যেসব আমল করলে আল্লাহর নিরাপত্তা, বরকত ও কল্যাণ লাভ করা যায়

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৮ ০৯:৫৬:৫৪
যেসব আমল করলে আল্লাহর নিরাপত্তা, বরকত ও কল্যাণ লাভ করা যায়

ইসলাম ধর্মে সকাল ও সন্ধ্যার সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এই সময়গুলোতে কিছু নির্দিষ্ট আমল ও জিকির রয়েছে, যা করলে আল্লাহ তা'আলা বান্দাকে সারাদিন বা সারারাত নিরাপদে রাখেন, তার দিন ও রাতকে করেন বরকতময় এবং তার ইমান ও আমলকে করে আরও দৃঢ়। পাঠকদের জন্য নিচে সেই আমল ও জিকিরগুলো সংক্ষেপে উপস্থাপন করা হলো:

১. সকাল-সন্ধ্যার দোয়া:

দোয়া:اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ

উচ্চারণ:আল্লা-হুম্মা বিকা আসবাহ্‌না, ওয়াবিকা আমসাইনা, ওয়াবিকা নাহইয়া, ওয়াবিকা নামূতু, ওয়া ইলাইকাল নুশূর।

অর্থ:হে আল্লাহ! আপনার অনুগ্রহে আমরা সকালে ও সন্ধ্যায় উপনীত হই, আপনার দ্বারাই জীবনধারণ করি ও মৃত্যু বরণ করি এবং আপনার দিকেই প্রত্যাবর্তন করি।

২. সাইয়্যেদুল ইস্তিগফার (শ্রেষ্ঠ ইস্তিগফার):

দোয়া:اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ [সম্পূর্ণ দোয়া উপরে দেওয়া হয়েছে]

উচ্চারণ:আল্লা-হুম্মা আনতা রাব্বি লা ইলা-হা ইল্লা আনতা ইত্যাদি।

অর্থ:হে আল্লাহ! আপনি আমার রব্ব। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা (সম্পূর্ণ অর্থ উপরে উল্লেখিত)।

ফজিলত:যে ব্যক্তি এই দোয়া সকাল বা সন্ধ্যায় ইমানসহকারে পাঠ করবে এবং ওই দিন বা রাতেই মারা যায়— সে জান্নাতের অধিবাসী হবে।(বুখারি, হাদিস: ৬৩০৬)

৩. তাসবিহ :

আরবি:سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ

উচ্চারণ:সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহি

অর্থ:আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।

ফজিলত:সকাল ও সন্ধ্যায় ১০০ বার এই তাসবিহ পড়লে কিয়ামতের দিন এর চেয়ে উত্তম কিছু কেউ নিয়ে আসতে পারবে না, শুধু সেই ব্যক্তি ছাড়া— যে এটি আরও বেশি পড়েছে।(মুসলিম, হাদিস: ২৬৯২)

৪. নিরাপত্তার দোয়া (সন্ধ্যার সময়):

দোয়া:أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ:আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক্বা।

অর্থ:আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের উসিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।

ফজিলত:যদি কেউ সন্ধ্যায় এ দোয়া পড়ে, আল্লাহ তাকে রাতভর সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করেন।(মুসলিম, হাদিস: ২৭০৯)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ