স্বাক্ষরের পরে বিপক্ষে অবস্থান জুলাই সনদ নিয়ে বিএনপিকে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার পরও একটি রাজনৈতিক দল কেন সেই স্বাক্ষরের বিপক্ষে অবস্থান নিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম সদরের বাইপাস এলাকায় এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপিকে ইঙ্গিত করে কঠোর সমালোচনা করেন।
হাসনাত আবদুল্লাহ বিএনপিকে লক্ষ্য করে বলেন, "নাসির ভাই আজকে বলেছেন, স্বাক্ষর করার পরে আজকে আবার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়েই যদি করবা না, তাহলে কাবিনে সিগনেচার কেন করলা। সংসার যদি নাই করবা, তাহলে কবুল কেন বললা।"
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংসারও করতে হবে। সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই।" তিনি আরও যোগ করেন, জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না, বরং জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে।
এর আগে, হাসনাত আবদুল্লাহ ফিতা কেটে কুমিল্লার লাকসাম উপজেলা এনসিপির কার্যালয় উদ্বোধন করেন।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক (কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক) নাভিদ নওরোজ শাহ। লাকসাম উপজেলা প্রধান সমন্বয়ক আল মাহমুদের (ফজলে রাব্বী) সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জুলাই আন্দোলনের শহীদ লাকসামের জিসানের নানা জাবেদ মিয়া, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সালাউদ্দিন জাবের এবং লাকসাম উপজেলা সমন্বয়ক আরিফুল ইসলাম। সভা শেষে লাকসাম সদরে এনসিপির পক্ষে জনমত গঠনে প্রচারপত্র বিতরণ করা হয়।
নির্বাচনের আগে গণভোট চায় না যারা তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়: জামায়াত নেতা
যারা জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন চায় না, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি জোর দিয়ে বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হলে সেই গণভোটের কোনো মূল্য থাকবে না।
শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জামায়াতের আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "বিগত সরকারগুলোর আমলে দেশের জনগণ পরিপূর্ণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।" তিনি জানান, জামায়াত-শিবির জনকল্যাণমুখী রাজনীতির চর্চা করে এবং এই ধারা অব্যাহত রাখতে তারা জনবান্ধব নেতৃত্ব তৈরি করে যাচ্ছে।
তিনি বলেন, মানুষের মতো দেশেরও 'চিকিৎসা' দরকার। দীর্ঘদিন ধরে দেশের নানা অঙ্গ প্রতিষ্ঠান রোগে শোকে ভুগছে। তিনি ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ইসলামি দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোটযুদ্ধে নামবে।
গণভোটের মাধ্যমে জনগণের ভোটের সঠিক মূল্যায়নে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (Proportional Representation) পদ্ধতির কোনো বিকল্প নেই বলেও দাবি করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, "পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালোটাকা-পেশীশক্তির দৌরাত্ম্য কমে যাবে। ভোট ডাকাতি বন্ধ করতে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।"
ভারত কি পরামর্শ দেবে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে যা জানা গেল দিল্লিতে
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পরিবর্তিত প্রেক্ষাপটে রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান এবং নির্বাচনে তাদের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে প্রতিবেশী ভারতে চলছে জোর আলোচনা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে ভারত আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনে আসার কোনো পরামর্শ দেবে কি না, সেই প্রশ্ন উঠেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনেও।
গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সরাসরি এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। ভারতীয় সাংবাদিক ইয়েশি সেলি প্রশ্ন করেন, "বাংলাদেশ নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আগামী বছর তাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। ভারত কি তাদেরকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানাবে? আওয়ামী লীগকে সে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও কি দেবে?"
জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অবশ্য আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বা তাদের নিয়ে কোনো প্রস্তাব দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি শুধু ভারতের সাধারণ প্রত্যাশার কথাই তুলে ধরেছেন।
রণধীর জয়সওয়াল বলেন, "আমাদের প্রত্যাশা, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে।"
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে পতিত সরকারের অনেক নেতাই পলাতক অবস্থানে থাকায় আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা শূন্য বলে বিশ্লেষকরা মনে করছেন।
পাকিস্তান আমলের সঙ্গে তুলনায় দুর্নীতি এখন সমাজের অনুষঙ্গ: জামায়াত আমির
দুর্নীতির তীব্র সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মন্তব্য করেছেন, দুর্নীতিকে 'গলা টিপে' ধরা না গেলে এই সমাজ কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। তিনি বলেন, "এই সমাজ বেঁচে থাকলে একটা ক্ষণভঙ্গুর সমাজ হিসেবে বেঁচে থাকবে। এরকম সমাজ তো কোনো দেশের নাগরিক কামনা করে না।"
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পথে শুক্রবার (৩১ অক্টোবর) লন্ডনে এক দিনের যাত্রা বিরতি করেন জামায়াত আমির। এ সময় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
দুর্নীতির বিস্তার
বিগত বছরগুলোতে দেশে দুর্নীতির সর্বব্যাপী বিস্তৃতি নিয়ে শফিকুর রহমান পাকিস্তান আমলের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন। তিনি বলেন, "পাকিস্তান আমলে আমরা নিভুনিভু জ্ঞান বুদ্ধি ছিল। তখন কোনো জায়গায় কোনো ঘুষখোর অফিসার আসলে সারা জেলা জেনে যেত যে এই অফিসারটা ঘুষখোর। আর এখন যদি কোনো সৎ অফিসার আসে, সবাই বলে যে এই একটা মানুষ সৎ। দেখেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একেবারে পুরা রিভার্স হয়ে গেছে।"
তিনি আক্ষেপ করে বলেন, যেই সমাজে দুর্নীতি নিত্যদিনের সঙ্গী হয়ে যায়, সেই সমাজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। তিনি অভিযোগ করেন, শিক্ষা খাত থেকে শুরু করে সর্বত্র দুর্নীতির ছয়লাব। তিনি বলেন, "কোনো জায়গায় নাই সুবিচার। যেখানেই যাবে মানুষ পায় অবিচার।"
পরিবর্তন ও প্রত্যাশা
জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে বড় পরিবর্তন এসেছে, তা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এই পরিবর্তন এসেছে একটাই প্রত্যাশায় যে সমাজে কোনো অনিয়ম ও বৈষম্য থাকবে না। তিনি বলেন, "সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি।" তার মতে, দুর্নীতিবাজদের কারণে সমাজে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি এবং প্রত্যেকটি মানুষ নিগৃহীত।
প্রবাসীদের হয়রানি ও ভোট
আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নিয়েও জামায়াত আমির হয়রানির কথা তুলে ধরেন। তিনি বলেন, বার্থ সার্টিফিকেট বা ইউটিলিটি বিলের মতো অপ্রয়োজনীয় কাগজপত্রের অজুহাতে প্রবাসীদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, "ওই সুযোগই নাই অনেকের। সেটাও দিতে হবে।" তিনি ভোট নিবন্ধনের সময় আরও ১৫ দিন বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
শফিকুর রহমান প্রবাসীদের কাছে ভোটের অধিকারকে 'ভেটো পাওয়ার' হিসেবে উল্লেখ করে বলেন, এটি হাতছাড়া হলে কেউ তাদের পাওনা দিতে চাইবে না।
ন্যায়বিচার ও অন্যান্য বিষয়ে বক্তব্য
গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, "আমরা এটা চাই না কারো উপর অবিচার হোক, কিন্তু অপরাধ হলে তার ন্যায়বিচার পাওয়ার অধিকার ভিকটিমের অবশ্যই আছে।" তিনি তার দলের অন্যতম অঙ্গীকার হিসেবে সমাজে সর্বস্তরে ন্যায়বিচার কায়েমের প্রত্যয় ব্যক্ত করেন।
সংবিধান বা জুলাই সনদে জিয়াউর রহমান, জেনারেল ওসমানী বা আ স ম আব্দুর রবের মতো ব্যক্তিত্বদের নাম না থাকার বিষয়ে তিনি বলেন, "সবাইকে তো কিছু কিছু অংশ দিতে হবে যার যেটা পাওনা।" তিনি সুযোগ পেলে কারও অবদানের উপর অবিচার করা হবে না বলে আশ্বাস দেন।
বঙ্গবন্ধুর ছবি অপসারণ নিয়ে জামায়াত নেতার নামে ছড়িয়ে পড়া ফটোকার্ডকে 'মিথ্যা' বলে তিনি উড়িয়ে দেন। জামায়াতের ইশতেহার সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে ইশতেহার প্রকাশ করা হবে না এবং কোনো 'মিথ্যা আশ্বাস' তারা দেবেন না। গণভোট নিয়ে তিনি তার দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন, "আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার। গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন।"
যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দেশের স্বার্থে ভালো আলোচনা হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান।
একই দিনে নির্বাচন ও গণভোট? জুলাই সনদ বাস্তবায়নে কঠিন দ্বিধায় অন্তর্বর্তী সরকার
রাজনৈতিক দলগুলোর তীব্র মতবিরোধের কারণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার এখন এই বাস্তবায়ন প্রক্রিয়াকে “দুরূহ চ্যালেঞ্জ” হিসেবে দেখছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকার গণভোট ও সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আলোচনায় এমন প্রস্তাবও উঠে এসেছে যে, জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের বিষয়টি সরকার গভীরভাবে বিবেচনা করছে, যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের প্রসঙ্গটি বিশেষ গুরুত্ব পায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে উপস্থিত উপদেষ্টাদের মতামত চান। উপদেষ্টাদের বেশিরভাগই জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার পক্ষে মত দেন, তবে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত ঘোষণা না করে শুধু মতামত গ্রহণ করেন।
গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রস্তাব জমা দেয় অন্তর্বর্তী সরকারের কাছে। কমিশনের সুপারিশে বলা হয়, সনদের সংবিধানসংক্রান্ত সংস্কারগুলো বিশেষ সরকারি আদেশ (Executive Order) আকারে ঘোষণা করে তার ভিত্তিতে গণভোট আয়োজন করা উচিত। গণভোটে প্রস্তাব পাস হলে নবনির্বাচিত সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করার দায়িত্ব দেওয়া হবে, যারা ২৭০ দিনের মধ্যে চূড়ান্ত সংস্কার সম্পন্ন করবে। তবে গণভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব সরকারের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।
সুপারিশ জমা দেওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্টভাবে বিভক্ত হয়ে পড়েছে। বিএনপি বলেছে, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের এখতিয়ার নেই। দলটির মতে, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। অপরদিকে জামায়াতে ইসলামীসহ আটটি দল নভেম্বরের মধ্যে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে রয়েছে। এনসিপি জানিয়েছে, তারা জুলাই সনদে স্বাক্ষর দেবে কি না, তা নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের পরবর্তী পদক্ষেপের ওপর। ফলে সংস্কার বাস্তবায়নের প্রশ্নে রাজনৈতিক অনৈক্য নতুন মাত্রা পেয়েছে।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, “২৭০ দিন ধরে আলোচনার পরও আমরা এখনো প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য দেখতে পাচ্ছি না, বরং অনৈক্য আরও গভীর হয়েছে। এটি আমাদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ।” তাঁর ভাষায়, এখন বিরোধ দুইভাবে দেখা দিচ্ছে—প্রথমত, সংস্কার প্রস্তাব কীভাবে পাস করা হবে এবং দ্বিতীয়ত, গণভোট কখন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “এখন যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল, তারাও একে অপরের বিরুদ্ধে উত্তেজিত অবস্থান নিয়েছে। এ অবস্থায় সরকার কীভাবে অগ্রসর হবে, তা নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে।”
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, সরকার এখন প্রস্তাবগুলো বিশ্লেষণ করছে এবং দ্রুতই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও জানান, গণভোট একসঙ্গে হবে কি না, এ নিয়ে মতভেদ চরমে উঠেছে। তবে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে প্রস্তুত এবং সেই সিদ্ধান্ত দৃঢ়ভাবে বাস্তবায়ন করবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের কারণে ঐকমত্য কমিশনের প্রস্তাব বাস্তবায়ন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা কাটাতে সরকার চূড়ান্তভাবে আলোচনায় ফিরবে কি না, না কি নির্বাহী আদেশ জারি করে সরাসরি বাস্তবায়নের পথে যাবে—সেই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। তবে উপদেষ্টারা ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ফখরুলের অভিযোগ: অন্তর্বর্তী সরকার আস্থার সেতু ভেঙে দিয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অন্তর্বর্তী সরকারই দায়ী, কারণ তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি অভিযোগ করেন, ঐকমত্যের নথি তৈরির সময় সব রাজনৈতিক দল একসঙ্গে কাজ করলেও চূড়ান্তভাবে সেটি উপস্থাপনের পর দেখা যায়, মূল বিষয়গুলো বিকৃত করা হয়েছে এবং বিএনপির দেওয়া “নোট অব ডিসেন্ট” বা ভিন্নমতগুলো উপেক্ষা করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল স্মরণ করেন, “যেদিন ঐকমত্যের নথি জমা দেওয়া হয়েছিল, সেদিন বৃষ্টি হচ্ছিল। সব দল ছাতা হাতে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে স্বাক্ষর করেছিলাম। দীর্ঘ আলোচনার পর আমরা ঐকমত্যে পৌঁছেছিলাম, কিছু বিষয়ে মতভেদ ছিল, সেগুলো আমরা লিখিতভাবে জমা দিয়েছিলাম। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সেটি উপস্থাপন করার পর দেখা গেল, সেখানে অনেক পরিবর্তন আনা হয়েছে, যা ছিল একেবারেই অপ্রত্যাশিত।” তিনি বলেন, “এটা শুধু রাজনৈতিক দলের সঙ্গে নয়, জনগণের সঙ্গেও বিশ্বাসঘাতকতা। আমরা যেই আস্থা রেখেছিলাম, তারা সেই আস্থা ভেঙে দিয়েছে। এটি জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা—একটি ‘ব্রিচ অব ট্রাস্ট’। তাই আজকের রাজনৈতিক অচলাবস্থার দায় সম্পূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশন প্রায় এক বছর ধরে সংস্কার ও অন্যান্য বিষয়ে আলোচনা করেছে। আমরা বেশির ভাগ বিষয়ে একমত হয়েছি, কেবল কিছু বিষয়ে মতভেদ থাকায় আমরা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলাম। অথচ চূড়ান্ত নথিতে সেই ভিন্নমতগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।” তিনি দাবি করেন, বিএনপি নির্বাচনে গেলে এসব সংস্কার প্রস্তাব তাদের নির্বাচনী ইশতেহারে থাকবে, জনগণ যদি সমর্থন দেয়, তবে সংসদে তা পাস করে দেশের কাঠামোগত পরিবর্তন আনা হবে।
বিশ্লেষকদের মতে, ফখরুলের এই বক্তব্য মূলত অন্তর্বর্তী সরকারের জবাবদিহি, নীতিগত স্বচ্ছতা এবং রাজনৈতিক ঐকমত্যের সংস্কৃতি পুনর্বিবেচনার আহ্বান। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, দীর্ঘ আলোচনার পর প্রস্তুত নথিতে পরিবর্তন বা বাদ পড়া বিষয়গুলো প্রকাশ্যে না আনা হলে আস্থার সংকট আরও গভীর হবে। এখন অন্তর্বর্তী সরকারের জন্য প্রয়োজন, সব পক্ষের উপস্থিতিতে নথির প্রকাশ্য যাচাই, ‘নোট অব ডিসেন্ট’ আলাদা সংযোজন হিসেবে প্রকাশ এবং ভবিষ্যৎ সংস্কারের জন্য নিরপেক্ষ মধ্যস্থতার উদ্যোগ।
শাপলা কলি দিয়ে ইসি বুঝিয়েছে আমরা শিশুদের দল: সামান্তা
নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় নতুন প্রতীক হিসেবে 'শাপলা কলি' অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পদক্ষেপের ফলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যারা দীর্ঘদিন ধরে 'শাপলা' প্রতীকটি পাওয়ার জন্য ইসির কাছে আবেদন জানিয়ে আসছিল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ নতুন প্রতীকের তালিকায় 'শাপলা কলি' যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন। যদিও সচিবের দাবি, এই প্রতীক যুক্ত করার সঙ্গে এনসিপি বা অন্য কোনো দলের দাবির কোনো প্রাসঙ্গিকতা নেই।
ইসির এই সিদ্ধান্তে এনসিপি নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বৃহস্পতিবার ঢাকায় জাতীয় যুবশক্তির আয়োজনে এক সেমিনারে মন্তব্য করেন, "কোনো ধরনের আইনি কারণ ছাড়া আমাদেরকে 'শাপলা কলি' দিয়ে গেজেট দিয়েছে ইসি। তারা বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল।" তিনি অভিযোগ করেন, দেশের বড় দলগুলোও এনসিপিকে তেমনভাবে মূল্যায়ন করে না, যা এক ধরনের বৈষম্য।
একই সেমিনারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কমিশন কীসের ভিত্তিতে 'শাপলা কলি' নির্ধারণ করেছে, তা তাদের বোধগম্য নয়। তিনি জোর দিয়ে বলেন, "শাপলা প্রশ্নে আমরা আপসহীন।"
ইসির প্রতীকের তালিকায় 'শাপলা কলি' যুক্ত করার বিষয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এনসিপি 'শাপলা' প্রতীক চেয়েছে, আর নতুন প্রতীক হিসেবে যুক্ত হয়েছে 'শাপলা কলি'। তিনি মনে করেন, দুটোর মধ্যে পার্থক্য আছে এবং এ বিষয়ে ব্যাখ্যার অবকাশ নেই।
তিনি আরও জানান, তালিকার কিছু প্রতীক নিয়ে 'বিরূপ মন্তব্য' আসায় সেগুলো বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করা হয়েছে, যার মধ্যে 'শাপলা কলি'ও রয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেন, এর সঙ্গে কারও কোনো দাবির বিষয় প্রাসঙ্গিক নয়।
ইসি সচিবের তথ্যমতে, পুরনো তালিকা থেকে ১৬টি প্রতীক বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করার পর ইসির প্রতীকের মোট সংখ্যা এখন ১১৯-এ দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, "ইলেকশন কমিশন মনে করেছে সংশোধন করা দরকার, তাই করেছে। কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, স্বাধীনতা আছে বলেই তালিকা সংশোধন করেছে।"
এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী ঐকমত্য কমিশন ও অন্যান্য রাজনৈতিক দল নিয়েও সমালোচনা করেছেন। তিনি বিএনপির 'নোট অব ডিসেন্ট'-কে 'নোট অব চিটিং' বলে আখ্যা দেন। জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, তারা মুখে জুলাই সনদের কথা বললেও নিম্নকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির কথা বলে আসন নিয়ে দরকষাকষি করছে, যা এক ধরনের ভণ্ডামি।
এনসিপি সমন্বয়কের হুঁশিয়ারি গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায়ভার প্রধান উপদেষ্টার
ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সতর্ক করে বলেছেন, যদি এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা না যায় এবং পরবর্তীতে দেশে কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ওপর বর্তাবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা' শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংস্কার কমিশন সুপারিশমালা জমা দিয়েছে এবং এখন বল প্রধান উপদেষ্টার কোর্টে রয়েছে। ড. মুহাম্মদ ইউনূসকে 'আন্তর্জাতিক মানের খেলোয়াড়' হিসেবে উল্লেখ করে তিনি মন্তব্য করেন, "বলা হয় যে, বিদেশি খেলোয়াড়রা বাংলাদেশে খেলতে এলে পিছলে যায়, কারণ মাঠ পিছলা। কিন্তু এই পিছলা মাঠে আমাদের আইন উপদেষ্টা আরও বেশি তেলমর্দন করেন। তিনি রাজনীতিবিদদের শুধু পিছলা খাওয়াতে চান।"
তিনি দাবি করেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালার খসড়া অবশ্যই জনগণের সামনে প্রকাশ করতে হবে। তার দল এনসিপি জনসম্মুখে সেই ড্রাফট আসার পরই তাতে স্বাক্ষর করবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশ একটি ভিন্ন এবং অস্পষ্ট পরিস্থিতির দিকে যাচ্ছে। তিনি আরও বলেন, "অস্পষ্টতার মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারব না।"
জামায়াত-বিএনপির 'কুতর্ক' নিয়ে মন্তব্য
গণভোট নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াত ও বিএনপির সমালোচনা করে বলেন, গণভোট আগে হবে না পরে হবে—এটা নিয়ে দল দুটির মধ্যে কেবলই 'কুতর্ক' চলছে। এই কুতর্ক থেকে বেরিয়ে এসে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করা উচিত।
জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপার হাউসের পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব), লোয়ার হাউসে এনে বিষয়টি নিয়ে আপনারা ধোঁয়াশা তৈরি করেছেন।" তবে তিনি অনুমান করেন, গণভোটের প্রশ্নে জামায়াত একসময় বিএনপির সঙ্গে একমত হবে এবং এই দুই দল মিলে আসলে 'কুতর্ক' করছে।
ঐকমত্য কমিশনের সুপারিশ একপাক্ষিক ও জাতির সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করার সক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলে কঠোর মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেন, যেকোনো আদেশ অবশ্যই রাষ্ট্রপতি স্বাক্ষরিত হতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বুধবার রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, "ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশে প্রতীয়মান হয় যে দীর্ঘ এক বছর ধরে সংস্কার কমিশন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহের ধারাবাহিক আলোচনা অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা।" তিনি বলেন, গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকাটাই স্বাভাবিক।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা ও সুপারিশগুলো একপাক্ষিক এবং জোরপূর্বক জাতির ওপর চাপানো হচ্ছে। তিনি বলেন, যেসব দফায় আগে সবাই সম্মত হয়েছিল, তার মধ্যে কিছু দফাকে 'অগোচোরেই পরিবর্তন' করা হয়েছে।
ফখরুল আরও বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী প্রস্তাবনাগুলো ২৭০ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, তা গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিনও উপস্থিত ছিলেন।
কর্মসংস্থানকে কেন্দ্রে রেখে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য তারেক রহমানের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০৩৪ সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক 'ট্রিলিয়ন ডলারের অর্থনীতি' গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন, যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশের প্রবৃদ্ধিতে নারীদের গুরুত্বপূর্ণ অবদান নিশ্চিত করবে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই পরিকল্পনার কথা জানান।
তারেক রহমান বলেন, "আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, ২০৩৪ সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে। যেখানে প্রতিটি নাগরিক, বিশেষ করে নারী গর্বের সঙ্গে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে।"
নারী শ্রমশক্তিতে ডে-কেয়ারের গুরুত্ব
তিনি বাংলাদেশের শ্রমবাজারে নারীদের কম অংশগ্রহণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, মোট পুরুষের ৮০ শতাংশের বিপরীতে মাত্র ৪৩ শতাংশ নারী কর্মজীবী। এই বিশাল ব্যবধানকে 'জাতির অর্ধেকেরও বেশি মেধা ও দক্ষতাকে পিছনে ফেলে দেওয়া' হিসেবে আখ্যা দেন তারেক রহমান।
তিনি প্রশ্ন তোলেন, "যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন, অথবা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন, তখন কী হয়? বাংলাদেশ হারায় সম্ভাবনা, উৎপাদনশীলতা এবং অগ্রগতি।"
বিএনপির লক্ষ্য হলো এমন একটি আধুনিক ও গণমুখী বাংলাদেশ তৈরি করা, যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বাধ্য হতে হবে না। এই কারণেই বিএনপি সারাদেশে শিশু পরিচর্যা (চাইল্ডকেয়ার) ব্যবস্থাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কৌশলের অংশ করার উদ্যোগ গ্রহণের কথা বিবেচনা করছে।
তারেক রহমানের পরিকল্পনায় নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে
সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ডে-কেয়ার সেন্টার স্থাপন করা।
সরকারি অফিসগুলোতে ধাপে ধাপে ডে-কেয়ার সেন্টার স্থাপনের জন্য একটি জাতীয় পরিকল্পনা গ্রহণ করা।
বড় বেসরকারি প্রতিষ্ঠান ও কারখানায় বাধ্যতামূলক ডে-কেয়ার ব্যবস্থা নিশ্চিত করা।
যেসব নিয়োগকর্তা শিশু পরিচর্যার ব্যবস্থা রাখবে তাদের জন্য কর সুবিধা ও সিএসআর (CSR) ক্রেডিট প্রদান করা।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মান অনুযায়ী কেয়ারগিভারদের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রদান করা।
তিনি দাবি করেন, এই একটি সংস্কার নারীদের কর্মসংস্থান বাড়াতে পারে, পারিবারিক আয় বৃদ্ধি করতে পারে এবং দেশের জিডিপিতে ১ শতাংশ পর্যন্ত যোগ করতে পারে।
অর্থনৈতিক অপরিহার্যতা
তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের প্রায় দুই-তৃতীয়াংশ নারী হওয়ায় কর্মজীবী মায়েদের অবদানকে অবমূল্যায়ন করা উচিত নয় বলে তারেক রহমান উল্লেখ করেন। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর গবেষণার বরাত দিয়ে তিনি জানান, যে কারখানাগুলোতে শিশু পরিচর্যার সুবিধা থাকে, সেখানে কর্মী ধরে রাখার হার বেশি থাকে, অনুপস্থিতি কমে এবং প্রতিষ্ঠানগুলো এক বছরের মধ্যেই খরচ তুলে আনতে পারে।
তারেক রহমান বলেন, "শিশু পরিচর্যা কোনো দয়া-দাক্ষিণ্য নয়, এটি সামাজিক-অর্থনৈতিক অবকাঠামোর একটি অপরিহার্য অংশ। সড়ক যেমন বাজারকে সংযুক্ত করে, তেমনি ডে-কেয়ার সেন্টার নারীদের কর্মজীবনে সাফল্যের সঙ্গে সংযুক্ত করে।" তিনি নারীর ক্ষমতায়নকে 'বুদ্ধিবৃত্তিক অর্থনীতি'র ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, "আমরা এমন যেকোনো পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করি যা নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে।"
পাঠকের মতামত:
- তীব্র আর্থিক সংকটে অন্তর্বর্তী সরকার
- ফিলিস্তিনি বন্দির ওপর নির্যাতনের ভিডিও ফাঁস,শীর্ষ ইসরাইলি জেনারেলের পদত্যাগ
- বিশ্ব পাসপোর্ট র্যাংকিংয়ে ভারতের বড় ধস
- ওষুধ নয় প্রাকৃতিক উপায়ে অ্যালার্জি কমাবে রান্নাঘরের ৭ সুপারফুড
- নির্বাচনের আগে গণভোট চায় না যারা তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়: জামায়াত নেতা
- ভারত কি পরামর্শ দেবে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে যা জানা গেল দিল্লিতে
- চঞ্চল চৌধুরীর সঙ্গে আবারও পর্দায় পূজা চেরি
- নিম্ন-আয়ের মানুষের দুর্ভোগ গরিবের বরাদ্দ চাল নিয়ে 'চালবাজি' থামছে না
- বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কায় সরকার পরিবর্তন কেন হলো বিশ্লেষণ করলেন ভারতের এনএসএ
- বাংলাদেশকে নিয়ে অজিত দোভালের করা মন্তব্যে তোলপাড়
- ট্রাম্পের দেওয়া রুপার নেকলেস নিজের কাছে রাখতে মূল্য পরিশোধ করলেন কিয়ার স্টারমার
- অস্কার আলোচনায় সিডনি সুইনি: পর্দায় প্রতিভা, রেড কার্পেটে রূপের জাদু
- আপনার এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত জেনে নিন এখনই বন্ধ হতে পারে অতিরিক্ত সিম
- দীর্ঘমেয়াদি কাশি হতে পারে ফুসফুস ক্যান্সার জেনে নিন সতর্কতার সংকেত
- ওষুধ ছাড়াই সুস্থ জীবন আদা ব্যবহারের ৪০টি জাদু টিপস যা আপনার জীবন বদলে দেবে
- ভিডিও ডাউনলোডের ঝামেলা শেষ কম ডেটায় দ্রুত কাজ করবে এই অ্যাপগুলো
- ১৯৯২ সালের পর নজিরবিহীন সিদ্ধান্ত ট্রাম্পের নির্দেশনায় বাড়ল বৈশ্বিক পারমাণবিক ঝুঁকি
- মুরের জাদুতে শীর্ষ দলকে হারাল ওরেক্সহাম
- আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার পথ দেখালেন ড. ইউনূস
- পাকিস্তান আমলের সঙ্গে তুলনায় দুর্নীতি এখন সমাজের অনুষঙ্গ: জামায়াত আমির
- সুদানের আকাশে রক্তের চিহ্ন স্যাটেলাইট চিত্রেও দেখা যাচ্ছে মর্মান্তিক দৃশ্য
- জুলাই সনদ বাস্তবায়নে অচলাবস্থা নিরসনে সরকারের বড় উদ্যোগ আলোচনায় দুই প্রধান দল
- একই দিনে নির্বাচন ও গণভোট? জুলাই সনদ বাস্তবায়নে কঠিন দ্বিধায় অন্তর্বর্তী সরকার
- ফখরুলের অভিযোগ: অন্তর্বর্তী সরকার আস্থার সেতু ভেঙে দিয়েছে
- শেষ হলো জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
- অনন্য মামুনের পোস্টে ঢালিউডে তামান্না ভাটিয়ার সম্ভাব্য আগমন
- নিজ দেশে ইসরায়েলিদের বিক্ষোভ
- ডা. জাকির নায়েক ঢাকায় আসছেন, ভারতের দাবি হস্তান্তরের
- রক্তদান শুধু মানবসেবা নয়, এটি এক মহৎ ইবাদত
- জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ড. গালিবের সতর্কবার্তা
- পারমাণবিক অস্ত্র নিয়ে ফের উত্তেজনায় ট্রাম্প ও ইরান
- জান্নাত-জাহান্নামের রহস্য উন্মোচন কুরআনের আলোকে
- তুরস্ক-কাতারের মধ্যস্থতায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন শান্তির বার্তা
- দেশের ২১ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস
- স্বাক্ষরের পরে বিপক্ষে অবস্থান জুলাই সনদ নিয়ে বিএনপিকে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর
- দীর্ঘ বৈঠকের পর যুদ্ধবিরতি চালিয়ে যেতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান
- সৌদি আরবে ওমরাহ ভিসা নিয়ে কড়াকড়ি ১ নভেম্বর থেকে কার্যকর নতুন নিয়ম
- সামরিক শাসন থেকে সংসদীয় ব্যবস্থা বাংলাদেশে গণভোটের অতীত জানা-অজানা
- শয়তানের আক্রমণ থেকে বাঁচুন রাতে ঘুমানোর আগে যে দোয়া পড়তেন নবীজি (সা.)
- ঘুমের ওষুধ নয় অনিদ্রা দূর করবে আপনার রান্নাঘরের ৬ খাবার
- ৩১ অক্টোবর বাংলাদেশের প্রধান অঞ্চলের নামাজের সময়সূচি
- সামরিক প্রস্তুতি লেবাননে ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় প্রেসিডেন্টের কঠোর নির্দেশ
- শাপলা কলি দিয়ে ইসি বুঝিয়েছে আমরা শিশুদের দল: সামান্তা
- রেকর্ড বৃদ্ধি পরদিনই দরপতন শুক্রবার থেকে কার্যকর হবে নতুন স্বর্ণের মূল্য
- অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে অনুমোদন পেল নতুন মানবাধিকার কমিশন অধ্যাদেশ
- আমরা কীভাবে কী করব, বুঝতে পারছি না: আসিফ নজরুল
- ৩০ অক্টোবর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ৩০ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ৩০ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- এনসিপি সমন্বয়কের হুঁশিয়ারি গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায়ভার প্রধান উপদেষ্টার
- রাজনীতি, নির্বাসন ও নৈতিকতা: শেখ হাসিনার সাক্ষাৎকার দক্ষিণ এশিয়ার বাস্তবতাকে কোথায় নিচ্ছে
- IFIC ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- পূবালী ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- ইতিহাসের পাতায় আজ: ৩০ অক্টোবর - বিজয়, বিপ্লব আর বেদনার দিন
- ২৮ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- ২৯ অক্টোবর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ঘূর্ণিঝড় ‘মন্থা’ প্রভাবে ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- রাসুল (সা.) কেন অন্যের পাপকাজ প্রকাশ করতে নিষেধ করেছেন?
- আজকের বাজারের সেরা এবং খারাপ পারফরমার: লাভের সম্ভাবনা কোথায়?
- রিলায়েন্স ইন্স্যুরেন্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
- ২৮ অক্টোবর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ২৭ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- GSP ফাইন্যান্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
- মেট্রোরেল দুর্ঘটনায় বাবা হারানো: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে স্ত্রীর আকুল আবেদন
- গ্যাস খাতে তিতাসের নতুন দিগন্ত








