বাংলাদেশের হালাল মাংস রপ্তানিতে সম্ভাবনার কথা বললেন ইউনূস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ২১:৪৯:৫৬
বাংলাদেশের হালাল মাংস রপ্তানিতে সম্ভাবনার কথা বললেন ইউনূস
ছবি: সংগৃহীত

বাংলাদেশের হালাল মাংস খাতে বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, হালাল মাংস উৎপাদনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারে এবং এতে বিদেশি বিনিয়োগও আসতে পারে।

বুধবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, মালয়েশিয়া বর্তমানে হালাল মাংস রপ্তানিতে বিশ্বনেতা। তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এটি বাংলাদেশের জন্য বড় সুযোগ। আমাদের এই সম্ভাবনাকে বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে হবে।

প্রাণিসম্পদ খাতে খাদ্য সংকট, রোগবালাই এবং ভ্যাকসিনের উচ্চমূল্যকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন ইউনূস। তিনি বলেন, গবাদিপশু খাতকে টিকিয়ে রাখতে হলে পশুখাদ্য এবং ভ্যাকসিনের দেশীয় উৎপাদনের পথ খুঁজে বের করতে হবে। এর মাধ্যমেই উৎপাদন খরচ কমানো সম্ভব হবে এবং খাতটি স্বনির্ভরতার দিকে যাবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ