বিচারের মুখে নেতানিয়াহু, ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৭ ২০:০৫:০৮
বিচারের মুখে নেতানিয়াহু, ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার শুনানি পেছানোর আবেদন খারিজ করে দিয়েছে জেরুজালেম জেলা আদালত। নিরাপত্তা সংক্রান্ত অজুহাতকে ভিত্তিহীন আখ্যা দিয়ে আদালত জানায়, আবেদনকারীর অনুরোধে যথাযথ যৌক্তিকতা অনুপস্থিত। ফলে শুনানি স্থগিতের কোনো অবকাশ নেই।

বৃহস্পতিবার (২৬ জুন) নেতানিয়াহুর পক্ষে তার আইনজীবী আদালতে আবেদন দাখিল করেন। সেখানে বলা হয়, সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতের পর প্রধানমন্ত্রীকে দেশের নিরাপত্তা পরিস্থিতিতে পূর্ণ মনোযোগ দিতে হচ্ছে। ফলে আগামী দুই সপ্তাহের শুনানি মুলতবি রাখা প্রয়োজন।

তবে শুক্রবার (২৭ জুন) প্রকাশিত রায়ে আদালত জানান, এমন কোনো তথ্য বা যুক্তি পাওয়া যায়নি যা শুনানি বিলম্বের দাবি সমর্থন করে। উল্টো রাষ্ট্রের অ্যাটর্নি অফিস এই আবেদন প্রত্যাখ্যানের পক্ষে জোরালো অবস্থান নেয়।

প্রসঙ্গত, গত ২৪ জুন ইরান-ইসরায়েল দ্বন্দ্বে যুদ্ধবিরতির মাধ্যমে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে। এই সময় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

ট্রাম্পও পাল্টা প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর দুর্নীতি মামলাকে ‘একটি উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে বলেন, “এই বিচার অবিলম্বে বাতিল করা হোক কিংবা এই মহান বীরকে ক্ষমা করে দেওয়া উচিত।”

ইসরায়েলের ইতিহাসে অন্যতম দীর্ঘ ও আলোচিত এই মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে রয়েছে তিনটি

ব্যক্তিগত উপহার গ্রহণ: রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে প্রায় ২ লাখ ৬০ হাজার ডলারের বিলাসবহুল উপহার—যার মধ্যে দামি চুরুট, শ্যাম্পেন ও গয়না অন্তর্ভুক্ত—গ্রহণ করেছেন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহু।

গণমাধ্যমে প্রভাব বিস্তার: দুটি বড় সংবাদমাধ্যমে নেতিবাচক খবর ঠেকাতে এবং নিজের অনুকূলে সংবাদ প্রকাশের জন্য প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগ রয়েছে।

২০২২ সালের শেষ দিকে ক্ষমতায় ফিরে আসার পর নেতানিয়াহু বিচারব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রস্তাব করেন। সমালোচকদের মতে, এসব সংস্কারের উদ্দেশ্য বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ক্ষমতাকে পোক্ত করা।

দীর্ঘদিন ধরে নেতানিয়াহু নিজেকে নির্দোষ দাবি করে আসছেন এবং তার সমর্থকরা এই মামলাগুলোকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে থাকেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ