মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হলো হজের পবিত্র আনুষ্ঠানিকতা

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৪ ০৮:১৪:১৫
মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হলো হজের পবিত্র আনুষ্ঠানিকতা

মিনায় ধর্মপ্রাণ মুসলমানদের সমাবেশের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মুখরিত মিনার আকাশজুড়ে ভেসে বেড়াচ্ছে তাকওয়ার ধ্বনি—"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক"। হজের এই অংশগ্রহণ বিশ্ব মুসলিম উম্মাহকে একত্রিত করে পরম শ্রদ্ধা ও ত্যাগের বার্তায়।

আনুষ্ঠানিক নিয়ম অনুযায়ী, মঙ্গলবার (৭ জিলহজ) সন্ধ্যার পর থেকে মক্কার মসজিদুল হারাম বা নিজ নিজ আবাসন থেকে ইহরাম বাঁধা অবস্থায় প্রায় ৯ কিলোমিটার দূরের মিনার উদ্দেশ্যে রওনা হন হজযাত্রীরা। সৌদি হজ কর্তৃপক্ষের তথ্যমতে, বর্তমানে মিনায় অবস্থান করছেন প্রায় চার লক্ষাধিক হাজি।

মিনায় এক রাত অবস্থানের পর বৃহস্পতিবার (৯ জিলহজ, ৫ জুন) হজযাত্রীরা রওনা হবেন আরাফাতের ময়দানে। আরাফার দিনকেই হজের মূল অংশ হিসেবে গণ্য করা হয়। এই দিনে আরাফাতের খুৎবা প্রদান করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ সালেহ বিন হুমাইদ, যিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের অনুমোদনে এ দায়িত্ব পালন করবেন।

সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থানের পর হাজিরা যাবেন মুজদালিফায়, যেখানে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ফজরের নামাজ শেষে মুজদালিফা থেকে তারা ফিরে আসবেন মিনায়।

মিনায় ফিরে হজযাত্রীরা বড় শয়তানকে (জামারাতুল আকাবা) পাথর মারবেন, তারপর দমে শোকর বা কোরবানি সম্পন্ন করবেন এবং মাথা মুন্ডন বা চুল ছেঁটে মক্কায় ফিরে গিয়ে তাওয়াফে ইফাযা ও সাফা-মারওয়ার সাঈ সম্পন্ন করবেন। পরে আবার মিনায় ফিরে তিনটি শয়তানকে (বড়, মধ্যম, ছোট) ১১ ও ১২ জিলহজ দিনে ২১টি করে পাথর নিক্ষেপ করবেন।

সবশেষে, কাবা শরিফের বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে হজের পবিত্র আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে।

সৌদি সরকার হজ পালনে কোনো বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ব্যবস্থা করেছে। এবার হজে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৫ লাখ মুসলমান। তাদের নির্বিঘ্ন যাতায়াত, চিকিৎসা, সেবাসহ সবকিছুতেই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে সর্বোচ্চ মানের সেবা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ