ভারতে করোনার নতুন ঢেউ? ২৪ ঘণ্টায় আক্রান্ত যত জন!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৯ ১৭:১১:২১
ভারতে করোনার নতুন ঢেউ? ২৪ ঘণ্টায় আক্রান্ত যত জন!

ভারতে কোভিড-১৯ সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যার ফলে মোট সক্রিয় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯১ জনে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (৯ জুন) সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ১৫৮ জন। এ ছাড়া কর্ণাটকে ৫৭ জন, পশ্চিমবঙ্গে ৫৪ জন, রাজধানী দিল্লিতে ৪২ জন এবং তামিলনাড়ুতে ২৫ জন আক্রান্ত হয়েছেন।

তবে সবচেয়ে বেশি সক্রিয় রোগীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়, যেখানে বর্তমানে ১ হাজার ৯৫৭ জন কোভিড রোগী চিকিৎসাধীন আছেন। অন্যান্য উচ্চ সংক্রমণপ্রবণ রাজ্যগুলোর মধ্যে রয়েছে গুজরাট (৯৮০ জন), পশ্চিমবঙ্গ (৭৪৭ জন), দিল্লি (৭২৮ জন), মহারাষ্ট্র (৬০৭ জন) এবং কর্ণাটক (৪২৩ জন)।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংক্রমণের সাম্প্রতিক এই প্রবণতা মাথায় রেখে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় চলছে মহড়া, বাড়ানো হচ্ছে চিকিৎসা সামগ্রীর মজুত। যদিও অধিকাংশ রোগী এখন পর্যন্ত মৃদু উপসর্গে ভুগছেন এবং নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন, তবুও সতর্কতার অংশ হিসেবে সব রাজ্যকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন, আইসোলেশন বেড, ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় ওষুধ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, রোববার ছয়জনের মৃত্যুর তথ্য জানালেও সোমবারের হালনাগাদ পরিসংখ্যানে করোনায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সরকারি পর্যায়ে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি জনগণকেও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ