বিটিআরসি'র নতুন নিয়ম ১৬ ডিসেম্বর থেকে: আপনার ফোন বৈধ কিনা, জেনে নিন প্রক্রিয়া

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ৩০ ১২:৫৫:০১
বিটিআরসি'র নতুন নিয়ম ১৬ ডিসেম্বর থেকে: আপনার ফোন বৈধ কিনা, জেনে নিন প্রক্রিয়া
ছবিঃ সংগৃহীত

অবৈধ আমদানি ও নকল (ক্লোন) আইএমইআইযুক্ত মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে যাচ্ছে সরকার। এই লক্ষ্যেই আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা। এই ব্যবস্থা চালু হলে কেবলমাত্র অনুমোদিত, মানসম্মত এবং বৈধভাবে আমদানি বা দেশে উৎপাদিত মোবাইল ফোনই দেশের মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারবে। অবৈধ বা ক্লোন আইএমইআইযুক্ত কোনো ফোন নেটওয়ার্কে কাজ করবে না।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এনইআইআর ব্যবস্থা চালুর মাধ্যমে একদিকে যেমন রাজস্ব সুরক্ষা হবে, তেমনি ডিজিটাল প্রতারণা ও অপরাধও কমবে।

তিনি বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, দেশে সংঘটিত ডিজিটাল জালিয়াতির ৭৩ শতাংশই ঘটে অবৈধ ডিভাইস ও সিম ব্যবহার করে। এছাড়া, অবৈধ মোবাইল হ্যান্ডসেটের কারণে সরকার প্রতিবছর ৫০০ কোটি টাকারও বেশি রাজস্ব হারায়। নতুন এই ব্যবস্থা এই ধরনের ঝুঁকি ও রাজস্ব ক্ষতি অনেকটাই কমিয়ে আনবে।

নতুন নিয়মে ফোন বৈধতা যাচাই ও নিবন্ধন

বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে মোবাইল ফোন কেনার আগে ক্রেতাদের অবশ্যই ফোনের আইএমইআই নম্বর যাচাই করে বৈধতা নিশ্চিত করতে হবে। বৈধ ফোন ক্রয়ের পর সেটি স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।

যেভাবে বৈধতা জানবেন

মোবাইল ফোনটি বৈধ কি না, তা জানতে ক্রেতাদের ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তার মাধ্যমে ফোনের বৈধতা নিশ্চিত হওয়া যাবে।

বিদেশ থেকে আনা ফোনের নিবন্ধন

বিদেশ থেকে ব্যক্তিগতভাবে কেনা বা উপহার হিসেবে পাওয়া মোবাইল ফোন প্রাথমিকভাবে ৩০ দিনের জন্য নেটওয়ার্কে সচল থাকবে। এই সময়ের মধ্যে এসএমএস-এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য অনলাইনে দাখিল করার নির্দেশনা দেওয়া হবে। দাখিল করা তথ্য যাচাই-বাছাইয়ের পরই কেবল সেসব বৈধ ফোন নেটওয়ার্কে স্থায়ীভাবে সচল থাকবে।

বিশেষ নিবন্ধনের জন্য গ্রাহককে neir.btrc.gov.bd পোর্টালে ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে এবং ‘Special Registration’ সেকশনে গিয়ে আইএমইআই নম্বরসহ পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন, ক্রয় রশিদ (ক্রয় রসিদ) ও শুল্ক পরিশোধের প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) স্ক্যান কপি আপলোড করতে হবে। যাত্রী (অপর্যটক) ব্যাগেজ বিধিমালা অনুযায়ী, একজন ব্যক্তি শুল্ক ছাড়া একটি এবং শুল্ক দিয়ে আরও একটি, অর্থাৎ মোট দুটি মোবাইল ফোন বিদেশ থেকে আনতে পারবেন।

বর্তমান ব্যবহৃত ফোনের অবস্থা যাচাই

বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। এই ফোনগুলো আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন নেই। ব্যবহৃত হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানতে হ্যান্ডসেট থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে পাঠাতে হবে।

বিক্রি বা হারালে করণীয়

১৬ ডিসেম্বর থেকে গ্রাহক তার ব্যবহৃত হ্যান্ডসেট বিক্রি বা হস্তান্তর করতে চাইলে অবশ্যই ‘ডি-রেজিস্ট্রেশন’ করতে হবে। ডি-রেজিস্ট্রেশনের সময় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শেষের চার ডিজিট ব্যবহার করতে হবে। এছাড়া, মোবাইল ফোন চুরি হলে বা হারিয়ে গেলে সিটিজেন পোর্টাল, মোবাইল অ্যাপস বা অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে যেকোনো সময় ফোনটি লক বা আনলক করার সুযোগ থাকবে।

এনইআইআর সম্পর্কিত যেকোনো তথ্য জানতে বিটিআরসির হেল্প ডেস্ক নম্বর (১০০) অথবা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার নম্বরে (১২১) ডায়াল করা যাবে।


সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ২০:৩৭:৩৯
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদি
ছবি : সংগৃহীত

রাজধানীর ঢাকা ৮ আসনের আলোচিত সম্ভাব্য এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য শেষ পর্যন্ত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ আব্দুল আহাদ সোমবার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে গণমাধ্যমকে এই ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই তরুণ রাজনীতিবিদকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে পাড়ি জমায়। সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটে ঢাকায় অবতরণ করার পরপরই অত্যন্ত দ্রুততার সঙ্গে যাত্রার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।

সরকারের সর্বোচ্চ পর্যায়ের তদারকিতে গত রোববারই গুলিবিদ্ধ হাদিকে দেশের বাইরে পাঠানোর নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় যে গত দুদিন ধরে সরকার সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে আসছিল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের পরামর্শ এবং হাদির পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর অবশেষে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তরের বিষয়টি চূড়ান্ত করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাকসিডেন্ট ইমার্জেন্সি বিভাগে হাদির জন্য সর্বাধুনিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডা. সায়েদুর রহমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে গুলিতে ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক ছাড়া তার শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন কিডনি হার্ট এবং রেসপিরেশন সিস্টেম বা শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া এখনো চিকিৎসকদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে বিভিন্ন উচ্চমাত্রার ওষুধ এবং কৃত্রিম অক্সিজেনের সহায়তায় এই অঙ্গগুলোকে মোটামুটিভাবে সচল রাখা সম্ভব হচ্ছে যা কিছুটা আশার সঞ্চার করেছে। এয়ার অ্যাম্বুলেন্সে তোলার আগে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে টেলিকনফারেন্সের মাধ্যমে রোগীর অবস্থা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে আবেগঘন কণ্ঠে বলেন যে মহান আল্লাহ যদি সহায় হন তবে হয়তো হাদি একটি নির্দিষ্ট মাত্রার সুস্থতা নিয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারবেন।


সিঙ্গাপুরের পথে হাদি, চিকিৎসকদের আশার বাণী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ১৭:১৬:১১
সিঙ্গাপুরের পথে হাদি, চিকিৎসকদের আশার বাণী
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ হলেও তার শরীরের প্রধান অঙ্গগুলো এখনো চিকিৎসকদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে জানিয়েছে সরকার। সোমবার দুপুরে হাদিকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরের পথে পাড়ি জমানোর পরপরই এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি জানান যে হাদির মস্তিষ্কে গুলির আঘাতটিই বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের কারণ তবে তার কিডনি হার্ট এবং শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া বা রেসপিরেশন সিস্টেম এখনো ওষুধের মাধ্যমে এবং কৃত্রিম অক্সিজেনের সহায়তায় মোটামুটিভাবে সচল রাখা সম্ভব হয়েছে।

এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে এবং এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে টেলিকনফারেন্সের মাধ্যমে রোগীর সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডা. সায়েদুর রহমান দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে আবেগঘন কণ্ঠে বলেন যে মহান আল্লাহ যদি রহমত করেন তবে হয়তো হাদি একটি নির্দিষ্ট মাত্রার সুস্থতা নিয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারবেন। ঢাকার এভারকেয়ার হাসপাতাল এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের যৌথ পরামর্শেই তাকে বিদেশে স্থানান্তরের এই চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গত দুই দিন ধরে হাদির উন্নত চিকিৎসার জন্য সরকার অত্যন্ত তৎপর ছিল এবং সিঙ্গাপুর ছাড়াও থাইল্যান্ড ও মালয়েশিয়ার বেশ কয়েকটি উন্নত হাসপাতালের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিল। অবশেষে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড এবং হাদির পরিবারের সদস্যদের সম্মতিতে তাকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করা হয় কারণ তার শারীরিক অবস্থার কোনো দৃশ্যমান উন্নতি বা অবনতি পরিলক্ষিত হচ্ছিল না। প্রসঙ্গত গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এই তরুণ রাজনীতিক যাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে নিবিড় পর্যবেক্ষণের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


পোস্টাল ভোটে বিপ্লব: ফেব্রুয়ারির ভোটে প্রবাসীদের ব্যাপক সাড়া 

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ১৭:০৯:৫৫
পোস্টাল ভোটে বিপ্লব: ফেব্রুয়ারির ভোটে প্রবাসীদের ব্যাপক সাড়া 
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে চালু হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সংখ্যা ৪ লাখ ১১ হাজার অতিক্রম করেছে যা নির্বাচন কমিশনের জন্য এক বিশাল সাফল্য। সোমবার দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটের হালনাগাদ তথ্যে দেখা যায় যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৪ লাখ ১১ হাজার ২৭২ জন প্রবাসী বাংলাদেশি তাদের নাম নিবন্ধন করেছেন এবং এই সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে। নিবন্ধিত ভোটারদের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ১০৮ জন এবং নারী ভোটারের সংখ্যা ২৬ হাজার ১৬৩ জন যা প্রবাসে পুরুষদের অধিক অংশগ্রহণের চিত্র তুলে ধরে।

নিবন্ধিত আবেদনকারীদের মধ্যে যাচাই বাছাই প্রক্রিয়া শেষে ৪ লাখ ৪ হাজার ৫৮৯ জনের আবেদন ইতিমধ্যেই নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে এবং আরও ৬ হাজার ৭৫৯ জন প্রবাসীর নিবন্ধন বর্তমানে অনুমোদনের অপেক্ষায় প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাচন কমিশন এবারই প্রথমবারের মতো প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং ভোটদান প্রক্রিয়া সহজ করতে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে যেখানে অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে এবং ভোট দেওয়ার পর তারা ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই অনলাইন নিবন্ধন প্রক্রিয়াটি আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে এবং কেবল প্রবাসীরাই নন বরং আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও এই আধুনিক পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন যে সৌদি আরব যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বহু দেশ থেকে প্রবাসীরা ব্যাপক উৎসাহের সঙ্গে সাড়া দিচ্ছেন এবং প্রাথমিকভাবে ৫০ লাখ প্রবাসীর ভোট সংগ্রহের এক উচ্চবিলাসী লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে ইসি। অতীতের জটিল ও অকার্যকর পোস্টাল ব্যালট ব্যবস্থার পরিবর্তে এই প্রযুক্তিনির্ভর পদ্ধতিটি প্রবাসীদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই উদ্যোগটি একটি বড় মাইলফলক।


হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালসহ যাদের নাম এল মামলায়

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ১৭:০৪:২৮
হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালসহ যাদের নাম এল মামলায়
ছবি : সংগৃহীত

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য শেষ পর্যন্ত দেশের গণ্ডি পেরিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়েছে। সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে তাকে বহনকারী একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের পথে পাড়ি জমায়। এর আগে চিকিৎসার জন্য তাকে নিয়ে যেতে বেলা ১১টা ২২ মিনিটে বিদেশি এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে এবং যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ৪০ মিনিটে তাকে বিমানে তোলা হয়।

একদিকে যখন হাদিকে বাঁচাতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিক অন্যদিকে এই ন্যাক্কারজনক হামলার বিচার নিশ্চিতে আইনি প্রক্রিয়াও জোরদার করা হয়েছে। রাজধানীর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বাদী হয়ে রোববার রাতে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন যেখানে হামলার মূল পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার ইতিমধ্যেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে যাতে দ্রুততম সময়ে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়।

পুলিশের তদন্তে এখন পর্যন্ত হামলায় সরাসরি জড়িত তিনজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে যার মধ্যে মূল শুটার হিসেবে ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের নাম উঠে এসেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আলমগীর শেখ এবং হামলার আগে হাদির গতিবিধি নজরদারি বা রেকি করার দায়িত্বে ছিলেন আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী রুবেল। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিন বিজয়নগর এলাকায় সংঘটিত এই হামলাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এর পেছনে একটি সুসংগঠিত সন্ত্রাসী নেটওয়ার্কের অস্তিত্ব পাওয়া গেছে।


উপদেষ্টার সামনেই পদত্যাগের হুমকি দিলেন সাদিক

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ১৬:৪৭:১১
উপদেষ্টার সামনেই পদত্যাগের হুমকি দিলেন সাদিক
ছবি : সংগৃহীত

সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ এক নজিরবিহীন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় যখন ডাকসু ভিপি সাদিক কায়েম খোদ স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতেই সরকারের তিন গুরুত্বপূর্ণ উপদেষ্টার পদত্যাগের দাবি তুলে কঠোর আল্টিমেটাম ঘোষণা করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষুব্ধ ছাত্রনেতা স্পষ্ট জানিয়ে দেন যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের তিন দফা দাবি পূরণ না হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। সোমবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সাদিক কায়েম অনতিবিলম্বে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন যদি না তারা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি দেখাতে ব্যর্থ হন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাদিক কায়েমের ঠিক পাশেই দাঁড়িয়ে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ছাত্রনেতার মুখে নিজের ও সহকর্মীদের পদত্যাগের হুমকি শুনে তাকে দৃশ্যত বেশ বিব্রত ও অস্বস্তিতে দেখা যাচ্ছিল। সাদিক কায়েম তার বক্তব্যের শুরুতে ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান এবং গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল সংস্থাকে জবাবদিহিতার আওতায় আনার ওপর জোর দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তোলা এবং হামলাকারীদের সমর্থনকারী কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

দ্বিতীয় দাবিতে ছাত্রনেতা সাদিক আগামী দুই দিনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী এলাকাভিত্তিক চিরুনি অভিযান পরিচালনার ডাক দিয়েছেন। তিনি সরকারের প্রতি হুঙ্কার দিয়ে বলেন যে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে প্রশাসনের কোনো প্রকার অবহেলা বা গড়িমসি আর সহ্য করা হবে না। এছাড়া তার তৃতীয় ও চূড়ান্ত দাবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের দায়ে দ্রুত বিচার এবং প্রদত্ত রায় কার্যকর করার বিষয়টি উঠে আসে যা তিনি সরকারের কাছে অত্যন্ত জোরালোভাবে পেশ করেছেন।


১৬ ডিসেম্বর বের হওয়ার আগে যে সতর্কতা জানা জরুরি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ১৪:০৭:৩৫
১৬ ডিসেম্বর বের হওয়ার আগে যে সতর্কতা জানা জরুরি
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে যান চলাচল ও গণপরিবহনে সাময়িক পরিবর্তনের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকা মহানগরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে নির্দিষ্ট সময়ের জন্য ডাইভারশন কার্যকর থাকবে এবং একই দিনে মেট্রোরেল চলাচলেও স্বল্প সময়ের বিরতি আসছে।

পুলিশ সদর দফতর সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ১৬ ডিসেম্বর ভোররাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা-আশুলিয়া ও ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী ও বাইপাইল এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ সময় এসব পয়েন্টে ডাইভারশন কার্যকর থাকবে। ফলে ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট সড়ক ব্যবহার না করে বিকল্প পথ গ্রহণের জন্য সব ধরনের যানবাহনের চালকদের অনুরোধ জানিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় কর্মসূচি ও জনসমাগম নির্বিঘ্ন রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি তদারক করবে এবং প্রয়োজন অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এদিকে ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে। শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের নিরাপত্তা ও চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

অন্যদিকে, নিরাপত্তাজনিত কারণে একই দিনে রাজধানীর মেট্রোরেল চলাচলও সাময়িকভাবে বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশনে ট্রেন চলাচল ও যাত্রী পরিবহন কার্যক্রম বন্ধ থাকবে। নির্ধারিত সময় শেষে মেট্রোরেল পুনরায় স্বাভাবিক সূচি অনুযায়ী চালু হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এসব সাময়িক ব্যবস্থার ফলে যাত্রী ও সাধারণ মানুষের কিছুটা অসুবিধা হতে পারে। সে জন্য আগেভাগেই সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে এবং সহযোগিতা কামনা করা হয়েছে।

-রাফসান


১৬ ডিসেম্বর দুপুরে মেট্রোরেল যাত্রীদের জন্য সতর্কতা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ১৪:০০:৪৪
১৬ ডিসেম্বর দুপুরে মেট্রোরেল যাত্রীদের জন্য সতর্কতা
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ নিরাপত্তামূলক কর্মসূচির কারণে রাজধানীর মেট্রোরেল চলাচলে সাময়িক বিরতি আসছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার ১৬ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল সেবা স্বল্প সময়ের জন্য বন্ধ থাকবে।

সোমবার ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেলের সব ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে। এই সময়টুকুতে কোনো স্টেশন থেকে যাত্রী ওঠানামা কিংবা ট্রেন পরিচালনা করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় শেষ হলে মেট্রোরেল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পুনরায় চালু হবে। যাত্রীদের যাতায়াতে যাতে বড় ধরনের ভোগান্তি না হয়, সে জন্য আগেভাগেই এই তথ্য জানানো হয়েছে বলে জানায় সংস্থাটি।

একই সঙ্গে সাময়িক এই বিরতির কারণে যাত্রীসেবায় যে অসুবিধা হতে পারে, সে জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।

-রাফসান


হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচনে প্রভাব ফেলবে না: সিইসি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ১২:০০:২২
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচনে প্রভাব ফেলবে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর সাম্প্রতিক সশস্ত্র হামলার ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো নেতিবাচক প্রভাব আসন্ন নির্বাচনের ওপর পড়বে না এবং এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই কারণ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সোমবার রাজধানীর তেজগাঁও গুলশান লিংক রোড সংলগ্ন আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ইয়ুথ ভোটার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি দেশবাসীকে এবং সংশ্লিষ্ট সকলকে দুশ্চিন্তা ঝেড়ে ফেলে নির্বাচনী প্রস্তুতির দিকে মনোনিবেশ করার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির কথিত অবনতি সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দীন পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন যে দেশে আইনশৃঙ্খলার অবনতি আসলে কোথায় হলো কারণ মাঝেমধ্যে দুয়েকটি খুনখারাপির ঘটনা ঘটলেও সেগুলোকে সামগ্রিক পরিস্থিতির অবনতি বলা যায় না। তিনি অতীতের উদাহরণ টেনে স্মরণ করিয়ে দেন যে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা নতুন কোনো বিষয় নয় এবং তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে বলেন যে আগেও এমন ঘটনা ঘটেছে এবং হাদির ঘটনাটিও তেমনই একটি বিচ্ছিন্ন বিষয়। ঐতিহাসিক প্রেক্ষাপট ও নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি মিডিয়া ও জনমনে বিদ্যমান আশঙ্কা দূর করার চেষ্টা করেন এবং দৃঢ়তার সঙ্গে বলেন যে নির্বাচন নিয়ে কমিশনের কোনো সংশয় নেই বরং তারা একটি অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।

সিইসি বর্তমান পরিস্থিতির সঙ্গে গত ৫ আগস্ট বা ২০২৪ সালের উত্তাল সময়ের তুলনা করে বলেন যে তখন থানাগুলো অকার্যকর ছিল এবং পুলিশ প্রশাসন স্থবির হয়ে পড়েছিল কিন্তু সেই অবস্থার চেয়ে এখনকার পরিস্থিতি অনেক বেশি উন্নত এবং মানুষ এখন শান্তিতে চলাফেরা ও ঘুমাতে পারছে। তিনি জানান যে গতকালই শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে বাহিনী প্রধানরা আশ্বস্ত করেছেন যে নির্বাচনের সময় পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সুষ্ঠু ভোট আয়োজনে তারা পুরোপুরি সক্ষম। তরুণ প্রজন্মের প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন যে আমরা আর পেছনে ফিরে যেতে চাই না বরং এখন তরুণদের ওপর ভর করেই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে এবং বিশেষ জনগোষ্ঠীর অংশগ্রহণ দেখে তিনি দেশের ভবিষ্যৎ সম্পর্কে আরও বেশি উৎসাহিত বোধ করছেন।


বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, সময় শেষ আজ বিকেলে 

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ১১:৩৩:৩৪
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, সময় শেষ আজ বিকেলে 
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (BPDB) রাজস্ব খাতভুক্ত সহায়ক জনবল নিয়োগে আজ শেষ হচ্ছে আবেদন গ্রহণের সময়সীমা। ‘সাহায্যকারী’ পদে মোট ১ হাজার ৫৯৬ জনকে নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে, যা আজ ১৫ ডিসেম্বর বিকেল ৫টায় বন্ধ হবে।

এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নির্বাচিত প্রার্থীরা সরকারি চাকরির ১৯তম গ্রেডে নিয়োগ পাবেন। পদটির জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৮ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার ৫৭০ টাকা পর্যন্ত।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পাস হতে হবে। এছাড়া সরকার অনুমোদিত কোনো কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি সমমানের ট্রেড কোর্স সম্পন্ন করলেও আবেদন করা যাবে। তবে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএর নিচে ফলাফল গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। বয়স গণনার ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধিমালা অনুসরণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে। আবেদন ফি হিসেবে পরীক্ষার জন্য ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা মিলিয়ে মোট ৫৬ টাকা পরিশোধ করতে হবে।

নিয়োগ সংক্রান্ত শর্ত অনুযায়ী, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের পর দুই বছরের মধ্যে নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে হবে। এসব প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি অনুসারে শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে।

আবেদনকারীদের প্রাথমিক পর্যায়ে কোনো কাগজপত্র জমা দিতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি ও এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে।

এ ছাড়া লিখিত, ব্যবহারিক কিংবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো ধরনের যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং bpdb.teletalk.com.bd ঠিকানায় পাওয়া যাবে।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত