শান্তিতে ঘুমান ধরমজি বলে বলিউড কিং খান জানালেন শেষ শ্রদ্ধা

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকে ভাসছে বলিউড তথা পুরো ভারতীয় সিনেমাপ্রেমীরা। সোমবার সকালে নিজ বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর এই চলে যাওয়ায় ভারতীয় চলচ্চিত্রের এক সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।
অভিনেতার বিদায়ে শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান পর্যন্ত সবাই। বিশেষ করে ধর্মেন্দ্রকে নিয়ে আবেগঘন এক পোস্টে কিং খান লিখেছেন শান্তিতে ঘুমান ধরমজি। তিনি উল্লেখ করেন আপনি আমার কাছে বাবার মতো ছিলেন। শাহরুখ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ।
বলিউড বাদশাহ তাঁর শোকবার্তায় আরও বলেন শুধু পরিবারের জন্য নয় বরং সারা বিশ্বের সিনেমা ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি। তিনি বিশ্বাস করেন ধর্মেন্দ্র অমর এবং তাঁর আত্মা তাঁর চলচ্চিত্র এবং সুন্দর পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। সবশেষে তিনি বলেন আপনাকে সব সময় ভালোবাসব।
পাঞ্জাবের সাহনেওয়াল থেকে এসে মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়া ধর্মেন্দ্র ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। পদ্মভূষণ সম্মানে ভূষিত এই অভিনেতা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। অ্যাকশন থেকে কমেডি সব চরিত্রেই সাবলীল ছিলেন বলিউডের এই জনপ্রিয় হি ম্যান।
ভারতীয় সিনেমার টাকা নিয়ে প্রযোজককে আইনি চ্যালেঞ্জ ছুড়লেন তিশা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি ভারতীয় পরিচালক এম এন রাজের ভালোবাসার মরশুম সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুল তথ্য ও গুজব নিয়ে মুখ খুলেছেন। এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও রটনা বলে দাবি করেছেন তিশা। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই বিবৃতিতে তিনি পুরো ঘটনার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।
তানজিন তিশা জানিয়েছেন চুক্তিপত্র অনুযায়ী তাঁর বিদেশ ভ্রমণ সংক্রান্ত যাবতীয় দায়িত্ব যেমন ভিসা করানো ফ্লাইটের টিকিট এবং সেখানে থাকা খাওয়ার সকল দায় দায়িত্ব পরিচালক ও প্রযোজকের ওপর ন্যস্ত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পরিচালক ও প্রযোজনা সংস্থা তাঁর ভিসা করাতে পারেনি। অভিনেত্রী নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করেও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হন। তিনি স্পষ্ট করে বলেন ভিসা সংক্রান্ত জটিলতা যেহেতু চুক্তিপত্র অনুযায়ী পরিচালকের দায়িত্বে ছিল তাই এই ব্যর্থতার জন্য আইনত কোনো দায় তাঁর নয় বরং এটি সরাসরি পরিচালকের ব্যর্থতা।
তিনি ঘটনার ক্রমধারা বর্ণনা করে জানান দুই মাস ভিসার জন্য অপেক্ষার পরেও যখন তা হয়নি তখন প্রযোজনা সংস্থা অন্য একজন অভিনেত্রীকে চুক্তিভুক্ত করে তাঁর চরিত্রে অভিনয় করায়। এর ফলে বাধ্য হয়েই তিনি এই প্রজেক্ট থেকে সরে আসেন এবং পরবর্তীতে বাংলাদেশের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন যার শুটিং বর্তমানে চলছে। তিশা বলেন একটি সিনেমা আমার পেশাগত সম্মানের জায়গা এবং আমি কখনোই তা নষ্ট করতে চাইনি। কিন্তু পরিচালক যেহেতু তাঁর ব্যর্থতার কারণে শিডিউল অনুযায়ী কাজ শুরু করতে পারেননি এবং নতুন একজনকে সেখানে চুক্তিবদ্ধ করে নিয়েছেন তাই বাধ্য হয়েই আমাকে সরে আসতে হয়েছে।
টাকা ফেরত দেওয়ার দাবি প্রসঙ্গে লাইন প্রোডিউসার শরিফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তিশা। তিনি বলেন লাইন প্রোডিউসার শরিফ এখন একবার আমাকে বলছেন এক তৃতীয়াংশ টাকা ফেরত দিতে আবার আমার আইনজীবীকে বলছেন কিছু টাকা ফেরত দিলেই হবে। আবার সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন যা একটি অপচেষ্টা মাত্র।
আইনি অবস্থানের বিষয়ে তিশা জোর দিয়ে বলেন আমার সাথে যে চুক্তিপত্র হয়েছে সেখানে ডিরেক্টর ফল্টের বা পরিচালকের ভুলের কারণে কোনো সমস্যা হলে আমাকে টাকা ফেরত দিতে হবে এমন কোনো ক্লজ বা শর্ত নেই। তিনি বলেন আমি সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ। আইন আদালতে যদি তারা প্রমাণ করতে পারে যে আমি টাকা ফেরত দিতে বাধ্য এবং আদালত এমন নির্দেশনা প্রদান করেন তাহলে আমি অবশ্যই তা মেনে নেব এবং টাকা ফেরত দেব।
বিবৃতির শেষে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিশা বলেন যেসব সাংবাদিক ভাইয়েরা না জেনে কিংবা ভুল তথ্য জেনে আমার সাথে কথা না বলেই প্রচার করছেন এবং যেসব সাংবাদিক ভাইয়েরা আমার সত্যটা তুলে ধরার চেষ্টা করছেন সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই আপনারা সবটুকু জেনে সত্যটাই প্রকাশ করবেন আমি এইটুকু আপনাদের কাছে আশা করতে পারি।
বলিউডের হি ম্যান খ্যাত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে যে বলিউডের হি ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে তিনি আজ সোমবার ২৪ নভেম্বর মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি হলো।
সম্প্রতি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তখন তাঁর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল কিন্তু অবশেষে সব গুঞ্জন থামিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর রক্ষা হলো না। ফিল্মফেয়ার তাদের ফেসবুক পেজে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে।
বলিউডের সোনালি যুগে যখন প্রেম মানেই কবিতা এবং নায়ক মানেই আকর্ষণ ও আভিজাত্যের প্রতীক ঠিক তখনই আবির্ভাব হয় এক এমন অভিনেতার। তিনি ছিলেন একই সঙ্গে কোমল হৃদয়ের প্রেমিক এবং নির্ভীক যোদ্ধা ও পরিপূর্ণ ভদ্রলোক। তিনিই ধর্মেন্দ্র যিনি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে হ্যান্ডসাম হিরো উপাধি অর্জন করেন নিজের অভিনয় ব্যক্তিত্ব ও মানবিকতা দিয়ে।
১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানায় ধর্মেন্দ্র সিং দেওলের জন্ম। ছোটবেলায় সিনেমার প্রতি গভীর টানই তাঁকে মুম্বাইয়ে নিয়ে আসে। ১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তবে তাঁর আসল সাফল্যের শুরু হয় ষাটের দশকের মাঝামাঝি যখন তিনি একের পর এক হিট ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন।
ব্যক্তি জীবনে ধর্মেন্দ্র দুটি বিয়ে করেছেন। একজন নন্দিত অভিনেত্রী হেমা মালিনী এবং সেই সংসারে তাঁর একমাত্র কন্যা এষা দেওল। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং সেই সংসারে আছে দুই পুত্র সানি দেওল ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা দেওল ও অজিতা দেওল।
সর্বশেষ করণ জোহর পরিচালিত রকি ওউর রানি কি প্রেম কাহানি সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে নতুন করে জায়গা করে নেন ধর্মেন্দ্র। এই সিনেমায় শাবানা আজমির সঙ্গে তাঁর রোমান্টিক দৃশ্য বলিউডে আলোড়ন তোলে। এদিকে তাঁর অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে শ্রীরাম রাঘবনের পরিচালনায় নির্মিত ইক্কিস সিনেমাটি।
অ্যাপোনিয়ার পর এবার তিশার বিরুদ্ধে কলকাতার প্রযোজকের গুরুতর অভিযোগ
দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। কিছুদিন আগেই অনলাইনভিত্তিক ফ্যাশন হাউজ অ্যাপোনিয়া তাঁর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে তাঁর বিরুদ্ধে উঠল অর্থ আত্মসাৎ ও চরম অপেশাদারিত্বের গুরুতর অভিযোগ। কলকাতার সিনেমা ভালোবাসার মরশুম এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে মোটা অঙ্কের অগ্রিম টাকা নিয়েও এখন তা ফেরত দিচ্ছেন না তিশা এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন সিনেমাটির প্রযোজক শরীফ খান।
জানা যায় এম এন রাজ পরিচালিত ভালোবাসার মরশুম সিনেমায় বলিউডের থ্রি ইডিয়টস খ্যাত অভিনেতা শরমণ যোশির বিপরীতে অভিনয়ের কথা ছিল তানজিন তিশার। বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য এটি ছিল দারুণ এক চমক। কিন্তু শেষ মুহূর্তে ভিসা জটিলতার কথা বলে সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিশা। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন গল্প। সিনেমাটির প্রযোজক শরীফ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তিশার অসহযোগিতা ও বারবার মিথ্যাচারের কারণেই তাঁকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু বাদ পড়ার পর অগ্রিম নেওয়া টাকা ফেরত দিতে টালবাহানা করছেন এই অভিনেত্রী।
টাকার অঙ্ক ও লেনদেনের বিষয়ে প্রযোজক শরীফ খান জানান তাঁরা চরিত্রটির জন্য তিশাকেই পারফেক্ট মনে করেছিলেন। বাংলাদেশে এসে তাঁর সঙ্গে এগ্রিমেন্টও করা হয়। প্রথমে তাঁকে ৩০ হাজার ভারতীয় রুপি অগ্রিম দেওয়া হয় এবং এরপর তিশার এক বোনের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাঁরা তাঁকে বাংলাদেশি ৪ লাখ ১২ হাজার টাকা পাঠান।
টাকা নেওয়ার পর থেকেই মূলত শুরু হয় তিশার টালবাহানা। প্রযোজক অভিযোগ করেন সবকিছু চূড়ান্ত হওয়ার পর তাঁদের প্রোডাকশন হাউজ থেকেই তিশার ভিসা প্রসেসিং ও স্লট রেডি করে দেওয়া হয়। কিন্তু বিপত্তি ঘটে স্লট ডেটের মাত্র দুদিন আগে। ভারতীয় হাই কমিশন থেকে স্লট পাওয়া কতটা কঠিন তা সবাই জানেন। অনেক কাঠখড় পুড়িয়ে স্লট নেওয়ার পর হঠাৎ তিশা জানান তিনি যেতে পারবেন না। অথচ এটা তাঁর আরও আগে জানানো উচিত ছিল। প্রযোজক আরও জানান তিশার এই হুটহাট সিদ্ধান্তের কারণে তাঁকে পুরো শুটিং শিডিউল বদলাতে হয় যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। শরমণ যোশির শিডিউল থেকে শুরু করে লোকেশন বুকিং সবকিছুতেই বড় লোকসানের মুখে পড়েন প্রযোজক।
পরিস্থিতি আরও জটিল হয় যখন তিশা শাকিব খানের সিনেমায় অভিনয়ের অজুহাত দেখান। প্রযোজক বলেন ভিসা স্লট নিয়ে অনেক ঝামেলার পরেও আমরা সব ম্যানেজ করেছিলাম। কিন্তু এর মধ্যেই তিনি শাকিব খানের সোলজার সিনেমায় যুক্ত হন। আমাকে ফোন দিয়ে বলেন শাকিব খানের সিনেমার জন্য কলকাতার কাজটি আরও এক দুমাস পিছিয়ে দিতে হবে। তখনই আমার ধৈর্যের বাঁধ ভাঙে। শরীফ খান বলেন আমি তাঁকে স্পষ্ট জানিয়ে দিই তোমাকে আর এই সিনেমা করতে হবে না। আমরা তোমাকে বাদ দিয়ে দিলাম। তুমি আমার টাকাটা ফিরিয়ে দাও। কিন্তু সিনেমা থেকে বাদ পড়ার পর তিনি আর সেই টাকা ফেরত দিচ্ছেন না। ডকুমেন্টস চাইলেও ২০ থেকে ২৫ দিন ঘুরিয়ে ফেরত দেন কিন্তু টাকার বিষয়ে তিনি নীরব।
একই সিনেমায় অভিনয়ের কথা ছিল বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসারের। তাঁর প্রসঙ্গ টানতেই প্রযোজক প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন বাসারও আমার সিনেমায় ছিলেন। কিন্তু চরিত্রটি তাঁর সঙ্গে যাবে না মনে করে তিনি নিজেই সরে দাঁড়ান এবং না করার সঙ্গে সঙ্গেই তিনি অগ্রিম নেওয়া টাকা ফেরত পাঠিয়ে দেন। কোনো ঝামেলা বা ঘোরানোর চেষ্টা করেননি। খাইরুল বাসারের এই পেশাদারিত্বের উল্টো চিত্র দেখা গেল তানজিন তিশার ক্ষেত্রে। বর্তমানে কলকাতার এই সিনেমাটিতে তিশার বদলে নেওয়া হয়েছে উড়িষ্যার জনপ্রিয় অভিনেত্রী শিবানী সঙ্গীতাকে।
পরপর এমন সব প্রতারণার অভিযোগ ওঠার পর তানজিন তিশার পেশাদারিত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন ইন্ডাস্ট্রির অনেকেই। এ বিষয়ে মন্তব্য জানার জন্য একাধিকবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে সালমান খানকে
জীবনের ঝুঁকি মাথায় নিয়েই বড় দায়িত্ব কাঁধে তুলে নিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। যদিও তাঁর মাথায় ঝুলছে মৃত্যুর খাঁড়া এবং নিরাপত্তা নিয়ে রয়েছে নানান শঙ্কা। তবে এসব সামলে এবার তিনি সিনেমার পর্দায় ও পর্দার পেছনে দ্বৈত ভূমিকা পালন করতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন উঠেছে।
সালমান খানের ক্যারিয়ারে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হলো দাবাং। এই সিরিজের দাবাং দাবাং ২ ও দাবাং ৩ তিনটি সিনেমাই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছিল। তবে এর মধ্যেই প্রথম দাবাং সিনেমার পরিচালক অভিনব কাশ্যপের সঙ্গে সম্পর্ক খারাপ হয় ভাইজানের। এমনকি সালমানকে অপরাধী বলেও আক্রমণ করেন ওই পরিচালক। তাই আসন্ন দাবাং ৪ পরিচালনা কে করবেন সেই প্রশ্ন ভক্তদের মনে বারবার উঁকি দিচ্ছিল।
গণমাধ্যম সূত্রে জানা গেছে দাবাং ৪ সিনেমার শুটিং শুরু হবে আগামী বছর। এতে আবারও আইকনিক চরিত্র চুলবুল পান্ডের ভূমিকায় সালমান খানকেই দেখা যাবে। তবে বড় চমক হলো অভিনয়ের পাশাপাশি সেই সিনেমার পরিচালনার দায়িত্বও নাকি তিনি নিজেই কাঁধে তুলে নিচ্ছেন। যদিও এখনো সালমান ও তাঁর সহযোগী দলের তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
এর আগে ২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিরিজের প্রথম সিনেমা দাবাং। সেটি ছিল অভিনেত্রী সোনাক্ষী সিনহার অভিষেক সিনেমা যা বক্স অফিসে ব্যাপক আলোড়ন ফেলেছিল। এরপরের দুটি সিনেমা যথাক্রমে পরিচালনা করেছিলেন আরবাজ খান ও প্রভু দেবা। তবে এবার আর অন্য কোনো পরিচালকের ওপর ভরসা না করে সালমান নিজেই মেগাফোন হাতে নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।
ভাইজানের বিরুদ্ধে প্রথম পর্বের পরিচালক অভিনব কাশ্যপ নানা গুরুতর অভিযোগ এনেছিলেন। এমনকি আরবাজ খানের সঙ্গে সালমানের ঝগড়া হতো বলেও দাবি করেন তিনি। অভিনব বলেছিলেন তাঁর সামনে একবার আরবাজ খান ও সালমান খুব ঝগড়া করেছিলেন এবং রাগের মাথায় সালমান বাসন ছুড়তে শুরু করেছিলেন যা দেখে তিনি খুব ভয় পেয়েছিলেন। এমনকি এমন একদিন আসবে যেদিন সালমানকে তাঁর সামনে হাঁটু মুড়ে ভিক্ষা চাইতে হবে বলেও দাবি করেছিলেন অভিনব কাশ্যপ।
উল্লেখ্য সালমান খান বর্তমানে নানা ব্যস্ততার মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি এখন বিগ বস ১৯ এর সঞ্চালনা করছেন এবং সম্প্রতি সফলভাবে শেষ করে এসেছেন দ্য ব্যাং টুর। এর মধ্যেই দাবাং ৪ পরিচালনার খবর ভক্তদের মাঝে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।
পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন? পুলিশের মন্তব্যে চটলেন ডাকসু নেত্রী
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার দিন ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এক অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। গত সোমবার (১৭ নভেম্বর) রায়ের দিন সেখানে আবারও দুটি বুলডোজার আনা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলে ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তর্কবিতর্ক শুরু হয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা রাফিয়া যখন পুলিশের কর্মকাণ্ডের প্রতিবাদ করছিলেন, তখন এক পুলিশ সদস্য তাকে উদ্দেশ্য করে একটি বিতর্কিত মন্তব্য করেন। ওই পুলিশ সদস্য প্রশ্ন করেন, "পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন এখানে?" এমন মন্তব্যে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন ডাকসু নেত্রী। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশের দিকে এগিয়ে গিয়ে বারবার জানতে চান কে এই কথা বলেছে এবং কেন তাদের মনে হলো যে তিনি ভাইরাল হতে সেখানে গেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে বেশ হট্টগোল ও উত্তপ্ত বাক্যবিনিময়ের সৃষ্টি হয়।
এই ঘটনার পর উম্মা উসওয়াতুন রাফিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। সেখানে তিনি ভবিষ্যতে রাজনীতিতে জড়ানো নিয়ে তার অনাগ্রহের কথা জানান। পোস্টে তিনি লেখেন, ভবিষ্যতে তার রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা খুবই কম। তিনি উল্লেখ করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি তার আশা ছিল, কিন্তু সেই আশাও আস্তে আস্তে নিভে যাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, কেবল 'মন্দের ভালো' বলে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না।
নিজের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে রাফিয়া বলেন, তার কোনো নির্দিষ্ট দল বা রাজনৈতিক স্বার্থ নেই। তবে তিনি অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান ধরে রাখবেন। তিনি লেখেন, যতদিন মজলুমের ওপর লাঠিচার্জ হবে এবং স্বৈরাচারের প্রেতাত্মা রাষ্ট্রযন্ত্রে সিন্দাবাদের ভূতের মতো চেপে থাকবে, ততদিন তিনি জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। অন্যায়ের প্রতিবাদ করা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নেই বলেও তিনি ওই পোস্টে উল্লেখ করেন।
বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন মিথিলা, সঙ্গী ঐতিহ্যবাহী জামদানি
বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বর্তমানে মিস ইউনিভার্সের মঞ্চে বিশ্বের সেরা সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতা করছেন। কিছুদিন আগে তিনি বিকিনি পরে আলোচনার জন্ম দিলেও, এবার তিনি ধরা দিয়েছেন সম্পূর্ণ ভিন্ন সাজে। বাংলাদেশের গর্ব ও ঐতিহ্যের প্রতীক জামদানি শাড়ি পরে বিশ্বমঞ্চে সবাইকে চমকে দিয়েছেন এই সুন্দরী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি এবং এই বিশেষ পোশাকের গুরুত্ব তুলে ধরেছেন মিথিলা। তিনি লিখেছেন, মিস ইউনিভার্সের মঞ্চে তার জাতীয় পোশাকটি একটি রাজকীয় জামদানি শাড়ি দিয়ে সাজানো হয়েছে, যা বাংলাদেশের রাজকীয় ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। শত শত বছর ধরে মুঘল সম্রাট, নবাব এবং বাংলার অভিজাতদের জন্য এই শাড়ি বোনা হতো, যা আমাদের সাংস্কৃতিক গর্বের প্রতীক। মিথিলার মতে, এই কাপড়ের প্রতিটি সুতোয় মিশে আছে শিল্পকলা, নিষ্ঠা এবং চিরন্তন সৌন্দর্য।
বাংলার তাঁতশিল্প থেকে উঠে আসা এই জাতীয় পোশাকটি মূলত একটি হাতে বোনা জামদানি শাড়ি। এটি সৌন্দর্য, ঐতিহ্য এবং টিকে থাকার এক অনন্য উদাহরণ। জামদানির এই ঐতিহ্য শুরু হয়েছিল ১৭ শতকের মুঘল আমলে। সেই সময়ে রানি এবং অভিজাত নারীদের কাছে এটি ছিল অত্যন্ত মূল্যবান। জামদানিকে তখন বিলাসিতা এবং রাজকীয় আভিজাত্যের প্রতীক হিসেবে দেখা হতো। জানা গেছে, মিথিলার এই পোশাক তৈরিতে সবচেয়ে উন্নত মানের সুতির তন্তু ব্যবহার করা হয়েছে এবং এতে স্বর্ণালি জরির নকশা বা মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে।
জামদানির জন্মস্থান হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরের তাঁতশিল্পীরা অত্যন্ত নিপুণভাবে এই বিশেষ শাড়িটি বুনেছেন। মিথিলা জানিয়েছেন, সম্পূর্ণ হাতে তৈরি এই শাড়িটি শেষ করতে ১২০ দিনেরও বেশি সময় লেগেছে। শাড়িটির নকশা করেছেন ডিজাইনার আফ্রিনা সাদিয়া সৈয়দা।
মিথিলার পরনে থাকা এই জামদানি শাড়িতে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার স্নিগ্ধ নকশা ফুটিয়ে তোলা হয়েছে। শুধু পোশাকেই নয়, তার স্বর্ণের গয়নাতেও একই শাপলা ফুলের নকশা শোভা পাচ্ছে। গয়নাগুলোর নকশা করেছেন ৬ ইয়ার্ডস স্টোরির লরা খান।
প্রথম অস্কার পেলেন টম ক্রজ: দাঁড়িয়ে অভিবাদনে ডলবি থিয়েটার
হলিউডের তারকাখচিত রাতের এক আবেগময় মুহূর্তে চার দশকের ক্যারিয়ার শেষে প্রথমবারের মতো সম্মানজনক অস্কার হাতে পেলেন মার্কিন অভিনেতা টম ক্রজ। রোববার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে তাকে দেওয়া হলো অ্যাকাডেমির সম্মানসূচক অস্কার, আর সেই মুহূর্তে হলজুড়ে দাঁড়িয়ে অভিবাদনে সিক্ত হলো ৬৩ বছর বয়সী এই কিংবদন্তি তারকা। পরিচিত মিশন ইম্পসিবল–এর থিমসং বাজতে বাজতেই মঞ্চে ওঠেন ক্রজ, আর তাকে অভ্যর্থনা জানান কলিন ফ্যারেল, এমিলিও এস্টেভেজ, এবং নির্মাতা স্টিভেন স্পিলবার্গ—যাদের সঙ্গে তিনি বিভিন্ন সময়ে পর্দা ভাগ করেছেন অথবা কাজ করেছেন।
চারবার অস্কারের মনোনয়ন পেলেও টম ক্রজ এতদিন কখনোই স্বর্ণমানবটি জিততে পারেননি। তাই এই সম্মানসূচক পুরস্কার তার দীর্ঘ অভিনয়যাত্রার এক বিশেষ স্বীকৃতি। মঞ্চে উঠে এক আবেগঘন বক্তৃতায় তিনি জানান, সিনেমার প্রতি তার প্রেম কখনো ম্লান হয়নি। তার ভাষায়, বড় পর্দা এমন এক জগৎ যা “রোমাঞ্চ, জ্ঞানপিপাসা, মানবতাকে বোঝার আকাঙ্ক্ষা, চরিত্র নির্মাণ আর গল্প বলার নতুন দিগন্ত” খুলে দেয়।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রতিবছর যেসব গুণী শিল্পীকে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক অস্কার প্রদান করে, টম ক্রজ এবার তাদের মধ্যে প্রধান ছিলেন। পুরস্কারটি তুলে দেন মেক্সিকান চলচ্চিত্র নির্মাতা আলেহান্দ্রো গনসালেস ইনারিতু, যিনি ক্রুজকে তার আসন্ন চলচ্চিত্র Judy–তে নির্দেশনা দিয়েছেন। মজা করে তিনি বলেন, “টম ক্রজ ৪৫ বছরের ক্যারিয়ারের প্রশংসায় চার মিনিটের বক্তৃতা লেখা আসলেই হলিউডের ভাষায় ‘মিশন ইম্পসিবল’।” তিনি আরও রসিকতা করে যোগ করেন, নতুন সিনেমার শুটিংয়ে তিনি নাকি টম ক্রজকে তার ক্যারিয়ারের ‘সবচেয়ে বিপজ্জনক’ স্টান্ট করতে দেখেছেন—“এই মানুষটি মেক্সিকানদের চেয়েও বেশি মরিচ খেয়েছেন!”
সেই সন্ধ্যায় অ্যাকাডেমি আরও সম্মানসূচক অস্কার প্রদান করে অভিনেত্রী ডেবি অ্যালেনকে, যিনি Fame–এর জন্য সুপরিচিত; বিশিষ্ট প্রোডাকশন ডিজাইনার উইন থমাসকে; এবং মানবকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের কিংবদন্তি কান্ট্রি গায়িকা ডলি পার্টনকে। শিল্প–সংস্কৃতির প্রতি বহুমাত্রিক অবদানের এই স্বীকৃতি পুরো সন্ধ্যাটিকে পরিণত করে এক উদযাপনের মঞ্চে।
-হাসানুজ্জামান
তানজিরোর চূড়ান্ত যুদ্ধ—অ্যানিমেশনে নতুন ইতিহাস লিখল ডেমন স্লেয়ার
জাপানের জনপ্রিয় মাঙ্গা ফ্র্যাঞ্চাইজি ডেমন স্লেয়ার–এর সর্বশেষ চলচ্চিত্র রূপান্তর বৈশ্বিক বক্স-অফিসে নতুন ইতিহাস গড়েছে। বিতরণকারী অ্যানিপ্লেক্স ও টোহো সোমবার জানায়, “Demon Slayer: Kimetsu no Yaiba — Infinity Castle: Part 1” বিশ্বব্যাপী ১০০ বিলিয়ন ইয়েনের (৬৪৪ মিলিয়ন ডলার) বেশি আয় করা জাপানি চলচ্চিত্র হিসেবে প্রথমবারের মতো রেকর্ড গড়েছে। এই অর্জন শুধু জাপানি সিনেমার জন্য নয়, বিশ্ব অ্যানিমেশন শিল্পের ইতিহাসেও একটি মাইলফলক।
তলোয়ারধারী তরুণ যোদ্ধা তানজিরো কামাদোর চূড়ান্ত লড়াই—দৈত্যদের পরাজিত করে তার বোনকে মানবিক রূপে ফিরিয়ে আনার সংগ্রাম—নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি পরিকল্পিত ত্রয়ীর (ট্রিলজি) প্রথম অংশ। জাপানের বাইরে এটি আগস্ট থেকে বিভিন্ন দেশে মুক্তি পেতে শুরু করে; উত্তর আমেরিকার পর গত শুক্রবার মুক্তি পেয়েছে চীনেও। আন্তর্জাতিক অঙ্গনে এখন পর্যন্ত ৮৯.১৭ মিলিয়ন দর্শক চলচ্চিত্রটি উপভোগ করেছেন, যা এর জনপ্রিয়তার ব্যাপ্তি স্পষ্ট করে।
জাপানের বক্স-অফিসে এটি আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ডেমন স্লেয়ার–এর আগের রেকর্ড গড়া চলচ্চিত্রের নিচে। কোভিড-১৯ মহামারির সময় মুক্তি পাওয়া সেই চলচ্চিত্রটি জাপানি বক্স-অফিস ইতিহাসে এক বৈপ্লবিক সাফল্য এনে দিয়েছিল। তবে নতুন সিনেমাটি ইতোমধ্যেই স্টুডিও জিবলির কিংবদন্তি চলচ্চিত্র স্পিরিটেড অ্যাওয়ে–কে আয় ও দর্শকপ্রিয়তায় পেছনে ফেলেছে।
কয়োহরু গোটৌগে রচিত মূল মাঙ্গা আর অ্যানিমেশন স্টুডিও ইউফোটেবলের শৈল্পিক রূপায়ণ ডেমন স্লেয়ার–কে সাম্প্রতিক অ্যানিমেশন ধারায় এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। উচ্চমাত্রার রঙিন ভিজ্যুয়াল, কেলাইডোস্কোপিক দুর্গের অসীম তলার ভেতরে বজ্রগতির লড়াই এবং অ্যাক্রোবেটিক অ্যাকশন সিকোয়েন্স পুরো চলচ্চিত্রজুড়ে দর্শকদের মুগ্ধ করে রাখে। সমালোচকদের মতে, গত এক দশকে অ্যানিমেশন সিনেমাটোগ্রাফির মানোন্নয়নে ডেমন স্লেয়ার–এর ভূমিকা অনন্য।
২৩ খণ্ডের সীমিত পরিসরের মূল মাঙ্গা সিরিজটিও এ জনপ্রিয়তার অন্যতম কারণ। বিশাল পরিসরের ওয়ান পিস–এর মতো শতাধিক খণ্ডের সিরিজের তুলনায় সংক্ষিপ্ত ও ঘনবদ্ধ বর্ণনা নতুন প্রজন্মের দর্শকদের কাছে গল্পটিকে আরও সহজবোধ্য করেছে।
শুধু জাপান নয়, গোটা বিশ্বেই এখন অ্যানিমেশন চলচ্চিত্রের জনপ্রিয়তা ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে। ২০২৫ সালের সর্বাধিক আয়কারী চলচ্চিত্র হলো চীনা অ্যানিমেটেড ফ্যান্টাসি Ne Zha II, আর নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্র হলো কোরিয়ান অ্যানিমেশন KPop Demon Hunters। এই পরিসংখ্যান প্রমাণ করে—অ্যানিমেশন এখন বৈশ্বিক বিনোদন জগতের কেন্দ্রস্থলে।
-শারমিন সুলতানা
রেড জুলাই নামে ৩২ নম্বরে বুলডোজার, শাওন বললেন 'রাজাকার বাহিনী'
শেখ হাসিনা এবং আরও দুই আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলার রায় ঘোষণার দিনেই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আবারও দুটি বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার দুটি নেওয়া হয়। এ সময় একটি ট্রাকের ওপর কয়েকজন তরুণকে মাইক হাতে স্লোগান দিতে দেখা যায়। তারা জানান, ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই বুলডোজারগুলো নিয়ে আসা হয়েছে।
এই ঘটনার পর অভিনেত্রী মেহের আফরোজ শাওন এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এই ঘটনায় জড়িতদের ‘রাজাকার বাহিনী’ বলে আখ্যা দিয়েছেন। শাওন এ সংক্রান্ত একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, "মনের ভয়ই আসল ভয়। বারবার ভাঙা, আগুন দেওয়ার পরও তোদের ভয় যায়নি। ধানমন্ডি ৩২-এর এই ভাঙা বাড়ির প্রতিটি ধূলিকণা বাংলাদেশের আকাশে মিশে আছে। একে কীভাবে অস্বীকার করবে, রাজাকার বাহিনী!"
এর আগেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটিতে একাধিকবার হামলা ও ভাঙচুর চালানো হয়। গত বছর, অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্ট, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর বাড়িটিতে হামলা, লুটপাট এবং আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল।
পরবর্তীতে, এই বছরের ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ নামে একটি কর্মসূচির সময় বাড়িটি ভেঙে ফেলা হয়। সেদিন সেখানে প্রায় তিন হাজার মানুষ ভিড় করেছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে ক্রেন এবং এক্সক্যাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে তিনতলা বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই বাড়ির একটি বড় অংশ ধ্বংস করা হয়। মাঝে কিছু সময় বিরতি দিয়ে, পরে আরও একটি এক্সক্যাভেটর এনে ভাঙার কাজ চালানো হয়।
জানা গেছে, সেদিন মধ্যরাতে সেনাবাহিনী কিছু সময়ের জন্য সেখানে অবস্থান নিলেও উপস্থিত জনতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে তারা স্থান ত্যাগ করে। বাড়ি ভাঙার সময় সেখানে গান বাজানো এবং নাচের দৃশ্যও দেখা গিয়েছিল। বর্তমানে ভাঙা বাড়িটি নিরাপত্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে।
পাঠকের মতামত:
- ওজন কমাতে চিনির বদলে মধু খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- শেখ পরিবারের সদস্যদের নামে মার্কিং করা স্বর্ণালংকার নিয়ে দুদকের চাঞ্চল্যকর তথ্য
- জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- সাগরের তল থেকে মরুভূমির বুক আসলে কী রহস্য লুকিয়ে আছে এখানে
- শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির চিঠির জবাব নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
- দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পার্লামেন্ট নির্বাচন জরুরি: মির্জা ফখরুল
- গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শেন ইয়ার
- এসপি পদায়নের লটারি কীভাবে হয়েছে তা বিস্তারিত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি তাই যা ধরি শেষ করে ছাড়ি বলে হুঙ্কার মমতার
- আয়ারল্যান্ড সিরিজের আগে সংবাদ সম্মেলনে লিটন দাসের নজিরবিহীন ক্ষোভ ও বিস্ফোরক মন্তব্য
- হৃদ্রোগে আক্রান্ত বাবা নাকি অন্য কোনো কারণ কেন স্থগিত হলো তারকা জুটির বিয়ে
- ২৬ নভেম্বর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ২৬ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ২৬ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- জনসংখ্যার বিচারে টোকিওকে টপকে ঢাকার নতুন বিশ্বরেকর্ড
- প্রিপেইড মিটারের গ্রাহকরা সরকারের কাছ থেকে যে বিশেষ আর্থিক ছাড় পাচ্ছেন
- দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়: রিজভীর
- যমুনায় ম্যানুয়াল লটারির মাধ্যমে বেছে নেওয়া হলো ৬৪ জেলার পুলিশ সুপার
- সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- জন্মনিয়ন্ত্রণে হরমোনাল পিল নিয়ে নতুন গবেষণায় যা উঠে আসল
- শেখ হাসিনার দুই লকারে মিলল স্বর্ণের পাহাড়
- ইস্টার্ন কেবলসের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ
- গোল্ডেন সনের টানা লোকসানে ডিভিডেন্ড বন্ধ ঘোষণা
- এমটিবি পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
- হুয়াওয়ের ম্যাট ৮০ সিরিজে বিপ্লবী কিরিন ৯০৩০ চিপ উন্মোচন
- কড়াইল বস্তিতে গৃহহীনদের সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার
- মেয়র মামদানির টিমে একসাথে ১০ বাংলাদেশি
- ডিএসই–৩০ সূচকে মিশ্র প্রবণতা
- ডিএসই মিউচুয়াল ফান্ডে এনএভি হালনাগাদ
- ভারতে মূর্তির পায়ে হাতজোড় করতে বাধ্য করল তিন মুসলিম ছাত্রকে
- ২৬ নভেম্বরের নামাজের সময়সূচি
- নভেম্বরেই রেমিট্যান্সের নতুন রেকর্ডের আভাস
- বুধবার কোন এলাকায় দোকানপাট বন্ধ? তালিকা প্রকাশ
- বিএনপি–সরকারি কর্মসূচিতে রাজধানীতে ব্যস্ত দিন
- বিএনপির মনোনয়ন বিতর্কে রাজশাহী জুড়ে আগুনঝরা প্রতিক্রিয়া
- টিউলিপ সিদ্দিকির মামলা নিয়ে বিষ্ফোড়ক মন্তব্য ব্রিটিশ আইনজীবীদের
- পাকিস্তানের জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা
- ই–১ প্রকল্প ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ‘শেষ কফিন’
- যবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে রণক্ষেত্র বিশ্ববিদ্যালয় এলাকা
- পানির তীব্র সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে
- টি-টোয়েন্টি বিশ্বকাপে কবে কার বিপক্ষে লড়বে বাংলাদেশ জেনে নিন সময়সূচি
- ক্ষুধার্ত সন্তানের কান্না আর নিঃস্ব বাবা মায়ের হাহাকারে ভারী বনানীর বাতাস
- পুষ্টির বিচারে হাঁস নাকি মুরগির ডিম কোনটি শরীরের জন্য সেরা? জানালেন বিশেষজ্ঞ
- বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার দাবি খতমে নবুওয়তের
- নারী ও শিশু নির্যাতনে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে সরকারের নতুন কৌশল জানালেন উপদেষ্টা
- বিপিএলে বাতিল হওয়া প্রতিষ্ঠানকে ফিরিয়ে এনে শেষ মুহূর্তে বিসিবির নাটকীয় ইউ টার্ন
- মাইগ্রেনের তীব্রতা কমাতে দৈনন্দিন জীবনে যে পরিবর্তন আনা জরুরি
- পশ্চিম আকাশে সূর্যোদয় ও দাজ্জালসহ কেয়ামতের ১০টি ভয়াবহ আলামত
- অবশেষে জানা গেল নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময়
- চট্টগ্রাম ৫: মীর হেলাল নাকি অধ্যাপক মালেক কার পাল্লা ভারী হাটহাজারীর ভোটে
- শিরোপা জয়ের রেসে আজ বাংলাদেশ নাকি পাকিস্তান কার পাল্লা ভারীে
- ভয়ংকর ঝুঁকিতে দেশের তিন বড় শহর: মাটির নিচ থেকে আসছে বড় বিপদের বার্তা
- আজকের ভূমিকম্প আমাদের কী শিক্ষা দিচ্ছে: একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ফায়ার সার্ভিসে ফোনের বন্যা, হেলে পড়েছে কয়েকটি ভবন
- ২৬ নভেম্বরের নামাজের সময়সূচি
- ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলোর তালিকা এবং বিশেষজ্ঞদের ভয়াবহ পরিসংখ্যান
- ভূমিকম্পের পর আগামী ৭২ ঘণ্টাকে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা
- ২৫০ বছরের ইতিহাস বিশ্লেষণ: বাংলাদেশ কি বড় ভূমিকম্পের দ্বারপ্রান্তে?
- প্রপাগান্ডা আর ষড়যন্ত্র পেরিয়ে জনতার কাতারে: জন্মদিনে তারেক রহমানকে নিয়ে ভাবনা
- ঢাকার বংশালে ভূমিকম্পে ৩ জনের মৃত্যু হলো যেভাবে
- মাটির নিচে তিন প্লেটের সংযোগস্থলে থাকা চট্টগ্রাম যেভাবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে
- ভারতকে হারানোর পর ৯ বছরের মধ্যে সেরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ
- চট্টগ্রাম ৪ আসনে বিএনপির অভিজ্ঞতা নাকি জামায়াতের কৌশল কার পাল্লা ভারী
- ভূমিকম্প মুহূর্তে যে দোয়া পড়তেন রাসূল (সা.)
- নৌকার ভোট বাগে আনতে বিএনপি ও জামায়াতের যত কৌশল








