ট্রাম্পকে নিয়ে 'অনুতপ্ত' মাস্ক: তবে থামছেন না রাজনীতির মাঠে!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১১ ১৬:২৫:১৩
ট্রাম্পকে নিয়ে 'অনুতপ্ত' মাস্ক: তবে থামছেন না রাজনীতির মাঠে!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান বিরোধে নতুন মাত্রা যোগ করেছেন টেসলা ও স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক। কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা বাকযুদ্ধে এবার খানিকটা পিছু হটেছেন মাস্ক। তিনি প্রকাশ্যে 'অনুতপ্ত' বলে স্বীকার করেছেন যে, ট্রাম্প সম্পর্কে তাঁর কিছু মন্তব্য ‘সীমা অতিক্রম’ করেছে।

বুধবার (স্থানীয় সময়) এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া একটি পোস্টে মাস্ক লিখেছেন, "গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে কিছু পোস্টের জন্য আমি অনুতপ্ত। এগুলো অনেক দূর পর্যন্ত গিয়েছিল।" তবে তিনি নির্দিষ্ট করে উল্লেখ করেননি, কোন মন্তব্য বা প্রসঙ্গে তিনি এই অনুশোচনা প্রকাশ করছেন।

ট্রাম্প প্রশাসনের ব্যয় প্রস্তাব নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় এই দ্বন্দ্বের সূচনা হয়। ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের বাজেটে কোটি কোটি ডলার সাশ্রয়ের সহজ উপায় হলো ইলনের সরকারি ভর্তুকি এবং চুক্তিগুলো বাতিল করা।” এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মাস্কও কড়া অবস্থান নেন এবং ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের দাবি তোলেন। এমনকি ট্রাম্পকে প্রকাশ্যে তহবিল কাটছাঁটের চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

এই রাজনৈতিক ও ব্যবসায়িক উত্তেজনার প্রভাব পড়ে বাজারে। মাস্কের মালিকানাধীন টেসলার শেয়ার মূল্য প্রায় ১৪ শতাংশ কমে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করে।

এদিকে, রাজনীতিতে সক্রিয় ভূমিকায় মাস্কের আগ্রহও দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি তিনি নতুন একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা নিয়ে এক জরিপ চালান এক্স-এ। প্রশ্ন ছিল: “যুক্তরাষ্ট্রে এমন একটি রাজনৈতিক দলের প্রয়োজন আছে কি না, যারা বাস্তবিকই মধ্যবর্তী ৮০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করবে?” মাস্ক দাবি করেন, জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ তাঁর ধারণাকে সমর্থন দিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, মাস্ক ও ট্রাম্পের এই দ্বন্দ্ব শুধু ব্যক্তিগত বা আর্থিক নয় বরং এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিকল্প নেতৃত্ব, রাজনৈতিক মেরুকরণ ও প্রযুক্তি-মধ্যস্থ প্রভাবের দিকেও ইঙ্গিত দিচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ