ফিলিস্তিনে যুদ্ধ বন্ধে জাতিসংঘে বাংলাদেশের জোরালো আহ্বান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১৪:৩৪:২১
ফিলিস্তিনে যুদ্ধ বন্ধে জাতিসংঘে বাংলাদেশের জোরালো আহ্বান
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেন। ছবি: পিআইডি

ফিলিস্তিনে চলমান সহিংসতা বন্ধ করে সেখানকার জনগণকে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তিনি এই হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেন এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে যেসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তার বিচার দাবি করেন।

বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে দীর্ঘদিনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে হলে দ্বি–রাষ্ট্র ভিত্তিক সমাধানের বিকল্প নেই।” এ লক্ষ্যে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গাজা পুনর্গঠনে আরব দেশগুলোর উদ্যোগকে বাংলাদেশ স্বাগত জানায় এবং জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত। সেই সঙ্গে গাজায় জাতিসংঘের ত্রাণ কার্যক্রমে যেকোনো ধরনের বাধা দেওয়ার প্রচেষ্টা প্রতিহত করার আহ্বানও জানান তিনি।

এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। ‘ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বি–রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়ন’ শীর্ষক এই তিন দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ