সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ১৬:৫৬:৫৫
সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২৪ মে) দুদক কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এরপর আরও তদন্তের স্বার্থে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ এবং এনআইডি ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের সামনে মোয়াজ্জেম হোসেন দাবি করেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ভিত্তিহীন। একটি মহল ছাত্রদের ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।” তিনি আরও বলেন, “দুদকের চিঠি পেয়ে আমি নিজেই হাজির হয়েছি। বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য ২৫ মার্চ আমি পদত্যাগ করি এবং সে মোতাবেক অব্যাহতিও পাই।”

তিনি উল্লেখ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছু ভুল ছিল এবং দুর্নীতির অভিযোগটি আসে পদত্যাগের পর।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল মোয়াজ্জেম হোসেন পদত্যাগ করেন। পরে ২৫ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে জানান, তার সাবেক সহকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তের জন্য তিনি দুদককে অনুরোধ করেছেন।

দুর্নীতি দমন কমিশনের এমন পদক্ষেপকে অনেকে দেখছেন প্রশাসনিক স্বচ্ছতা প্রতিষ্ঠার দিকে একটি শক্ত পদক্ষেপ হিসেবে। বিষয়টি নিয়ে চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিরূপণ সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ