মাছ-সবজির দামে লাফ, বরিশালের বাজারে ভোক্তারা বিপাকে!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১২:২৩:০৪
মাছ-সবজির দামে লাফ, বরিশালের বাজারে ভোক্তারা বিপাকে!

সপ্তাহ ব্যবধানে বরিশালের বাজারে মাছ ও সবজির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। পাইকারি বাজারে সবজির কেজি প্রতি দাম ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত এবং মাছের ক্ষেত্রে ৩০ থেকে ৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে মুরগির বাজার এখনো স্থিতিশীল রয়েছে।

সোমবার (২৩ জুন) বরিশালের বহুমুখী সিটি মার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শসা, কাঁচা মরিচ, বরবটি, করলা, পটল, বেগুনসহ প্রায় সব সবজির দাম আগের তুলনায় বেড়েছে। পাইকারি বাজারে শসা ৩০-৩৫ টাকা, মরিচ ৪০-৫০ টাকা, বরবটি ৪৫-৫০ টাকা এবং টমেটো ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এসব সবজি কেজি প্রতি ২০-৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও তীব্র ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা ৫০০-৬০০ টাকা, তেলাপিয়া ১২০-১৪০ টাকা, চিংড়ি ৫৫০-৮৫০ টাকা এবং পাবদা ২৫০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেশি।

মাংসের দামে তেমন কোনো বড় পরিবর্তন না থাকলেও ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা এবং খাসির মাংস ১১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির পাইকারি ব্যবসায়ী মো. শুভ জানান, ঈদের পরও সরবরাহ স্বাভাবিক থাকলেও বাজারে সামান্য ঘাটতি ও পরিবহন ব্যয়ের কারণে দাম বেড়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

—সত্য নিউজ/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ