ভারতে বিমানের পর এবার  হেলিকপ্টার বিধ্বস্ত!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৫ ১০:৪১:১৮
ভারতে বিমানের পর এবার  হেলিকপ্টার বিধ্বস্ত!

উত্তরাখণ্ডের পবিত্র কেদারনাথধামে যাওয়ার পথে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। রোববার (১৫ জুন) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে গুপ্তকাশী থেকে ছেড়ে যাওয়া আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটি গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মধ্যবর্তী ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট সাতজন আরোহী ছিলেন, যাদের মধ্যে ছয়জনই ছিলেন তীর্থযাত্রী। নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। তারা সবাই উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (UCADA) জানিয়েছে, উড্ডয়নের প্রায় ১০ মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি ও প্রতিকূল আবহাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স (পূর্বতন টুইটার)–এ দেওয়া বার্তায় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী কেদারনাথধামে যান, আর হেলিকপ্টার যাত্রা অনেকের জন্য দ্রুত ও ঝুঁকিপূর্ণ ভ্রমণের বিকল্প হয়ে উঠেছে। তবে এই দুর্ঘটনা আবারও আকাশপথের নিরাপত্তা ব্যবস্থা ও আবহাওয়াজনিত ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছে।

-অনন্যা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ