বাংলাদেশি পণ্যে ভারতের আমদানি সীমিত: কেন?

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ০৭:৫৯:৪১
বাংলাদেশি পণ্যে ভারতের আমদানি সীমিত: কেন?

সত্য নিউজ: নিজেদের ভূখণ্ডের উত্তরপূর্বাঞ্চল দিয়ে বেশ কিছু বাংলাদেশি ভোগ্যপণ্যের আমদানি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারত। একই সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক এখন থেকে কেবল কলকাতা ও নভসেবা সমুদ্রবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে—অন্যসব বন্দর এই রপ্তানির জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল শনিবার (১৭ মে) টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক নির্দেশনার মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, দেশটির আমদানি-রপ্তানি নীতির 'জেনারেল নোটস রিগার্ডিং ইমপোর্ট পলিসি'-তে নতুন অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে, যা 'আইটিসি (এইচএস) ২০২২'-এর অধীনে কার্যকর হবে।

নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী, ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের স্থলবন্দরগুলো দিয়ে এখন থেকে কিছু বাংলাদেশি পণ্য প্রবেশ করতে পারবে না। নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে: বিভিন্ন ধরনের পানীয়, চিপস, কনফেকশনারি, বেকারি ও স্ন্যাকস জাতীয় প্রক্রিয়াজাত খাবার, সুতা ও সুতার বর্জ্য, প্লাস্টিক ও পিভিসি জাতীয় পণ্য (পিগমেন্ট, ডাইস, প্লাস্টিকাইজার ও গ্রানিউল ব্যতীত),কাঠের তৈরি আসবাবপত্র তবে মাছ, এলপিজি, ভোজ্যতেল ও পাথর রপ্তানি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের রপ্তানি খাতে বড় ধাক্কা হতে পারে। বিশেষ করে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোতে বাংলাদেশের তৈরি পণ্যের চাহিদা ও প্রবাহ ছিল উল্লেখযোগ্য। তারা এটিকে যুক্তরাষ্ট্রের চীনের ওপর আরোপিত উচ্চ শুল্কের চেয়েও কঠোর সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

এর আগে গত মাসে বাংলাদেশও ভারতের সুতা আমদানির সুযোগ কিছু সীমান্তবন্দরে বন্ধ করে দেয়। পাশাপাশি, ৯ এপ্রিল ভারত বাংলাদেশ থেকে তৃতীয় দেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। এমন পাল্টাপাল্টি পদক্ষেপ দুই দেশের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনকে স্পষ্টভাবে তুলে ধরছে।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১১টি স্থলবন্দর দিয়ে উত্তরপূর্বাঞ্চলে বাণিজ্য হয়ে থাকে—এর মধ্যে আসামে ৩টি, মেঘালয়ে ২টি এবং ত্রিপুরায় ৬টি বন্দর রয়েছে। ভারতের এই সিদ্ধান্তের ফলে এসব স্থলবন্দরে বাংলাদেশি ব্যবসায়ী ও রপ্তানিকারকেরা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ