পাকিস্তানের বাজেটে প্রতিরক্ষা বরাদ্দ বাড়ছে

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ১৬:১৯:০৬
পাকিস্তানের বাজেটে প্রতিরক্ষা বরাদ্দ বাড়ছে

সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের বরাদ্দ ঘোষণা করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন, ভারতের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা ও জলসম্পদ নিয়ে সংঘাত এই সিদ্ধান্তের প্রধান কারণ।

রোববার (২৫ মে) পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জিও নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আহসান ইকবাল বলেন,

“বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রতিরক্ষা খাতে বাড়তি বরাদ্দ জরুরি হয়ে পড়েছে। তবে এই সিদ্ধান্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো হস্তক্ষেপ নেই।”

বৈঠকে মন্ত্রী আরও জানান, ভারতের পানি আগ্রাসনের জবাবে বাজেটে জলসম্পদ রক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

“ডায়ামার-ভাশা বাঁধসহ বিভিন্ন জলসম্পদ প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পানি সংরক্ষণ, বিদ্যুৎ উৎপাদন ও কৃষি খাতের উন্নয়নে প্রযুক্তিগত সহায়তাও বাড়ানো হবে।”

প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য স্বস্তিমূলক পদক্ষেপ নেয়ারও আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তরুণ প্রকৌশলীদের জন্য বেতনভুক্ত ইন্টার্নশিপ কর্মসূচি চালুর ঘোষণাও এসেছে তার বক্তব্যে।

ভারতের বিরুদ্ধে সামরিক সাফল্য তুলে ধরে আহসান ইকবাল বলেন,

“জাতি এখন ঐক্যবদ্ধ। সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান আত্মবিশ্বাসী। সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যা জাতীয় ঐক্য ও সংহতির জন্য হুমকি হতে পারে।”

তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতিবাচক রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা করেন।প্রস্তাবিত বাজেট ঘোষণায় সামান্য বিলম্ব হলেও মন্ত্রী জানিয়েছেন,

“প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও ঈদুল আজহার ছুটির কারণে বিলম্ব হচ্ছে। এর পেছনে আইএমএফের কোনো চাপ নেই।”

ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি, জলসম্পদের উপর চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা—এই তিনটি চ্যালেঞ্জকে সামনে রেখে পাকিস্তান তার সামরিক ও অবকাঠামোগত কৌশলে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে। বাজেট বক্তৃতা সেই পরিবর্তনেরই আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ