বিএনপির ৩৬ দিনের দীর্ঘ কর্মসূচিতে যা রয়েছে

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১৪:২০:০২
বিএনপির ৩৬ দিনের দীর্ঘ কর্মসূচিতে যা রয়েছে

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার এক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এই অভ্যুত্থানকে স্মরণে রেখে এবার ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। শহীদদের প্রতি শ্রদ্ধা, আহতদের সম্মান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে দলটি ৩৬ দিনের একটি বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে।

বর্ষপূর্তির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয়েছে বিশেষ আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান। "গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা" শীর্ষক এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে শহীদ পরিবারের সদস্য, আহত নেতাকর্মী, ৬৩টি সমমনা রাজনৈতিক দলের শীর্ষনেতা, বিশিষ্ট বুদ্ধিজীবী ও পেশাজীবীরা অংশগ্রহণ করবেন।

বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, “এই অনুষ্ঠানে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো হবে, আর খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরা হবে।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বিএনপির ৪২৩ জন ও অঙ্গ-সহযোগী সংগঠনের মোট ৭৩৪ জন নেতাকর্মী শহীদ হন। তাদের মধ্যে ছাত্রদলের ১৪৪ জন, শ্রমিক দলের ৭২ জন, যুবদলের ৭১ জন এবং স্বেচ্ছাসেবক দলের ২৪ জন রয়েছেন। চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম ছাত্রদলেরই নেতা ছিলেন।

গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের জন্য ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সেল গঠন করা হয়েছে, যার প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী ও আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন। রুমন জানান, “আমরা শহীদ পরিবার ও আহতদের নিয়মিত খোঁজখবর নিচ্ছি, তাদের পাশে আছি এবং থাকব।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, ১২ জুলাই তারেক রহমান শহীদ পরিবারগুলোর সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন।

বর্ষপূর্তির অংশ হিসেবে ঘোষিত ৩৬ দিনের কর্মসূচিতে রয়েছে—বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, রক্তদান কর্মসূচি, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকার বিষয়ক অনুষ্ঠান এবং ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি। সোমবার রাতেই কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের “আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল” শীর্ষক ইভেন্টের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে।

এই বর্ষপূর্তি পালনে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি গঠন করা হয়েছে একাধিক উপকমিটি, যারা দফায় দফায় বৈঠক করে নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ