হজ শেষে দেশে ফিরলেন ২৬ হাজার হাজি, সৌদি আরবে ৩২ জনের মৃত্যু

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৭ ২১:৪৪:৫৮
হজ শেষে দেশে ফিরলেন ২৬ হাজার হাজি, সৌদি আরবে ৩২ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৬ হাজার ১০৯ জন বাংলাদেশি হাজি। সোমবার (১৬ জুন) রাত পর্যন্ত এই সংখ্যক হাজি দেশে ফিরেছেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সেল। মঙ্গলবার (১৭ জুন) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ শেষে দেশে ফেরা এই হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৯৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২১ হাজার ৫১৪ জন। ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করেছে তিনটি এয়ারলাইনস—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া ও ফ্লাইনাস।

এখন পর্যন্ত ৬৬টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ পরিচালনা করেছে ২২টি, সাউদিয়া ২৭টি এবং ফ্লাইনাস ১৭টি ফ্লাইট। এই ফ্লাইটগুলোর মাধ্যমে দেশে ফিরেছেন যথাক্রমে ৮ হাজার ৭১৪, ১০ হাজার ৬১৫ ও ৬ হাজার ৭৮০ জন হাজি।

এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ৩২ জন বাংলাদেশি। মৃত্যুবরণকারীদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ৬ জন নারী। অঞ্চলভিত্তিক হিসেবে মক্কায় ২১ জন, মদিনায় ১০ জন এবং আরাফায় ১ জন মারা গেছেন।

সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৫৬ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে এখনও চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন।

উল্লেখ্য, এ বছর হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে। ৩১ মে ছিল যাত্রার শেষ দিন। দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে ১০ জুন থেকে এবং তা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ