দাম শুনে ফিরছেন ক্রেতারা— ‘ইলিশ এখন স্বপ্ন’

মঙ্গলবার (২৯ জুলাই) সরেজমিনে বাবুবাজার ঘুরে দেখা গেছে, ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২৩০০ থেকে ২৪০০ টাকায়। মাঝারি আকারের (৬০০–৭০০ গ্রাম) ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকায়। অন্যদিকে বড় আকৃতির পাঙ্গাস মাছ (৫ কেজির বেশি) বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকা প্রতি কেজি দরে।
স্থানীয় জেলে টিটু বর্মণ জানালেন, "নদীতে আগের মতো মাছ নেই। সারারাত জাল ফেলেও অনেক সময় একটা মাছও পাই না। বরফ, তেল, জালের খরচ মিলিয়ে লোকসানই গুনতে হচ্ছে।"
আরেক জেলে আল আমিন বলেন, "জীবনের ঝুঁকি নিয়ে নদীতে নামি। কিন্তু জাল তো খালি উঠছে। বর্ষাকালে মাছ থাকার কথা, কিন্তু এবার পানিতেও নেই, জালেও নেই।"
বাবুবাজারের আড়তদার দেলু বেপারী বলেন, "এখন মাছের সৃজনকাল। তাই নদীতে কম মাছ ধরা পড়ে। ফলে বাজারে সরবরাহও কমে গেছে। আমরাও বেশি দামে কিনতে বাধ্য হচ্ছি, তাই কম দামে বিক্রি করা সম্ভব না।"
আড়তদার সিরাজ মোল্লা বললেন, "পরিবহন খরচও বেড়েছে। ফলে মাছের দাম আরও বাড়ছে। তবে আগস্টে পরিস্থিতির উন্নতি হতে পারে।"
মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, "নদীর পানির গুণমান খারাপ, সঙ্গে রয়েছে অবৈধ উপকরণের ব্যবহার। এসব কারণে মাছের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। তবে অভিযান চলছে এবং আমরা আশাবাদী, কয়েক দিনের মধ্যেই নদীতে মাছের সরবরাহ বাড়বে।"
বাজারে আসা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই দামে ইলিশ কেনা তাদের পক্ষে সম্ভব নয়। ক্রেতা হোসেন আলী বললেন, "একটা মাঝারি ইলিশ কিনতেই ২০০০ টাকা লাগছে। এই দামে তো ১ মণ চাল কিনে ফেলা যায়।"
স্থানীয় গৃহবধূ সাবিনা ইয়াসমিন বলেন, "ইলিশ ছাড়া উৎসব যেন জমে না। কিন্তু এমন দামে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য ইলিশ এখন বিলাসিতার মতো মনে হয়।"
মৎস্য ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করে জানান, আবহাওয়া ভালো থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে ইলিশের সরবরাহ বাড়বে এবং দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসবে।
/আশিক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের ঝটিকা মিছিল
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অংশে ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ এবং চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে মিছিলটি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুদ্দিন সুজনের নেতৃত্বে নেতাকর্মীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানার নিয়ে দ্রুত গতিতে মহাসড়ক পাড়ি দিচ্ছেন।
এ বিষয়ে চান্দিনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানান, “আমরা ঝটিকা মিছিলের একটি ভিডিও পেয়েছি। তবে মহাসড়কের চান্দিনা অংশেই মিছিলটি হয়েছে কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একজনকে শনাক্ত করা হয়েছে, তার বাড়ি চান্দিনায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সিলেটের বিভিন্ন এলাকায় আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি মেরামত এবং সংরক্ষণকাজের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভি নয়াসড়ক ফিডারের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদীঘিরপাড়, ১১ কেভি নাইওরপুল ফিডারের কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদীঘির উত্তরপাড়, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ এবং ১১ কেভি বালুচর ফিডারের বালুচর, শান্তিবাগ, সোনার বাংলা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ ও বালুচর ছড়ারপাড়সহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে এবং এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
বায়তুল মোকাররমে শুরু হলো মাসব্যাপী ইসলামি বইমেলা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে শুরু হলো মাসব্যাপী ইসলামি বইমেলা। এ বছর প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বাদ আসর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। এতে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত এ মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন, আর ছুটির দিনে মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
এবারের মেলায় প্রায় দেড় শতাধিক স্টল স্থান পেয়েছে। দেশের প্রকাশনীর পাশাপাশি মিসর, লেবানন ও পাকিস্তানের প্রায় পাঁচটি আন্তর্জাতিক স্টলও অংশ নিচ্ছে। এতে পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিসের গ্রন্থ, ইসলামের মৌলিক বিষয়, গবেষণাধর্মী রচনা ও সমসাময়িক প্রবন্ধসহ বহুমাত্রিক ইসলামি সাহিত্য পাওয়া যাবে।
বই বিক্রির পাশাপাশি প্রতিদিন অনুষ্ঠিত হবে নানা ধরনের সাংস্কৃতিক ও বৌদ্ধিক আয়োজন। এর মধ্যে রয়েছে লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে আলোচনা সভা, ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং বিশেষ সেমিনার। শিশুদের জন্য থাকবে আলাদা চত্বর, পাশাপাশি থাকবে মিডিয়া কর্নার, তথ্যকেন্দ্র এবং নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা।
বইমেলা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের স্টলসহ বিভাগীয় ও জেলা কার্যালয়ে প্রকাশিত সব বইয়ে ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। আয়োজকদের আশা, এ প্রদর্শনী শুধু জ্ঞানচর্চা ও পাঠাভ্যাসকেই উৎসাহিত করবে না, বরং ইসলামী সংস্কৃতির বিস্তার ও গবেষণার ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে।
-শরিফুল
ভাঙ্গায় ১১ ঘণ্টা অবরোধ শেষে ফের নতুন ঘোষণা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে দিনভর চলা মহাসড়ক অবরোধ কর্মসূচি আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি টানা ১১ ঘণ্টা ধরে চলার পর সন্ধ্যা ৬টার দিকে প্রত্যাহার করা হয়। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকেই একইভাবে আবারও অবরোধ কর্মসূচি শুরু হবে।
অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। দীর্ঘ সময় আটকে থাকা যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকে খাবার ও পানির সংকট, দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি পেরিয়ে অবশেষে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে একাধিকবার আলোচনা হলেও তারা তাদের মূল দাবি থেকে সরে আসেননি। ফলে আগামীকাল আবারও মহাসড়ক অবরোধের ঘোষণা অটুট রেখেছে স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের প্রবীণ বাসিন্দা ও পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি), বীর মুক্তিযোদ্ধা মো. ইমারত হোসেন বলেন, “ভাঙ্গা কেবল মানচিত্রের একটি ইউনিয়ন নয়; এটি আমাদের শিকড়, আবেগ আর অস্তিত্বের প্রতীক। প্রশাসন যদি মনে করে আমরা নীরবে অন্যায় সিদ্ধান্ত মেনে নেব, তবে তারা ভুল করছে।”
তিনি আরও বলেন, “আমরা জানি আন্দোলন মানে কষ্ট, যানজট ও ভোগান্তি। তবুও ভাঙ্গাকে রক্ষার প্রশ্নে আপস করার কোনো সুযোগ নেই। প্রয়োজনে দিনের পর দিন আমরা রাস্তায় বসে থাকব, স্লোগানে মুখর করব মহাসড়ক। আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু অবিচার হলে রুখে দাঁড়ানো আমাদের অধিকার। ভাঙ্গাকে বিভক্ত করা মানে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ে আঘাত হানা। আলগী ও হামিরদী ইউনিয়ন ভাঙ্গার অংশ ছিল, ভাঙ্গারই অংশ থাকবে। মানুষকে বিভক্ত করার এই সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। ভাঙ্গাকে রক্ষা করা শুধু আন্দোলনের দাবি নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই। এটাই আমাদের শেষ কথা।”
বুধবার সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ ও সুয়াদী এলাকায় স্থানীয়রা অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। আলগী ও হামিরদী ইউনিয়নের শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। এর ফলে দুই মহাসড়কেই যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ শত শত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে।
গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ইতিমধ্যে এলাকাবাসী একাধিকবার মহাসড়ক অবরোধ করেছে এবং উচ্চ আদালতে রিটও দায়ের করেছে। স্থানীয়রা অভিযোগ করছেন, এ সিদ্ধান্ত তাদের ঐক্য, ইতিহাস ও আত্মপরিচয়ে আঘাত হেনেছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।
-রফিক
আসন পুনর্বিন্যাসে উত্তাল ফরিদপুরের ভাঙ্গা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে এলাকাবাসী। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে স্থানীয়রা ঢাকা–বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা–খুলনা মহাসড়কের মুনসুরাবাদ ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় অবস্থান নেয়। এতে মহাসড়ক দুটিতে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস ও পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তীব্র রোদে কষ্ট এড়াতে আন্দোলনকারীরা মহাসড়কের ওপর সামিয়ানা টানিয়ে দীর্ঘসময় অবস্থান করেন।
অবরোধে অংশ নেওয়া এলাকাবাসী স্পষ্ট জানিয়ে দেন, ভাঙ্গাকে বিভক্ত করার সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবেন না। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অচল রাখার হুঁশিয়ারিও দেন তারা। স্থানীয়দের দাবি, আগে ফরিদপুর–৪ আসনটি গঠিত ছিল ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে, আর ফরিদপুর–২ আসনে অন্তর্ভুক্ত ছিল নগরকান্দা ও সালথা। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন দেশের ৪৬টি আসনের সীমানা পরিবর্তন করে যে গেজেট প্রকাশ করে, তাতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর–৪ থেকে কেটে নিয়ে ফরিদপুর–২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই বিরোধ দেখা দেয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “আমরা অনেকটা অসহায় অবস্থায় আছি। এলাকাবাসী দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়েছে। এত বিপুলসংখ্যক মানুষকে কীভাবে নিয়ন্ত্রণ করব, সেটাই এখন বড় প্রশ্ন।”
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বিষয়টি স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে বলেন, “আন্দোলনকারীদের দাবি জাতীয় পর্যায়ের। স্থানীয় প্রশাসনের এখতিয়ার নেই। তারা যে স্মারকলিপি জমা দিয়েছিল, সেটি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি।”
প্রসঙ্গত, ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর–৪ থেকে ফরিদপুর–২ আসনে যুক্ত করার গেজেট প্রকাশের পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৫ সেপ্টেম্বর এলাকাবাসী দুই দফা সড়ক অবরোধ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় ৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করে ওই গেজেট বাতিলের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠান। ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া না পেয়ে গত মঙ্গলবার বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজনের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
এদিকে, নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি ভিন্ন। ৭ সেপ্টেম্বর আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইন অনুযায়ী সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত হলে তা নিয়ে কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি দৃঢ় কণ্ঠে সতর্ক করে দেন, “বিক্ষোভ–আন্দোলন করেও কোনো লাভ হবে না।”
-রাফসান
সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে। শাহবাগ থানার একটি মামলায় আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খানসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, আবু আলম শহীদ খান ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
অযাচিতভাবে কিছু রাজনৈতিক দল আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, “আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।” তিনি আরও বলেন, “বিএনপি শুরু থেকেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে।”
আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিবার্ষিক সম্মেলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এ সম্মেলনের জন্য নানা আয়োজন রয়েছে। আমরা আশা করছি, অত্যন্ত সফল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।” তিনি আরও বলেন, “সবচেয়ে বড় পাওয়া হলো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আমরা আশাবাদী, সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।”
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি, ভোগান্তিতে গ্রাহক
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণসহ চার দফা দাবিতে ডামুড্যায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে এই কর্মবিরতি শুরু হওয়ায় গ্রাহক সেবাদান কার্যক্রম থমকে গেছে।
ডামুড্যা পল্লী বিদ্যুতের ডিপার্টমেন্টাল ম্যানেজার (ডিজিএম) সুবীর কুমার দত্ত জানান, ৩৭ জন কর্মচারী ছুটির আবেদন করলেও ৩০ জন তাদের স্টেশন ছেড়েছেন। তিনি ও আরও দুজন কর্মকর্তা মিলে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার চেষ্টা করছেন। তবে জরুরি সেবা নিতে আসা গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। গ্রাহক আলমগীর হোসেন বলেন, "আমি সেবা নিতে এসেছিলাম, কিন্তু কোনো লোকজন নেই। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাউকে পাইনি।"
কর্মবিরতির কারণ ও কর্মীদের দাবি
কর্মবিরতির বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মচারী। তারা জানিয়েছেন, গণমাধ্যমের সামনে কথা বললে পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে তাদের শাস্তির আওতায় আনা হতে পারে।
তাদের চার দফা দাবিগুলো হলো:
১. আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করা।
২. সব চুক্তিভিত্তিক কর্মীকে স্থায়ী করা, মামলা প্রত্যাহার এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল করা।
৩. বদলি/বরখাস্তের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন করা এবং ১৭ আগস্ট ২০২৫ থেকে চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পূর্বের কর্মস্থলে পুনর্বহাল করা।
৪. লাইনক্রুদের নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ এবং আন্দোলনকালে যোগদান করতে না পারা পাঁচজন লাইনক্রুকে আগের পদে ফিরিয়ে দেওয়া।
সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে পাগলা ঘোড়া
ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায় একটি পাগলা ঘোড়ার কামড় ও লাথিতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় ঘোড়াটি হঠাৎ করে এমন তাণ্ডব শুরু করে। গত দুই দিন ধরেই এটি বিভিন্ন স্থানে এমন অস্বাভাবিক আচরণ করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী মো. নিজাম খান বলেন, "পাগলা ঘোড়াটি কলেজ রোড থেকে শুরু করে চৌরাস্তা পর্যন্ত এলোমেলোভাবে দৌড়াচ্ছিল। যাকে পাচ্ছে তাকেই কামড়ে কিংবা লাথি মেরে আহত করছে।" তিনি জানান, গত দুই দিনে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাংবাদিক কাজী হাসান ফিরোজ জানান, ঘোড়াটি তাকে কামড়ে আহত করেছে এবং তিনি এখনো ব্যথা অনুভব করছেন।
জলাতঙ্কে আক্রান্ত হওয়ার আশঙ্কা
স্থানীয়দের ধারণা, ঘোড়াটি জলাতঙ্ক রোগে আক্রান্ত হতে পারে। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, "ঘোড়ার কামড়ে আহত হয়ে কয়েকজন আজ হাসপাতালে এসেছিলেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও টিটেনাস দেওয়া হয়েছে। ঘোড়াটির আচরণ দেখে ধারণা করা যাচ্ছে, এটি জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকতে পারে।"
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী বলেন, "ঘোড়াটি গুনবাহা গ্রামে আটক করা হয়েছে বলে জানতে পেরেছি। অফিস থেকে লোক পাঠানো হয়েছে।" তিনি আরও জানান, যদি ঘোড়াটি জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকে, তাহলে ৩-৪ দিনের মধ্যে তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পাঠকের মতামত:
- বাংলাদেশে মিথ্যা মামলা: আইনি প্রতিকার ও প্রতিরোধমূলক কৌশল
- শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে অর্থ পাচারের অভিযোগে নতুন করে আলোড়ন
- বাজার ব্যবস্থাপনায় টেকসই সরবরাহই স্থিতিশীলতার মূলমন্ত্র: শেখ বশির উদ্দিন
- নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
- অপারেশন থিয়েটারের আলো: ছায়াহীন বিস্ময়ের বৈজ্ঞানিক রহস্য
- আজকের মুদ্রা বিনিময় হারের বিশ্লেষণ
- বিশ্বের সবচেয়ে ভয়ংকর পাখি: সাউদার্ন ক্যাসোয়ারির রহস্যময়তা ও আতঙ্ক
- জাকসু নির্বাচনের ফলাফল দেওয়ার সময় জানা গেল
- দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ: আতঙ্কে পরিবার, কঠোর নিরাপত্তায় বাড়ি ঘিরে ফেলল পুলিশ
- ম্যানচেস্টার ডার্বির আগে রুবেন আমোরিমের হুঁশিয়ারি: "আমরা ভিন্ন দল"
- ওল্ড ট্রাফোর্ডে ইতিহাস: ফিল সল্টের ঝড়ো সেঞ্চুরিতে ইংল্যান্ডের রেকর্ড জয়
- কিম জং উনের নতুন সামরিক নীতি: একসাথে পারমাণবিক ও প্রচলিত শক্তি বৃদ্ধির ঘোষণা
- মোদি বনাম ভাগবত: বিজেপি–আরএসএস সম্পর্কে ফাটল
- বোলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড: ব্রাজিলের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা
- ভূমি মন্ত্রণালয়ে বড় নিয়োগ!
- জানুন নিয়মিত সাঁতারের ছয় বড় উপকারিতা
- রাশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের ঝটিকা মিছিল
- আজ রাতে এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ, টিভিতে আরও যা দেখবেন
- ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান তারেক রহমানের
- নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে দাঁড়াল ছাত্রশিবির
- আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- সংসদ ভেঙে দিলেন নেপালের নতুন নারী প্রধানমন্ত্রী, নির্বাচনের তারিখ ঘোষণা
- ৪ দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে ৮ রাজনৈতিক দল
- বাংলাদেশের নির্বাচন নিয়ে কঠিন অঙ্কে ভারত
- জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সংকট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা নিয়ে অনিশ্চয়তা
- গণপরিষদ বা হ্যাঁ-না ভোটের দাবি এবি পার্টির ফুয়াদের
- বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের জটিল সমীকরণ
- ঢাকা ও বিভাগীয় শহরের নামাজের সময় ঘোষণা
- বায়তুল মোকাররমে শুরু হলো মাসব্যাপী ইসলামি বইমেলা
- কুরআন, উপহার ও দিকনির্দেশনা: ভিন্নধর্মী নবীনবরণ বেরোবিতে
- বাংলাদেশে চীনা বিনিয়োগে রেকর্ড প্রবৃদ্ধি
- লন্ডনে মাহফুজ আলমকে লক্ষ্য করে হামলার চেষ্টা
- নেপালে অন্তর্বর্তী সরকার, নেতৃত্বে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি
- উন্নয়ন, নিরাপত্তা ও ভূরাজনীতি: জাপান–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ সমীকরণ
- এফটির তথ্যচিত্র: শেখ হাসিনার আমলে বাংলাদেশের হারানো বিলিয়ন ডলারের গল্প
- ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
- হাসিনা, রাজাপাকসে, শর্মা–এর পর কি এবার মোদি? মণিপুরের অস্থিরতায় দিল্লিতে কাঁপন
- ডাকসু নির্বাচন কি জাতীয় রাজনীতির পূর্বাভাস? জানালেন পিনাকী ভট্টাচার্য
- ঢাকার বাজারে নিত্যপণ্যের দাম: কোন পণ্য বেড়েছে, কোথায় মিলছে স্বস্তি
- জাহাঙ্গীরনগরে রাতভর ভোট গণনা, বিক্ষোভ ও বর্জনে উত্তপ্ত ক্যাম্পাস
- নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ: নিহত ৩৪, আহত দেড় হাজারের বেশি
- জাকসু ভোট গণনায় ট্র্যাজেডি: দায়িত্ব পালনে এসে সহকারী অধ্যাপকের মৃত্যু
- UNHRC-তে মুখোমুখি ভারত–সুইজারল্যান্ড, পাকিস্তানকে আক্রমণ দিল্লির
- দুর্বল পাঁচ ব্যাংক একীভূতকরণ, উদ্যোক্তাদের সব শেয়ার বাজেয়াপ্ত
- জাকসু নির্বাচনী দায়িত্বে শিক্ষকের মৃত্যু
- লিটনের ব্যাটে স্মার্ট জয়: হংকংকে উড়িয়ে দিল বাংলাদেশ
- ফাউন্ডেশনাল ইলেকশন সামনে: জুলাই সনদ বাস্তবায়নে জোর দিলেন ড. ইউনূস
- ঢাকা স্টক এক্সচেঞ্জে ঝড়ের উত্থান: ২৮২ শেয়ার দাম বাড়ল, লেনদেনে রেকর্ড ৭৭৮ কোটি টাকা!
- এফটির তথ্যচিত্র: শেখ হাসিনার আমলে বাংলাদেশের হারানো বিলিয়ন ডলারের গল্প
- উন্নয়ন, নিরাপত্তা ও ভূরাজনীতি: জাপান–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ সমীকরণ
- ডাকসু নির্বাচনের ভোট শেষ, ফলাফলের আগে অস্থির ঢাবি—পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিবেশ
- নেপালে অন্তর্বর্তী সরকার, নেতৃত্বে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলের অঙ্গীকার জরুরি: বিএনপি নেতা সালাহউদ্দিন
- ডাকসু নির্বাচন: ৪৭১ প্রার্থী, ৩৯ হাজার ভোটার, টানটান নিরাপত্তায় উৎসবমুখর ভোটযুদ্ধ
- ফাউন্ডেশনাল ইলেকশন সামনে: জুলাই সনদ বাস্তবায়নে জোর দিলেন ড. ইউনূস
- নেপালে অস্থিরতা: বাংলাদেশি নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দূতাবাসের
- লিটনের ব্যাটে স্মার্ট জয়: হংকংকে উড়িয়ে দিল বাংলাদেশ
- প্রথমবার আস্থা ভোটে প্রধানমন্ত্রী বিদায়, ইতিহাস গড়ল ফ্রান্স
- শেখ হাসিনার উত্তরাধিকার প্রশ্ন: আওয়ামী লীগের সামনে এক অমীমাংসিত সংকট
- জাকসু নির্বাচন: প্রার্থীদের জন্য আজ বাধ্যতামূলক ডোপ টেস্ট
- উটাহে চার্লি কার্ক হত্যা: রাজনৈতিক সহিংসতার নতুন ধাক্কায় আমেরিকার গণতন্ত্র ও নিরাপত্তা নিয়ে শঙ্কা
- নিরাপদ কাতারেও হামলা! দোহায় ইসরাইলি হামলায় তোলপাড় আরব বিশ্ব