টি-শার্ট বা মোজা নয় বরং ট্যাংক-যুদ্ধজাহাজ বানাতে চান ট্রাম্প

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ১৪:৩৮:০৬
টি-শার্ট বা মোজা নয় বরং ট্যাংক-যুদ্ধজাহাজ বানাতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার লক্ষ্য যুক্তরাষ্ট্রকে সাধারণ পণ্য উৎপাদনের কারখানা নয়, বরং সামরিক সরঞ্জাম ও উচ্চপ্রযুক্তি পণ্যের উৎপাদনকেন্দ্রে পরিণত করা। তিনি স্পষ্টভাবে জানান, “আমরা টি-শার্ট বা মোজা বানাতে চাই না, আমরা চাই ট্যাংক, যুদ্ধজাহাজ, চিপস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি তৈরি করতে।”

রোববার (২৫ মে) নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। এতে বোঝা যায়, যুক্তরাষ্ট্রের উৎপাদননীতি নিয়ে তিনি নতুন কৌশল ও দৃষ্টিভঙ্গির কথা বলছেন, যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে উচ্চ-মূল্যের, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনে।

ট্রাম্প বলেন, “আমরা জুতা বা টি-শার্টের মতো সাধারণ জিনিস অন্য দেশে উৎপাদন করতেই পারি। কিন্তু কম্পিউটার চিপ, এআই প্রযুক্তি, সামরিক সরঞ্জাম—এগুলো আমাদের নিজেদের দেশে উৎপাদন করতেই হবে।”

তিনি অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক বক্তব্যকে সমর্থন করেন, যেখানে বেসেন্ট বলেছিলেন, “যুক্তরাষ্ট্রে টেক্সটাইল শিল্পকে আবার বড় করে তোলার প্রয়োজন নেই।” যদিও এ বক্তব্যের কারণে বেসেন্ট তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

ট্রাম্প আরও একবার বিশ্ববাণিজ্যে শুল্কনীতির হুমকি দিয়েছেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করতে পারেন। এমনকি অ্যাপলের বিদেশ থেকে আমদানি করা আইফোনেও ২৫% শুল্ক দেওয়ার বিষয়টি বিবেচনায় আছেন। এই মন্তব্য মার্কিন অর্থনীতির এক নতুন দিক নির্দেশ করে, যেখানে ট্রাম্প প্রশাসন পুনরায় ‘মেড ইন আমেরিকা’ নীতিকে শক্তভাবে ফিরিয়ে আনতে চায়।

বিশ্বে বর্তমানে চিপস ও এআই প্রযুক্তির বাজার নিয়ন্ত্রণ করছে চীন, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো দেশ। ট্রাম্প প্রশাসন বরাবরই চাইছে এই নির্ভরতা কমিয়ে এনে নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করতে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ