময়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেত, তাহলে রাষ্ট্র সংস্কারের নতুন পথ রচিত হতে পারত।”

সভায় রাজনৈতিক আপস ও দলীয় জোট প্রসঙ্গে কঠোর অবস্থান জানিয়ে নুর বলেন, “জাতীয় পার্টি আওয়ামী লীগের গৃহপালিত দল। ইতিহাসের সবচেয়ে জঘন্য রাজনৈতিক চেহারা তারা। জাতীয় পার্টিসহ তথাকথিত ১৪ দলের সঙ্গে গণ-অধিকার পরিষদের কোনো আপস নেই, হবেও না।”

একটি ভিন্নধর্মী, গণতান্ত্রিক ও পরিবর্তনকামী আন্দোলনের অংশ হিসেবে জুলাই মাসকে কেন্দ্র করে ১১ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে গণ-অধিকার পরিষদ। শিক্ষার্থী-জনতার চলমান দাবি, রাষ্ট্র সংস্কারের ন্যায্যতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে এই কর্মসূচিতে থাকবে বিক্ষোভ, আলোচনা সভা, মানববন্ধন ও প্রতীকী কর্মসূচির মতো নানা আয়োজন।

এ আলোচনা সভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র, যুব ও নাগরিক সমাজের প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি ছিল। নুরুল হক বারবার তাঁর বক্তব্যে স্মরণ করিয়ে দেন—এই আন্দোলন একটি দল বা গোষ্ঠীর নয়; এটি বৃহত্তর জনগণের অধিকার আদায়ের সংগ্রাম।

—সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ