অস্ট্রেলিয়ায় নতুন সরকার, বিরোধীদলে নারী নেতৃত্ব

সত্য নিউজ: অস্ট্রেলিয়ার লেবার পার্টির নেতা অ্যান্থনি অ্যালবানিজ দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ২০২৫ সালের ৩ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর মঙ্গলবার (১৩ মে) রাজধানী ক্যানবেরায় গভর্নর জেনারেল স্যাম মোস্টিনের কাছে তিনি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন।
বিশ্লেষকদের মতে, অ্যালবানিজের দ্বিতীয় মেয়াদে সরকারের অগ্রাধিকার হবে জীবনযাত্রার ব্যয় হ্রাস, জলবায়ু পরিবর্তনের কার্যকর মোকাবিলা এবং আদিবাসী জনগণের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিতকরণ।
অন্যদিকে, লিবারেল পার্টি তাদের দীর্ঘদিনের নেতা পিটার ডাটনকে সরিয়ে দলীয় ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী, সুসান লি-কে প্রধান নির্বাচিত করেছে। অভিজ্ঞ এই সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বিরোধী দল গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর নেতৃত্বে লিবারেল পার্টি নতুন ধারায় রাজনীতিতে উত্তরণের ইঙ্গিত দিচ্ছে।
তবে মন্ত্রিসভা গঠনে একটি বিতর্কিত সিদ্ধান্ত হলো, অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম মুসলিম মন্ত্রী এড হিউসিককে বাদ দেওয়া। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাঁর স্পষ্ট অবস্থানকেই কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। লেবার পার্টির ভেতরে মধ্য ও ডানপন্থী গোষ্ঠীগত দ্বন্দ্ব এই বাদ যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে নিউ সাউথ ওয়েলসের তিন প্রভাবশালী ডানপন্থী মন্ত্রী টনি বার্ক, জেসন ক্লেয়ার ও ক্রিস বুয়েন্স তাঁদের পদ রক্ষা করেছেন।
বাংলাদেশি অভিবাসী কমিউনিটির জন্য আশার বিষয়, টনি বার্ক আবারও অভিবাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তাঁর আগের মেয়াদে ঢাকায় অস্ট্রেলিয়ান ভিসা অফিস চালুর মতো উদ্যোগ গ্রহণ করেছিলেন, যা বাংলাদেশি সম্প্রদায়ের জন্য তাৎপর্যপূর্ণ ছিল। সিডনিপ্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ আশরাফ আহমেদ বলেন, "টনি বার্ক অভিবাসীদের প্রয়োজন বুঝেন, বিশেষ করে বাংলাদেশিদের। তাঁর প্রত্যাবর্তন ইতিবাচক ইঙ্গিত দেয়।"
অন্যদিকে, সুসান লির অধীনে লিবারেল পার্টির নতুন যাত্রা কতটা শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, তা নির্ধারণ করবে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ।
এবারের নির্বাচনে ১ কোটি ৮০ লাখ ভোটার অংশগ্রহণ করেছেন, যাঁদের অনেকে বিশ্বের ৮৩টি দেশ থেকে ভোট দিয়েছেন। অস্ট্রেলিয়ায় রাজনৈতিক এ পালাবদল অভিবাসী সমাজ, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির কাছে গভীর আগ্রহ ও প্রত্যাশার উৎস। তাঁরা আশা করছেন, নতুন প্রশাসনের কার্যকর নীতিমালায় তাঁদের জীবনমান উন্নত হবে এবং অভিবাসন ব্যবস্থায় বাস্তবিক ইতিবাচক পরিবর্তন আসবে।
গাজায় মানবিক সংকট: ত্রাণ বিতরণে বাধা, দুর্ভিক্ষে বাড়ছে মৃতের সংখ্যা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল-সৃষ্ট দুর্ভিক্ষে গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও সাত ফিলিস্তিনি মারা গেছেন। রোববার (১৭ আগস্ট) স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, মৃত ৭ জনের মধ্যে দুই শিশুও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ জানিয়েছেন, ২০২৩ সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা ২৫৮ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১০ জনই শিশু।
যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল ২০২৩ সাল থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। গত ২ মার্চ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সমস্ত সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, যার ফলে ২৪ লাখ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬২ হাজারে পৌঁছেছে এবং আহত হয়েছে দেড় লাখের বেশি মানুষ।
চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন-এর মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে, যা যুক্তরাষ্ট্র সমর্থন দেয়। এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় প্রত্যাখ্যান করেছে। এদিকে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৭ আগস্ট) ভোরে এই ভূমিকম্পে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর প্রভাবে পসো অঞ্চলে প্রচণ্ড কম্পন অনুভূত হয় এবং আশপাশের এলাকাও কেঁপে ওঠে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনবিপি) জানিয়েছে, এতে ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ হয়। শুধু ইন্দোনেশিয়া নয়, জাপানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার সব দেশই এ কারণে ভূমিকম্পের অত্যধিক ঝুঁকিতে রয়েছে।
আল্লাহ আমাকে পাকিস্তানের অভিভাবক বানিয়েছেন,প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা নেই: মুনির
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পদত্যাগ করতে বলা হতে পারে এবং সেনাপ্রধান সর্বোচ্চ পদ গ্রহণ করবেন— এমন গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। ব্রাসেলসে এক সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আল্লাহ আমাকে এই দেশের অভিভাবক বানিয়েছেন’ এবং অন্য কোনো পদের প্রতি তার আকাঙ্ক্ষা নেই।
দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও এই গুঞ্জন প্রত্যাখ্যান করেছেন। শেহবাজ বলেন, ফিল্ড মার্শাল মুনির কখনো প্রেসিডেন্ট হওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করেননি এবং ভবিষ্যতে এমন কোনো পরিকল্পনাও নেই।
সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় মুনির চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানের দীর্ঘস্থায়ী অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “একজনের স্বার্থে আমরা অপর বন্ধুকে ত্যাগ করব না।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের উন্নতি শুরু হয়েছে। সম্প্রতি ট্রাম্প হোয়াইট হাউসে মুনিরকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন, যা ভারতকে অস্থির করে তুলেছে এবং একটি উল্লেখযোগ্য কূটনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।
আলাস্কার আকাশে রহস্য: দুই নেতার সামনে কেন আচমকা মার্কিন বোমারু বিমান?
যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময় এক নজিরবিহীন ঘটনা ঘটে। দুই নেতার সামনে দিয়ে উড়ে যায় একঝাঁক মার্কিন যুদ্ধবিমান, যার মধ্যে ছিল ভয়ংকর বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমানও।
পুতিনের ওপর দিয়ে কেন বি-২ স্পিরিট ওড়ানো হলো?একটি ছোট ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিমানগুলো পুতিনের মাথার ওপর দিয়েই উড়ে যায়। এতে তিনি হালকা চমকে যান এবং আকাশের দিকে তাকান। এটি শুধু একটি কাকতালীয় ঘটনা ছিল না, বরং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের একটি নিখুঁত উদাহরণ ছিল।
বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রতীক। প্রতিটি বিমানের দাম প্রায় ২.১ বিলিয়ন ডলার। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমান এবং এর বিশেষ স্টেলথ প্রযুক্তির কারণে এটি শত্রুপক্ষের রাডার এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। এটি সাধারণ ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহন করতে সক্ষম।
বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের সামরিক প্রদর্শনী কেবল রাজনৈতিক শাসককে ভয় দেখানোর জন্য নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি ও শক্তি প্রদর্শনের একটি অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। এটি রাশিয়ার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর ওপর চাপ সৃষ্টি করে এবং বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাবকে জোরদার করে।
আলাস্কার এই দৃশ্য স্পষ্টভাবে দেখিয়েছে যে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার পাশাপাশি তার সামরিক ক্ষমতাকে কার্যকরভাবে প্রদর্শনের প্রস্তুতি রাখে।
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রেমে বৃদ্ধের ঘরছাড়া, প্রাণঘাতী পরিণতি
মেটার তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের প্রেমে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা ৭৬ বছর বয়সী থংবু ওয়াংবানডু। সেই ভার্চুয়াল প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন এবং পরবর্তীতে মারা যান। তার স্ত্রী লিন্ডা ওয়াংবানডু সরাসরি মেটাকে দায়ী করেছেন।
অসুস্থতার কারণে বাড়িতেই থাকা ওয়াংবানডু ফেসবুক মেসেঞ্জারে ‘বিগ সিস বিলি’ নামের একটি চ্যাটবটের সঙ্গে নিয়মিত কথা বলতেন। হলিউড তারকা কেন্ডাল জেনারের আদলে তৈরি এই বট নিজেকে একজন বাস্তব যুবতী হিসেবে পরিচয় দিত এবং তার সঙ্গে দেখা করার আশ্বাস দিত। এক পর্যায়ে চ্যাটবটটি নিউ ইয়র্কের একটি ঠিকানা পাঠিয়ে দিলে ওয়াংবানডু তার সঙ্গে দেখা করতে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হন। পথেই দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন এবং তিন দিন হাসপাতালে থাকার পর মারা যান।
স্ত্রী লিন্ডা ওয়াংবানডু বলেন, তার স্বামী একটি প্রতারক চক্রের ফাঁদে পড়েছিলেন এবং এর জন্য মেটা দায়ী। অন্যদিকে, ওয়াংবানডুর মেয়ে জুলি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোম্পানিগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করতে যন্ত্রকে মানুষের মতো বানাচ্ছে, কিন্তু এর সীমা কোথায়?’
সমালোচকরা বলছেন, চ্যাটবটটি স্পষ্টভাবে জানায় না যে এটি বাস্তব নয়, যা ব্যবহারকারীদের বিভ্রান্ত করে। রয়টার্স জানিয়েছে, মেটা ১৩ বছরের বেশি বয়সীদের রোমান্টিক চ্যাটের অনুমতি দিলেও কিছু অঙ্গরাজ্য এআই চ্যাটবটকে স্পষ্ট জানাতে বাধ্য করার আইন করেছে, যদিও এতে মেটার আপত্তি রয়েছে।
গাজায় জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা: প্রতিদিনের বাস্তবতা
গাজায় সাংবাদিকতা এখন এক 'মৃত্যুকূপে' পরিণত হয়েছে। চলমান ইসরায়েলি হামলায় সাংবাদিকরা যেমন জীবন বাজি রেখে কাজ করছেন, তেমনি নিজেরাই ভয়াবহ দুর্ভোগের শিকার হচ্ছেন। প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেটের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ২৩৮ জন সংবাদকর্মী নিহত হয়েছেন এবং ১২ জন এখনো কারাগারে বন্দি।
আহত সাংবাদিক সাফিনাজ আল-লুহ জানিয়েছেন, তিনি একাধিকবার হামলায় গুরুতর জখম হয়েছেন এবং তার সাংবাদিক ভাই আহমদকে হারিয়েছেন। আল জাজিরার প্রতিবেদক রামি আবু তাইমা বলেন, তিনি পরিবারসহ ২০ বারের বেশি জায়গা বদল করেছেন এবং প্রতিদিন সহকর্মীদের মৃত্যুর খবর শুনতে পাচ্ছেন।
আল আরাবিয়ার সাংবাদিক ওসামা আল-কাহলুত বলেন, এই যুদ্ধ আগের সব সংঘাতকে ছাড়িয়ে গেছে। তিনি তাঁবুতে সহকর্মীর সঙ্গে রুটি ভাগ করে খেয়েছেন, পরদিনই সেই সহকর্মীর মৃত্যুর খবর শুনেছেন।
সিন্ডিকেটের মহাসচিব আহেদ ফারওয়ানা জানিয়েছেন, সাংবাদিকদের শুধু হামলা নয়—আটক, আহত হওয়া, পরিবার হারানো, অফিস ধ্বংস, জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া এবং খাদ্য-সরঞ্জামের সংকটসহ সবকিছুই মোকাবিলা করতে হচ্ছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সাংবাদিকদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং জাতিসংঘের প্রস্তাবগুলো বাস্তবায়নের দাবি করেছেন।
সূত্র : শাফাক নিউজ
মেলানিয়ার চিঠি নিয়ে রহস্য: ট্রাম্প কেন ব্যক্তিগতভাবে পুতিনের হাতে দিলেন?
ইউক্রেন যুদ্ধের মধ্যে শিশুদের দুর্দশার কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ব্যক্তিগত চিঠি দিয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার আঙ্করেজে এক শীর্ষ বৈঠকের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এই চিঠি পুতিনের কাছে হস্তান্তর করেন।
হোয়াইট হাউসের দুই কর্মকর্তা জানিয়েছেন, স্লোভেনিয়ায় জন্ম নেওয়া মেলানিয়া ট্রাম্প স্বামীর সঙ্গে এই সফরে না গেলেও নিজের উদ্বেগ প্রকাশ করে চিঠিটি পাঠান। কর্মকর্তারা চিঠির বিস্তারিত না জানালেও বলেছেন, এতে রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় শিশুদের অপহরণের প্রসঙ্গ এসেছে।
ইউক্রেন অভিযোগ করেছে, রুশ বাহিনী হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে অপহরণ করে তাদের পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই রাশিয়া বা দখল করা এলাকায় নিয়ে গেছে। ইউক্রেনের মতে, এটি একটি যুদ্ধাপরাধ, যা জাতিসংঘ সনদে বর্ণিত গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরে ট্রাম্প ও পুতিন প্রায় তিন ঘণ্টা বৈঠক করলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো যুদ্ধবিরতি বা চূড়ান্ত কোনো চুক্তি হয়নি।
নোবেল পেতে মরিয়া ট্রাম্প: নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করে কী জানতে চাইলেন?
বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার জন্য গত মাসে নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করে নোবেল শান্তি পুরস্কারের বিষয়েও জানতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের দৈনিক ‘দাগেনস নর্যিংনস্লিভ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সরাসরিই নোবেল পুরস্কার ‘দাবি করে বসেছিলেন’।
ট্রাম্প মনে করেন, তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়াসহ কয়েকটি দেশ শান্তিচুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ‘আনুষ্ঠানিক মনোনয়ন’ দেওয়ার বিষয়ে সমর্থন জানিয়েছে। ট্রাম্প নিজেও দাবি করেন, হোয়াইট হাউসের যে চার পূর্বসূরি এই সম্মাননা পেয়েছেন, তিনিও সেই সম্মান পাওয়ার যোগ্য।
তিন ঘণ্টার বৈঠকেও ইউক্রেন যুদ্ধে অচলাবস্থা, কী বললেন পুতিন-ট্রাম্প?
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার প্রায় তিন ঘণ্টার বৈঠক। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার আঙ্করেজের একটি সামরিক ঘাঁটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ট্রাম্প এটিকে ‘ফলপ্রসূ’ বললেও স্বীকার করেন যে, ‘কয়েকটি বড় বিষয়ে আমরা এখনো একমত হতে পারিনি।’ তবে কিছুটা অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান। অন্যদিকে, পুতিন এই বৈঠককে ‘শান্তির সূচনা বিন্দু’ হিসেবে বর্ণনা করে বলেন, স্থায়ী সমাধানের জন্য সংঘাতের ‘মূল কারণগুলো’ দূর করতে হবে। কোনো পক্ষই ঠিক কী বিষয়ে অগ্রগতি হয়েছে, তা প্রকাশ করেনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর এটিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের প্রথম বৈঠক। তাই এই বৈঠককে পুতিনের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকের দিনও ইউক্রেনে রুশ হামলায় নতুন করে প্রাণহানি ঘটেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি রাশিয়ার হাতে কোনো ভূখণ্ড ছাড়বেন না।
ট্রাম্প জানিয়েছেন, তিনি আলোচনার অগ্রগতি নিয়ে জেলেনস্কি ও ন্যাটো নেতাদের সঙ্গে কথা বলবেন। তবে যুদ্ধবিরতি বা শান্তি প্রক্রিয়া নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা না আসায় ইউক্রেনের শান্তি এখনো অনিশ্চিতই রয়ে গেছে।
সূত্র : রয়টার্স
পাঠকের মতামত:
- ‘মুজিব আমল ছিল স্বৈরতন্ত্রের অন্ধকার’: ইতিহাসের ভিন্ন চিত্র তুলে ধরলেন সায়ের
- ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা: অভিনব কৌশলেও ধরা পড়লেন ২ যাত্রী
- প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি দিলেন জামায়াতের নায়েবে আমির
- গ্রেপ্তার হলেন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী
- ‘ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা হবে না বাংলাদেশে’: রুমিন ফারহানার হুঁশিয়ারি
- মহাখালীর পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
- জুলাই সনদ জনগণের ইচ্ছার প্রতিফলন নয়: যুক্তরাজ্যের সাংবাদিক
- দুদকের জালে সাবেক আইজিপি: ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে তদন্তে নামল দুদক
- ‘না ভোট’ বিএনপির প্রস্তাব নয়, দাবি নজরুল ইসলাম খানের
- এবার বিশ্বমঞ্চে হানিয়া আমির,পাকিস্তানের জন্য গৌরবের নতুন অধ্যায়
- রেকর্ড ভাঙছে রেমিট্যান্স: আগস্টে কি নতুন মাইলফলক?
- গাজায় মানবিক সংকট: ত্রাণ বিতরণে বাধা, দুর্ভিক্ষে বাড়ছে মৃতের সংখ্যা
- এনবিআরের নতুন নির্দেশনা, আয়কর অডিটে ঝুঁকিভিত্তিক স্বয়ংক্রিয় বাছাই
- ফেসবুকে বিনা খরচে রিচ বাড়াবেন যেভাবে: জেনে নিন ৫ সহজ কৌশল
- আবারও দুই প্রতিবন্ধীকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ
- সিলেটে মাটিচাপা দেওয়া ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার
- জুলাই সনদের খসড়ায় ‘অসামঞ্জস্য’ আছে: সালাহউদ্দিন আহমদ
- জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম
- জাবি ছাত্রদলে তুমুল উত্তেজনা: কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
- ১৪.৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে আর্টসেলেকে ১২ ঘণ্টার আলটিমেটাম সাবেক সমন্বয়কের
- ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক জামিনে মুক্ত
- সরকারের অবস্থান স্পষ্ট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: রিজওয়ানা হাসান
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- ১৭ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার
- ১৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- এক পোস্টে শেষ সব সম্ভাবনা? সাকিবের জন্য বন্ধ হলো জাতীয় দলের দরজা
- মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট
- বিদেশে সব কূটনৈতিক মিশন থেকে সরানো হচ্ছে রাষ্ট্রপতির ছবি
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
- সরকারি সিকিউরিটিজে লেনদেন স্থগিতের ঘোষণা
- তারেক রহমানের ৩১ দফা তুলে ধরার আহ্বান এস এ জিন্নাহ কবিরের
- শেখ হাসিনার ফ্যাসিবাদের শিকার হয়েছেন হিন্দু সম্প্রদায়ও: এ্যানি চৌধুরী
- উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ খবর
- সপ্তাহ শুরুতেই ডিএসইতে উত্থান, সূচক ও লেনদেনে চাঙ্গাভাব
- ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে হাসনাত আবদুল্লাহর সতর্ক বার্তা
- এক্সিম ফার্স্ট ফান্ডের সর্বশেষ NAV বিশ্লেষণ
- “বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যায় না”- ডা. এ জেড এম জাহিদ হোসেন
- "বিএনপি ভোটাধিকার রক্ষায় আপসহীন"
- অন্যরা দিয়েছে, বাফুফে এখনো ঘুমিয়ে
- গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
- আল্লাহ আমাকে পাকিস্তানের অভিভাবক বানিয়েছেন,প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা নেই: মুনির
- সঙ্গীতশিল্পী থেকে অভিনেত্রী, নতুন রূপে পারশা মাহজাবীন পূর্ণী
- পাকিস্তানের হারের হতাশা কাটিয়ে: নেপালকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
- জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামব: আখতার হোসেন
- সরকারকে লন্ডনে ‘বিক্রি করে’ দেওয়া হয়েছে:হাসনাত আব্দুল্লাহ
- আলাস্কার আকাশে রহস্য: দুই নেতার সামনে কেন আচমকা মার্কিন বোমারু বিমান?
- নীরব ঘাতক কিডনি ক্যানসার: এই ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
- ৩২ নম্বরে ফুল দেওয়া সেই রিকশাচালক এবার জুলাই মামলায় কারাগারে
- আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?: চিকিৎসকদের বিরুদ্ধে আসিফ নজরুলের ক্ষোভ
- নির্বাচনের বিরুদ্ধে যারা, তারা জনগণের শত্রু: সালাহউদ্দিন আহমেদ
- "Black Skin, White Masks": উপনিবেশবাদ, বর্ণবাদ ও মানসিক মুক্তির গভীর পাঠ
- শেখ মুজিব: দেবতা, ভিলেন নাকি রাজনৈতিক ট্রাজেডির নায়ক?
- ১৪ আগস্ট ব্লক মার্কেটে বড় চুক্তি
- ৮১ বছরে বেগম খালেদা জিয়া: গণতন্ত্রের আপোষহীন কণ্ঠস্বর ও রাজনৈতিক উত্তরাধিকার
- ১২০ বার পেছালো সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার শুনানি
- দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ গড়ল মুক্তির আগে রেকর্ড
- পলাতক হারুন, বিপ্লবসহ ৪০ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
- ঘণ্টায় প্রায় ১০০ উল্কা পড়ার মহাজাগতিক দৃশ্য বাংলাদেশ থেকে দেখার সুযোগ
- চূড়ান্ত বিপ্লবের পথে: চিন্তার পুনর্গঠন ও আত্মার জাগরণ
- অবাধ লুটপাটে পাথরশূন্য হয়ে যাচ্ছে সিলেটের সাদাপাথর
- অনলাইনে কলেজে আবেদন: জানুন কলেজ চয়েজ পরিবর্তনের ধাপ
- ১৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার
- সম্মতি ছাড়া ৫ মিনিট ধরে চুমু, শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন রেখা
- ১৪ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার