সিলেট-সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান, কোটি টাকার পণ্য জব্দ

সিলেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ২০:২৩:৪৩
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান, কোটি টাকার পণ্য জব্দ
ছবি: দৈনিক সিলেট

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২২ জুলাই) রাত থেকে বুধবার (২৩ জুলাই) ভোর পর্যন্ত ৪৮ বিজিবির বিভিন্ন বিওপি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবির সূত্রে জানা গেছে, কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথর কোয়ারি, বাংলাবাজার ও পান্থুমাই সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে—ভারতীয় ওষুধ, ক্রীম, ফেসওয়াশ, চকলেট, সুপারি, গরু, জিরা, বিড়ি, ভিক্স, রেক্সোনা, বডি স্প্রে, মুভ অয়েন্টমেন্ট, গুড়া দুধ, শ্যাম্পু, অলিভ অয়েল, সাবান, টায়ারসহ নানা পণ্য।

এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে রসুন, শিং মাছ এবং সীমান্ত এলাকার কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকাও জব্দ করা হয়েছে। বিজিবির হিসাবে জব্দকৃত এসব পণ্যের মোট মূল্য ২ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বাত্মক অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ