বাংলাদেশি তরুণদের কে-পপ মঞ্চে আন্তর্জাতিক সম্ভাবনা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১০:৩০:০৩
বাংলাদেশি তরুণদের কে-পপ মঞ্চে আন্তর্জাতিক সম্ভাবনা
ছবিঃ সত্য নিউজ

ঢাকায় অনুষ্ঠিত কে-পপ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস। দেশজুড়ে কোরিয়ান সংস্কৃতি ও কে-পপ সঙ্গীতের প্রতি তরুণদের ক্রমবর্ধমান আগ্রহের প্রমাণ মিলেছে এবারের জমজমাট আয়োজনে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়, আইইউবি (IUB)–এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেন, যাঁদের মধ্যে অধিকাংশই তরুণ ও কোরিয়ান সংস্কৃতির ভক্ত। এবারে মোট ১০৫টি ভিডিও জমা পড়ে, যেগুলোর মধ্যে থেকে ১৫টি দলকে মঞ্চে পারফর্ম করার জন্য বাছাই করা হয়।

১৯ জুলাই আইইউবি (IUB) অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেয় রুধিন, এইচএইচএসবিডি, হৃদিতা মৈত্র, অ্যা-মেজ, ওমাডা, তাহানা প্রিয়ন্তী, রাখুজান ক্ল্যান, নাইট সিস্টারস, লুমেন-আই, আকু-বি, লাজিনা চৌধুরী, লস্ট ডাইনাস্টি, হেভেন’স ল’’, লাস্ট মিন৮ ও রেনেসাস নামের দলগুলো।

এর মধ্যে সেরা পাঁচটি দলকে পুরস্কৃত করা হয়। এই বিজয়ীরা যদি আন্তর্জাতিক আয়োজকদের চূড়ান্ত নির্বাচনে উত্তীর্ণ হন, তবে তারা আমন্ত্রণ পাবেন কোরিয়ার চাংওয়ানে অনুষ্ঠিতব্য ২০২৫ কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা।

অনুষ্ঠানে কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-শিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি তরুণ-তরুণীর প্রশংসা করেন এবং বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, কারণ এর যুবসমাজ মেধাবী, উদ্যমী এবং নিজেদের জীবন ও দেশকে এগিয়ে নিতে আগ্রহী। আমি আশাবাদী, এদের স্বপ্ন একদিন সত্যি হবে।”

তিনি আরও জানান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করতে দূতাবাস নিয়মিত কোরিয়ান চলচ্চিত্র উৎসব, কনসার্টসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এই ধরনের আয়োজন দুই দেশের মানুষের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্ব বাড়িয়ে তুলছে।

দূতাবাস সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছে, প্রতিযোগীদের সৃজনশীল কাজ সবাইকে অনুপ্রাণিত করবে এবং বর্তমান কঠিন সময়ে আশার আলো জ্বালাবে।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ