সরকারি হাজিদের জন্য সুখবর, ধর্ম উপদেষ্টার ঘোষণা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৭:৩৮:৪৩
সরকারি হাজিদের জন্য সুখবর, ধর্ম উপদেষ্টার ঘোষণা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে ধর্ম মন্ত্রণালয়। হজ কার্যক্রম শেষে ব্যয়ের হিসাব চূড়ান্ত করে দেখা গেছে, নির্ধারিত প্যাকেজ ব্যয়ের তুলনায় বেশ কিছু খাতে ব্যয় কম হয়েছে। এর ফলে সরকারি ব্যবস্থাপনায় হজ করা হাজিদের মাঝে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৩ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন মোট ৫ হাজার ৪১৩ জন, যাদের মধ্যে ৪ হাজার ৯৭৮ জন সরাসরি এই অর্থ ফেরতের আওতায় পড়বেন। তিনি জানান, সৌদি আরবে বাড়িভাড়ার খরচ কিছুটা কম পড়েছে এবং কিছু ক্ষেত্রে সার্ভিস চার্জও সাশ্রয় হয়েছে। এর ফলেই হাজিদের প্যাকেজে ধার্য অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া সম্ভব হচ্ছে। খুব দ্রুত এই টাকা সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

সংবাদ সম্মেলনে হাজিদের প্যাকেজ ও অবস্থান অনুসারে কতজন কত টাকা ফেরত পাবেন, তার বিস্তারিতও তুলে ধরেন তিনি। সাধারণ হজ প্যাকেজ-১ এর আওতায় ৪, ৫ ও ৬ নম্বর বাড়িতে অবস্থান করা পূর্ণ প্যাকেজ হাজিরা যথাক্রমে ৫,৩১৫ টাকা, ১৩,৫৭০ টাকা এবং ৫,৩১৫ টাকা করে ফেরত পাবেন। শর্ট প্যাকেজের হাজিরা, যারা কেবল ৪ নম্বর বাড়িতে ছিলেন, তারা পাবেন ২৩,০২৭ টাকা করে। প্যাকেজ-২ এর আওতায় ১, ২ ও ৩ নম্বর বাড়িতে অবস্থানকারী পূর্ণ প্যাকেজ হাজিরা যথাক্রমে ১৯,১৯২ টাকা, ২১,১৪২ টাকা এবং ২৪,২৬২ টাকা করে ফেরত পাবেন। শর্ট প্যাকেজে যারা ১ ও ২ নম্বর বাড়িতে ছিলেন, তারা পাবেন ৫১,৬৯২ টাকা এবং ৫৩,৬৪২ টাকা করে।

চলতি বছর পবিত্র হজ পালন করেছেন মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৫ হাজার ৪১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৮১ হাজার ৬৮৭ জন। সরকারি ব্যবস্থাপনায় এ বছর যে পরিমাণ স্বচ্ছতা ও সাশ্রয় অর্জিত হয়েছে, তা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি ভবিষ্যতে হজ ব্যবস্থাপনায় আরও আস্থা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আশা করা যায়।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ