চাঁদাবাজ যত বড়ই হোক, ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৭:৫৫:৩৬
চাঁদাবাজ যত বড়ই হোক, ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যেই হোক, চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাঁদাবাজির বিষয়টি আপনারা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন। গুলশানে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেই হোক না কেন, প্রভাবশালী বা বড় পরিচয়ের অধিকারী হলেও কাউকেই ছাড় দেওয়া হবে না।’

কেউ কেউ নিজেদের 'সমন্বয়ক' পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি আগেই বলেছি, যত পরিচয়ই থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।’

জাতীয় নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, ‘আগস্ট মাস থেকে ধাপে ধাপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে।’

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদক বহনকারীদের ধরা যাচ্ছে, কিন্তু গডফাদাররা এখনও অধরা। তাদেরও ধরতে সক্রিয় চেষ্টা চলছে।’

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ