পাঁচ হাজারের বেশি পাকিস্তানিকে ফেরত পাঠালো সৌদি আরব

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ১৭:০২:০২
পাঁচ হাজারের বেশি পাকিস্তানিকে ফেরত পাঠালো সৌদি আরব

বিদেশে ভিক্ষাবৃত্তির অভিযোগে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। শুধু সৌদি আরবই নয়, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকেও গত ১৬ মাসে ফেরত পাঠানো হয়েছে আরও ৩৬৯ জন পাকিস্তানিকে।

সম্প্রতি পাকিস্তানের জাতীয় সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই তথ্য তুলে ধরেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি জানান, ফেরত আসা এসব নাগরিকদের একটি তালিকা প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের জাতীয় দৈনিক ডন পত্রিকার হাতে এসেছে এই তালিকা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এই কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই অংশ হিসেবে ভিক্ষাবৃত্তিতে জড়িতদের পাসপোর্ট বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। তিনি আরও জানান, যাদের পাসপোর্ট বাতিল করা হবে, তারা আগামী পাঁচ বছরের মধ্যে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না।

বিদেশে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়া পাকিস্তানি নাগরিকদের বিষয়টি দেশটির জন্য দীর্ঘদিন ধরে এক সামাজিক ও কূটনৈতিক সংকটে পরিণত হয়েছে। দারিদ্র্য ও প্রলোভনের ফাঁদে পড়ে অনেকেই ভুয়া এজেন্টদের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাড়ি জমান। কিন্তু কাঙ্ক্ষিত কাজ না পেয়ে শেষমেশ বেছে নেন ভিক্ষাবৃত্তির মতো অপমানজনক পথ।

বিশেষ করে হজ কিংবা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে অনেকেই সেখানেই অবৈধভাবে থেকে যান এবং জীবিকার জন্য বেছে নেন ভিক্ষাবৃত্তি।

ভিক্ষাবৃত্তির মতো কর্মকাণ্ড পাকিস্তানের আন্তর্জাতিক সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে শুধু বিদেশি সরকারগুলো নয়, সাধারণ জনগণের মধ্যেও পাকিস্তানিদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে।

সূত্র: ডন, জিও টিভি

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ