নুসরাত ফারিয়ার খোলামেলা স্বীকারোক্তি: ভেতর থেকে ধ্বংস হয়ে যাচ্ছি!

সময়টা ভালো যাচ্ছে না ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার। কিছুদিন আগেই তাকে দেখা যায়নি কোনো কাজের ময়দানে। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন এবং ধীরে ধীরে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এখন তার প্রয়োজন মানসিক ও শারীরিক বিশ্রাম।
সম্প্রতি জ্বরে আক্রান্ত হন ফারিয়া। এরই মধ্যে মানসিক চাপ এবং এক ধরনের নিঃসঙ্গতার সঙ্গে লড়ছেন বলেই জানান তিনি। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি স্পষ্টভাবে সেই সংকটের ইঙ্গিত দেন।
স্ট্যাটাসে ফারিয়া লেখেন, “ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়। আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।”
তিনি আরও লিখেছেন, “আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে—যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না। এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা—এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।”
নুসরাত ফারিয়া দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত। সর্বশেষ তাকে দেখা গেছে গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জ্বীন ৩’ সিনেমায়। এরপর থেকে আর কোনো নতুন প্রজেক্টে কাজ করতে দেখা যায়নি তাকে।
ব্যক্তিজীবনে কিছু কঠিন সময় পার করে নতুন করে নিজেকে গুছিয়ে নিতে চাইছেন এই অভিনেত্রী। মানসিক ভারসাম্য রক্ষা এবং স্বাভাবিক জীবনে ফেরাই এখন তার প্রধান লক্ষ্য।
/আশিক
শান্তির পুরস্কার চাইছেন, অথচ ঝামেলা পাকাচ্ছেন’ সালমানের খোঁচা ট্রাম্পকে
বলিউড সুপারস্টার সালমান খান তার জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম সিজন সঞ্চালনা করছেন। সম্প্রতি শনিবারের (৬ সেপ্টেম্বর) পর্বে তিনি এক মন্তব্যের মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি সরাসরি নাম না নিলেও, তার মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বলেই মনে করছেন দর্শক ও নেটিজেনরা।
‘বিগ বস’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে সালমান এক প্রতিযোগী ফারহানা ভাটের ওপর ক্ষোভ প্রকাশ করেন। ফারহানা নিজেকে ‘শান্তি কর্মী’ হিসেবে পরিচয় দিলেও, তার ঝগড়া উসকে দেওয়া ও তুচ্ছ বিষয়ে সমস্যা তৈরির অভ্যাস নিয়ে সালমান তাকে তিরস্কার করেন। ভর্ৎসনা করতে গিয়েই হঠাৎ তিনি মন্তব্য করেন, “যে সবচেয়ে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তিতে পুরস্কার (নোবেল) চাইছে!”
সালমান সরাসরি ট্রাম্পের নাম না নিলেও, দর্শক ও নেটিজেনরা সঙ্গে সঙ্গেই বুঝে যান তার ইঙ্গিত আসলে ট্রাম্পের দিকেই। কারণ, গত কয়েক মাস ধরে ট্রাম্প একাধিক আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটানোর দাবি করে আসছেন। তার সমর্থকেরা তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি তুলেছেন। সালমানের এক লাইনের মন্তব্যে যেন গোটা বিতর্কই উঠে আসে।
নতুন এই পর্বটি সম্প্রচারের পর মুহূর্তেই ভাইরাল হয় সালমানের সেই মন্তব্য। টুইটার থেকে রেডিট—সর্বত্র ছড়িয়ে পড়ে ভিডিওটি। এক নেটিজেন মজা করে লিখেছেন, “সালমান আসলেই নিউজ দেখে নাকি!”
উল্লেখ্য, রিয়েলিটি শো-এর পাশাপাশি সালমান খান বড় পর্দাতেও সমানভাবে সক্রিয়। বিগ বসের শুটিংয়ের ফাঁকেই তিনি ব্যস্ত আছেন পরিচালক অপূর্ব লাখিয়ার যুদ্ধভিত্তিক ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিংয়ে।
পঞ্চগড়ের সফল মানুষ সারজিস আলম হয়ে যায়: জয়
দেশের আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এবার পঞ্চগড় ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমকে নিয়ে একটি পোস্ট করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “পঞ্চগড়-দিনাজপুরের মানুষেরা একজন কাজ করে সাতজন খায়। দুষ্ট লোক কম। সফল হওয়ার রেটিং কম তবে যে সফল হয় সে সরাসরি সারজিস আলম হয়ে যায়।”
জয়ের এই পোস্টকে তার অনুরাগীরা হাস্যরস হিসেবেই দেখছেন। অনেকেই এই পোস্টে ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “ভাই আমাদের ভোলা নিয়ে কিছু লেখেন।” কারো মন্তব্য, “ঠিকই বলেছেন।” আবার কেউ প্রশ্ন করেছেন, “প্রশংসা করলেন না বদনাম?” তবে কেউ কেউ এই পোস্টের বিরুদ্ধে কটাক্ষ করেও মন্তব্য করেছেন।
উল্লেখ্য, শাহরিয়ার নাজিম জয়কে সর্বশেষ ওটিটি সিরিজ ‘পাপ কাহিনী’-তে দেখা গেছে, যেখানে তিনি মূল ভূমিকায় অভিনয় করেছেন এবং নিজেই এটি নির্মাণ করেছেন। সিরিজটি গত ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায়।
ঢালিউডে শাকিব খানের ছবিতে আসছেন ‘অ্যানিমেল’ সিনেমার ডিওপি
শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’-এ চিত্রগ্রহণ পরিচালক (ডিওপি) হিসেবে কাজ করবেন বলিউডের খ্যাতনামা সিনেমাটোগ্রাফার অমিত রায়। ‘অ্যানিমেল’, ‘ডানকি’, ‘সরকার’-এর মতো একাধিক আলোচিত ছবির জন্য পরিচিত এই ডিওপিকে যুক্ত করার খবরটি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। তারা জানিয়েছে, “প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে; যা দর্শকদের জন্য হবে এক ভিন্ন ভিজ্যুয়াল অভিজ্ঞতা।”
অমিত রায় কত টাকায় এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। বলিউড সূত্রে জানা গেছে, সিনেমার ধরন ও বাজেট ভেদে অমিত রায়ের পারিশ্রমিক ২০ লাখ থেকে এক কোটি রুপি পর্যন্ত হয়ে থাকে। ‘প্রিন্স’-এর জন্য প্রায় ৪০ দিনের শিডিউলে তিনি নিচ্ছেন বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকা।
বলিউডে ২০০০ সালে রামগোপাল ভার্মার হাত ধরে অমিত রায়ের যাত্রা শুরু হয়। ২০০৩ সালে ‘ডরনা জরুরি হ্যায়’ ছবির একটি দৃশ্যে তার নির্মাণশৈলী মুগ্ধ করেছিল অনেককে। মাত্র ৩০০ টাকার একটি ফিল্টার ব্যবহার করে তিনি এমন এক ভিজ্যুয়াল তৈরি করেছিলেন, যা সাধারণত ব্যয়সাপেক্ষ পোস্ট-প্রোডাকশনে করা হয়ে থাকে। সেই মুহূর্ত থেকেই বলিউডে নিজের জায়গা পাকা করে নেন তিনি।
এরপর আর পেছনে তাকাতে হয়নি। ‘সরকার’, ‘সরকার রাজ’, ‘লাভ আজকাল’, ‘দম মারো দম’, ‘ডানকি’ থেকে শুরু করে সাম্প্রতিক সুপারহিট ‘অ্যানিমেল’—সবখানেই তিনি দেখিয়েছেন তার ভিজ্যুয়াল ম্যাজিক। এমন একজন ডিওপিকে ঢালিউডে যুক্ত হওয়া শিল্পের জন্য বড় সংযোজন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
শাকিব খানের ‘প্রিন্স’ ছবিটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। শিরিন সুলতানার প্রযোজনায় এই ছবিতে তিন নায়িকা থাকছেন, যাদের মধ্যে দুজন পরিচিত ও একজন নতুন মুখ। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে।
২৩টি দৃশ্যে সেন্সর বোর্ডের কোপ: বিতর্কিত ‘বাগি ফোর’ কি পারবে দর্শকদের মন জয় করতে?
প্রেম, প্রতিশোধ এবং ধুন্ধুমার অ্যাকশন নিয়ে হাজির হয়েছে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘বাগি ফোর’। সদ্য প্রকাশিত টিজারেই সিনেমাটি দর্শকদের মাঝে আলোচনার ঝড় তুলেছে। তবে ছবিটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা বাড়লেও, ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড এই সিনেমার ছাড়পত্র দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিনেমার মোট ২৩টি দৃশ্যে কাঁচি চালানো হয়েছে। ছবির একাধিক সংলাপে গালাগাল, রক্তাক্ত ও হাড়হিম করা অ্যাকশন সিকোয়েন্স, এমনকি অন্তরঙ্গ দৃশ্যও দেখানো হয়েছে, যে কারণে তেইশটি দৃশ্যের কিছু অংশ পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে, আবার কোনোটা পুরোপুরি ছাঁটাই করে দেওয়া হয়েছে।
এছাড়া, ছবির একটি দৃশ্যে যীশু মূর্তিতে ছুরিকাঘাত করা এবং অন্য একটি দৃশ্যে এক চরিত্রকে কফিনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়, এই দুটি দৃশ্যও পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। ‘ইয়ে মেরা হুসন’ গানের একটি দৃশ্যে সঞ্জয় দত্তকে তার কাটা হাতে সিগারেট জ্বালাতে দেখা যায়, যা সেন্সর বোর্ডের নির্দেশে ছেঁটে ফেলা হয়েছে। অশ্লীল সংলাপগুলোও ‘মিউট’ করে দেওয়া হয়েছে।
তবে শেষমেশ, সেন্সর বোর্ড ‘বাগি ফোর’-কে ‘এ’ সার্টিফিকেট দিয়ে মুক্তির ছাড়পত্র দিয়েছে। এ. হর্ষের পরিচালনায় নির্মিত এই ছবিতে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের পাশাপাশি সোনম বাজওয়া, হরনাজ সান্ধু, সুনিত মোরারজিসহ আরও অনেকে অভিনয় করেছেন।
নতুন ছবিতে শাহরুখের নতুন লুক
বলিউড বাদশাহ শাহরুখ খান তার বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ দিয়ে আবারও ফিরছেন। আর এরই মাঝে সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া একটি ছবিতে একেবারে নতুন অবতারে ধরা দিলেন তিনি। ধূসর-সাদা স্পাইক কাটের চুল এবং সাদা টি-শার্ট পরা অবস্থায় দেখা যায় কিং খানকে। মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই লুক, যা দেখে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, এবার কোন চমক নিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ?
সম্প্রতি ফাঁস হওয়া ছবিতে শাহরুখের পাকা চুল ও ক্যাজুয়াল পোশাক দেখে নেটদুনিয়ায় প্রশংসার বন্যা বয়ে গেছে। এক ভক্ত লিখেছেন, ‘বয়স তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে!’ আরেকজন লিখেছেন, ‘উফ, কিং ইজ ব্যাক ইন স্টাইল।’ কেউ কেউ আবার রসিকতা করে বলেছেন, ‘এই লোকটা কি আদৌ বুড়ো হচ্ছে?’
২০২৩ সালের পর শাহরুখের বড় পর্দায় ফেরা হচ্ছে ‘কিং’ ছবি দিয়ে। এই ছবিতে তিনি প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করছেন। ২০২৬ সালে মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলারটি। এতে আরও অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা এবং রাঘব জুয়েল।
মুম্বাই পুলিশের তদন্তের মুখে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে বিনিয়োগের নামে ৬০ কোটি রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে। মামলাটি তদন্ত করছে অর্থনৈতিক অপরাধ দমন শাখা (EOW)।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই তারকা দম্পতি তাদের বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড–এর ব্যবসা সম্প্রসারণের নামে অর্থ সংগ্রহ করেন। ভুক্তভোগী ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে শিল্পা ও রাজ বারবার বিনিয়োগের প্রস্তাব দিয়ে তার কাছ থেকে মোট ৬০ কোটি রুপি নেন।
প্রথমে অর্থটি ঋণ হিসেবে নেওয়া হয়েছিল বলে দাবি করা হলেও পরে সেটিকে বিনিয়োগ হিসেবে দেখানো হয়। অভিযোগ রয়েছে, এই কৌশল মূলত কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আরও অভিযোগ করা হয় যে, বিপুল অঙ্কের অর্থ ব্যবসার উন্নয়নে নয়, বরং ব্যক্তিগত খরচে ব্যয় করা হয়েছে।
এদিকে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা সকল অভিযোগ অস্বীকার করেছেন। এক বিবৃতিতে তারা জানান, “এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিদ্বেষপ্রসূত। আমাদের মানহানি করার জন্যই এটি পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে।” তাদের মতে, অভিযোগগুলো বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না এবং আইনগতভাবে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করবেন।
মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা অভিযোগকারী ব্যবসায়ী ও সংক্রান্ত আর্থিক নথিপত্র সংগ্রহ করছেন। একই সঙ্গে দম্পতির সাবেক কোম্পানির আর্থিক কার্যক্রমও খতিয়ে দেখা হচ্ছে।
-শরিফুল
নাচই বদলে দিল ধনশ্রীর জীবন
দাঁতের চিকিৎসা থেকে শুরু করে নৃত্যের জগৎ—ধনশ্রী ভার্মার জীবনের পথচলা নিঃসন্দেহে অনন্য। অনেকেই তাকে চেনেন জনপ্রিয় কোরিওগ্রাফার, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী মুখ বা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী হিসেবে। তবে খুব কম মানুষই জানেন তার পেশাগত যাত্রার সেই অজানা অধ্যায়, যা শুরু হয়েছিল একজন দন্তচিকিৎসক হিসেবে।
মুম্বাইয়ে জন্ম নেওয়া ধনশ্রী মূলত দাঁতের চিকিৎসা নিয়ে পড়াশোনা করেছেন। স্নাতক শেষে তিনি কিছুদিন ক্লিনিকে কাজও করেন। তবে তার অন্তরের টান সবসময় ছিল নাচের মঞ্চের প্রতি। পড়াশোনার পাশাপাশি তিনি প্রশিক্ষিত শাস্ত্রীয় ও আধুনিক নৃত্যকলায়, যা তাকে ধীরে ধীরে নিয়ে যায় একেবারে নতুন এক জগতে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাচের ভিডিও শেয়ার করেই ধনশ্রী দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তার নৃত্যনৈপুণ্য, আকর্ষণীয় উপস্থাপনা এবং অনন্য কোরিওগ্রাফি তাকে ভক্তদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তোলে। বর্তমানে ইউটিউব ও ইনস্টাগ্রামে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে, যেখানে প্রতিটি ভিডিও কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন ভিউ অর্জন করে।
কেবল কোরিওগ্রাফার হিসেবেই নয়, একজন সফল কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও ধনশ্রী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নাচের প্রতি ভালোবাসাকে তিনি রূপান্তরিত করেছেন পেশায়, আর সেই সূত্রেই ধীরে ধীরে বলিউডের সঙ্গেও যুক্ত হয়েছেন। বিভিন্ন মিউজিক ভিডিও ও নৃত্যশিল্পীদের সঙ্গে তার সহযোগিতা তাকে আরও সমৃদ্ধ করেছে।
ধনশ্রীর যাত্রা একদিকে যেমন তার অধ্যবসায় ও প্রতিভার প্রতিফলন, তেমনি অন্যদিকে প্রমাণ করে কীভাবে নিজের ভেতরের স্বপ্নকে সাহসের সঙ্গে অনুসরণ করলে জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হয়। দাঁতের চিকিৎসক থেকে কোরিওগ্রাফার ও সোশ্যাল মিডিয়া আইকন—তার জীবনকাহিনি নিঃসন্দেহে তরুণ প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা।
-শারমিন সুলতানা
মা-কন্যার অনন্য বন্ধন: সুস্মিতা সেনের পোস্টে মুগ্ধ ভক্তরা
বলিউডের জনপ্রিয় তারকা ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন সবসময়ই নিজের ব্যক্তিত্ব, সৌন্দর্য ও মানবিকতার জন্য অনন্য। সম্প্রতি তিনি আবারও প্রমাণ করলেন মাতৃত্বের গভীর আবেগ কেমন হতে পারে। বড় মেয়ে রেনে সেনের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তার আবেগঘন পোস্ট ভক্তদের মন ছুঁয়ে গেছে।
ইনস্টাগ্রামে দুইটি আকর্ষণীয় ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, “উফফফফ!!!! অ্যাটিটিউড কখনো প্রতিযোগিতা করে না... এটি নিজের জায়গায় গিয়ে জয়ী হয়! আমি তোমাকে ভালোবাসি, জন্মদিনের মেয়ে @reneesen47। অসাধারণ!!! #duggadugga #maa”। এই ক্যাপশন শুধু শুভেচ্ছা নয়, বরং কন্যাকে নিয়ে তার গর্ব ও ভালবাসার অকপট প্রকাশ।
শেয়ার করা ছবিগুলোতে রেনের পরিশীলিত সৌন্দর্য ও আত্মবিশ্বাস ফুটে উঠেছে। একটি ছবিতে তাকে দেখা যায় কালো রঙের ক্লাসিক পোশাকে, যেখানে রয়েছে সাহসী স্লিট ডিজাইন। সাজসজ্জা ছিল ন্যূনতম, যা তার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে। অন্য ছবিতে রেনেকে দেখা যায় ঝলমলে সিকুইনড ড্রেসে, সাথে হাই হিল—যেখানে তিনি আধুনিক আভিজাত্য ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন।
মা-কন্যার এই আন্তরিক মুহূর্ত ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বহুজন মন্তব্য করেছেন যে, রেনে শুধু সুস্মিতার কন্যাই নন, বরং তিনি নিজস্ব পরিচয় গড়ে তোলার পথে এগিয়ে চলেছেন। রেনে নিজেও একাধিকবার প্রকাশ করেছেন যে তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা সুস্মিতা।
অন্যদিকে, পেশাগত দিক থেকেও সুস্মিতা সমান ব্যস্ত। ‘তালি’ ওয়েব সিরিজে তিনি রূপান্তরকামী অধিকারকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এরপর ‘আর্যা ৩’-এ আবারও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে প্রমাণ করেছেন, তিনি কেবল গ্ল্যামারের প্রতীক নন, বরং অর্থবহ চরিত্রে অভিনয়ের ক্ষেত্রেও সমান দক্ষ।
এই জন্মদিনের শুভেচ্ছা পোস্ট শুধু মা-মেয়ের ভালোবাসার গল্পই নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে নারীর শক্তি, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার এক সুন্দর প্রতিফলন।
-শারমিন সুলতানা
হঠাৎ স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন! মোনালি ঠাকুরের সংসারে ভাঙনের সুর?
জনপ্রিয় ভারতীয় গায়িকা মোনালি ঠাকুরের সঙ্গে তার বিদেশি স্বামী মাইক রিচটের সংসার ভাঙতে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। মাইক রিচট সুইজারল্যান্ডের একজন রেস্তোরাঁ মালিক। যদিও এ বিষয়ে মোনালি এখনো কিছু স্পষ্ট করেননি, তবে তার সাম্প্রতিক কার্যকলাপ এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
হিন্দুস্তান টাইমস বলছে, দুজনের মধ্যে দূরত্বের কারণে দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরেছে। জানা গেছে, এরই মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি। মোনালি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন এবং তাদের একসঙ্গে তোলা সব ছবি মুছে ফেলেছেন।
গায়িকার ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত বছর মোনালির মায়ের মৃত্যুর সময় থেকেই তাদের দুজনের মধ্যে সম্পর্কের ফাটল স্পষ্ট হয়ে ওঠে। তখন থেকেই তাদের মধ্যে কোনো যোগাযোগ বা বোঝাপড়া নেই বললেই চলে। কয়েক বছরের ব্যবধানে তাদের সম্পর্ক এতটাই বদলে গেছে যে এখন আর তারা স্বামী-স্ত্রী হিসেবে নয়, সম্পূর্ণ আলাদা পথের যাত্রী। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা আসতে পারে বলেও সূত্রটি জানিয়েছে।
২০১৭ সালে একটি ট্রিপে মোনালি ও মাইকের প্রথম পরিচয় হয়। সেখান থেকে প্রেম, এবং পরে গোপনে বিয়ে করেন তারা। দীর্ঘ তিন বছর চুপ থাকার পর ২০২০ সালে গায়িকা নিজেই বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হলো না।
পাঠকের মতামত:
- ‘প্রতিযোগিতা বাড়িয়েই উন্নত হবে সেবা’—উপদেষ্টা এস কে বশির
- ইউএস ওপেনে নতুন সম্রাটের দাপট: আলকারাজের দ্বিতীয় শিরোপা
- বিশ্বকাপ বাছাইপর্বের রঙিন রাত: স্পেনের দাপট, জার্মানির জয়, ডিপাইয়ের ইতিহাস
- গুপ্ত রাজনীতি আর সন্ত্রাস নয়: উমামা ফাতেমা
- ভিত্তিহীন তথ্য ছড়িয়ে নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা: সেনাবাহিনী
- কক্সবাজার সৈকতে ক্রিকেটার মুশফিকুরের ভাতিজার মর্মান্তিক মৃত্যু
- শেখ হাসিনার উত্তরাধিকার প্রশ্ন: আওয়ামী লীগের সামনে এক অমীমাংসিত সংকট
- হাঁটার জাদু: সপ্তাহে পাঁচ দিনেই দূরে রাখুন হৃদরোগ ও চাপ
- রাশিয়ার নজিরবিহীন হামলার পর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের
- কপ-৩০ ঘিরে ব্রাজিলের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার বাংলাদেশের
- জুলাই সনদ বাস্তবায়নের পথে নতুন রূপরেখা চূড়ান্ত
- রঙিন প্রচারণায় বর্ণিল ডাকসু—ভোট মঙ্গলবার
- আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
- হামাসকে আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলের
- হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ
- জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও মাসিক ভাতা দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা
- চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি, ভোগান্তিতে গ্রাহক
- সুস্থ ফুসফুসের জন্য যে ৫ খাবার এড়িয়ে চলা জরুরি
- চবিতে চতুর্মুখী আন্দোলন, উত্তাল ক্যাম্পাস
- শান্তির পুরস্কার চাইছেন, অথচ ঝামেলা পাকাচ্ছেন’ সালমানের খোঁচা ট্রাম্পকে
- ভিপি পদে জনপ্রিয়তার শীর্ষে ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল
- বিবিএসের প্রতিবেদন: ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি
- কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান
- ওসমান হাদির নামে ভিন্ন যুগলের ব্যক্তিগত মুহূর্তের ফুটেজ ভাইরাল
- আওয়ামী লীগ নেতারা মুক্তিযুদ্ধে অংশ নেয়নি: বদরুদ্দীন উমরের বিস্ফোরক মন্তব্য
- সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে পাগলা ঘোড়া
- নির্বাচন ঠেকাতে পারবে না কোনো শক্তি: প্রধান উপদেষ্টার প্রেসসচিব
- রাশিয়া-ইউক্রেন সংকটে নতুন মোড়: বাফার জোনের নিরাপত্তার দায়িত্বে কি বাংলাদেশ?
- ডাকসু নির্বাচন: শেষ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা
- পঞ্চগড়ের সফল মানুষ সারজিস আলম হয়ে যায়: জয়
- অবসরের পর সাকিব আল হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্র মাতাবেন মাহমুদউল্লাহ রিয়াদ
- গণতন্ত্রের জন্য জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য: রিজওয়ানা হাসান
- ইলিশের বাজারে আগুন: দুই বছরে চাঁদপুরে দাম বেড়েছে দ্বিগুণ
- ঢালিউডে শাকিব খানের ছবিতে আসছেন ‘অ্যানিমেল’ সিনেমার ডিওপি
- ডিএসই’র বাজার প্রতিবেদন: এক নজরে আজকের লেনদেন
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা
- রাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রদল
- ডিএসই ও সিএসইতে সূচকের বড় উত্থান, লেনদেন শুরু ইতিবাচক ধারায়
- শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই: কাদের সিদ্দিকী
- এশিয়া কাপের আগে বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার খোঁচা, যা বললেন জাকের আলী
- ডিএসইতে নিম্নমুখী প্রবণতায় পুবালী ব্যাংক
- সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার
- লেনদেনহীন ২২ বন্ড, সীমিত লেনদেনে এগিয়ে দু’টি
- চাপের মুখে পদত্যাগ, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু
- লন্ডনের স্বর্ণবাজারে আসছে ‘ডিজিটাল স্বর্ণ’, বদলাবে লেনদেন পদ্ধতি
- ড. ইউনূস সরকারের পদত্যাগের দাবি
- রাজনৈতিক দলের নেতাদের তেল দেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া বার্তা
- যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আস্থার শীর্ষে এএইচজেড
- ঢাকা স্টক এক্সচেঞ্জে ভ্যালু, ভলিউম ও ট্রেডে শীর্ষ ২০ কোম্পানি
- ডিএসই–৩০ সূচকের শীর্ষ কোম্পানিগুলোর লেনদেনের চিত্র
- ০১ সেপ্টেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১ সেপ্টেম্বর শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে ফিরল স্বস্তি, শীর্ষে থাকা কোম্পানির তালিকা প্রকাশ
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০২৪ সালের নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- গোয়ালন্দে কবর অবমাননার ঘটনায় অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা
- নোয়াখালীর সাবেক চেয়ারম্যান মিজানুরের অবৈধ সম্পদের পাহাড়
- “তারেক রহমানের নেতৃত্বেই ঐক্য সম্ভব”
- দেড় বছর পর ঢাকায় স্থায়ী রাষ্ট্রদূত পাচ্ছে যুক্তরাষ্ট্র
- ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ০২ সেপ্টেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশি ওষুধের সাফল্য: যুক্তরাজ্যে রেনেটার নতুন পদচারণা