যুদ্ধবিরতি, আকাশপথ খুললো পাকিস্তান

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১০ ২০:০৩:০২
যুদ্ধবিরতি, আকাশপথ খুললো পাকিস্তান

সত্য নিউজ: পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে, দেশটির আকাশসীমা এখন থেকে সব ধরনের বাণিজ্যিক ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত। এই ঘোষণা আসে ভারত ও পাকিস্তানের মধ্যে সদ্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই, যা শনিবার (১০ মে) বিকেলে কার্যকর হয়।

গত কয়েকদিন ধরে সীমান্তে চলমান তীব্র উত্তেজনা ও সংঘর্ষের পর এই যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে কূটনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ এক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। যুদ্ধবিরতির ফলে আকাশপথে যোগাযোগ পুনরায় স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য, আঞ্চলিক সংযোগ এবং যাত্রী পরিবহনে তাৎপর্যপূর্ণ স্বস্তি ফিরবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথমে যুদ্ধবিরতির তথ্য প্রকাশ করেন। পরে ভারত ও পাকিস্তানের কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এই যুদ্ধবিরতির পেছনে অন্তত ৩০টি দেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকা রয়েছে। তিনি বিশেষভাবে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, "পাকিস্তান সবসময় আঞ্চলিক শান্তির পক্ষে অবস্থান নিয়েছে, তবে তা কখনোই সার্বভৌমত্বের বিনিময়ে নয়।"

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পাকিস্তানের ডিজিএমও বিকেলে ভারতীয় সমকক্ষকে ফোন করে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। দুই পক্ষ সম্মত হয়, স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক কার্যক্রম ভারতীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় সাড়ে ৫টা) থেকে বন্ধ থাকবে।

এই উদ্যোগকে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের সম্ভাব্য সূচনা হিসেবে দেখা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ